Friday, November 15, 2024

Logo
Loading...
google-add

Nation pays tribute Birsa Munda: যথোচিত মর্যাদায় পালিত জনজাতীয় গৌরব দিবস, বিরসা মুন্ডাকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির

Sweta Chakrabory | 13:15 PM, Fri Nov 15, 2024

নিউজ ডেস্ক: ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী শুক্রবার দেশজুড়ে শ্রদ্ধার সঙ্গে জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালিত হচ্ছে। কৃতজ্ঞ চিত্তে বিরসা মুন্ডাকে স্মরণ করছে দেশ। জন্মজয়ন্তীতে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ। জনজাতীয় গৌরব দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে সংসদে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ প্রমুখ। এছাড়াও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংও ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এদিন জন্মজয়ন্তীতে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, মাতৃভূমির সম্মান ও গৌরব রক্ষায় সর্বস্ব উৎসর্গ করেছিলেন বিরসা মুন্ডাজি। এই উপলক্ষ্যে একটি ভিডিও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিন বিরসা মুন্ডাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ভগবান বিরসা মুন্ডা জি মাতৃভূমির সম্মান ও গৌরব রক্ষার জন্য সর্বস্ব উৎসর্গ করেছিলেন। তাঁর জন্মবার্ষিকী 'আদিবাসী গর্ব দিবস'-এর শুভ মুহূর্তে তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা।"

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

Politics

google-add
google-add