Friday, November 15, 2024

Logo
Loading...
google-add

Biman Bose: জেলা সফর থেকে ফিরেই অসুস্থ বিমান বসু, ভর্তি হাসপাতালে

Sweta Chakrabory | 13:10 PM, Tue Nov 12, 2024

নিউজ ডেস্ক:  অসুস্থ বর্ষীয়ান বাম নেতা বিমান বসু। চিকিৎসকদের পরামর্শে ভর্তি করানো হয়েছে শহরের এক বেসরকারি হাসপাতালে। আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই তাঁকে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে দলীয় কর্মসূচি সেরে ফেরার পরেই অসুস্থ বোধ করেন তিনি। গতকাল রাত থেকে তাঁর অসুস্থতা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, ফুসফুস বিশেষজ্ঞ ও হৃদরোগ বিশেষজ্ঞর অধীনে কেবিনে চিকিৎসাধীন বিমান বসু। তাঁর ঠান্ডা লেগেছে ৷ তবে এই মুহূর্তে ভালো আছেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷

জানা গিয়েছে, তিন দিন আগে জ্বর এসেছিল বর্ষীয়ান সিপিএম নেতার, সর্দি-কাশিও হয়। সেই জ্বর না নামাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কোনও সংক্রমণ থেকে জ্বর হয়েছে কি না, পরীক্ষা করে দেখা হবে। তবে আপাতত স্থিতিশীল রয়ছেন বিমান। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, তিন দিন ধরে জ্বর। জ্বর না নামাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ কিছু পরীক্ষা হবে বিমানের। দুপুরে চিকিৎসকরা সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন, কী ভাবে চলবে চিকিৎসা। দলীয় সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন বিমান। মালদহ থেকে শরীর খারাপ হয় তাঁর। জ্বর না-কমায় সোমবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আলিমুদ্দিন সূত্রে খবর, দলের একগুচ্ছ কর্মসূচিতে তিনি দক্ষিন দিনাজপুর-মালদা গিয়েছিলেন। দুই জেলার কর্মসূচি সেরে কলকাতায় ফিরেছেন রাতের ট্রেনে।   সারারাত্রি ট্রেনে আসার পর থেকে জ্বর আসে বর্ষীয়ান বাম নেতার। সোমবার সকাল থেকে শরীর খারাপ থাকায় চিকিৎসক দেখে যান তাঁকে। রক্ত-সহ বেশকিছু পরীক্ষা করানো হয়। প্রথমে তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি। তবে সর্দি-কাশী-শ্বাসকষ্ট-জ্বর নিয়ে অসুস্থ বোধ করায় সোমবার রাতে ৮৪ বছর বয়সী বর্ষীয়ান নেতাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাত ন'টা নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

National News

google-add

Education

google-add
google-add
google-add

State News

google-add
google-add