Friday, November 15, 2024

Logo
Loading...
google-add

Anirban-Parambrata: অনির্বাণেই ভরসা পরমব্রতর, আসন্ন ভূতুড়ে সিরিজ ‘ভোগ’-এ রয়েছে অনেক চমক

Sweta Chakrabory | 18:30 PM, Mon Nov 11, 2024

নিউজ ডেস্ক: দর্শকদের জন্য সুখবর। এবার রজতাভ দত্ত, অনির্বাণ এবং পরমব্রত একসঙ্গে। তিনজন মিলে একসঙ্গে আসছেন পর্দায়। এসভিএফ এর নতুন সিরিজ ভোগ আসছে খুব শীঘ্রই। প্রকাশিত হয়েছে ভোগের প্রথম ছবি। পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য- টলিউডের দুই বাঘা অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে একফ্রেমে নজর কেড়েছিল তাঁদের রসায়ন। তবে এবার নতুন চমক নিয়ে ফিরছেন দুই তারকা। সঙ্গে থাকছেন রজতাভ দত্তও। অভীক সরকারের লেখা এই গল্পকেই ওটিটি প্ল্যাটফর্মে সিরিজের আকারে নিয়ে আসছেন পরমব্রত। আর সেই হরর সিরিজের কেন্দ্র চরিত্রেই অভিনয় করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য।

‘ভোগ’-এর গল্প যাঁরা পড়েছেন, তাঁরা হয়ত ইতিমধ্যেই গল্পটা জানেন, কেউ কেউ হয়ত গল্প পড়ার সময়ই নিজেদের মতো করে চরিত্রগুলি কল্পনাও করে নিয়েছেন। বইয়ের পাতায় পড়া, কল্পনা করা সেই চরিত্রগুলিকেও এবার পাঠকরা দৃশ্যায়নের মাধ্যমে দেখতে পারবেন। যাঁরা পড়ে উঠতে পারেননি, তাঁরাও এই সিরিজের মাধ্যমে গল্পটা জেনে ফেলতে দেখে ফেলতে পারবেন। এই গল্প পৌরানিক-থ্রিলারধর্মী। 'ভোগ'-এর গল্পে দেখা যায়, একটা কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে অতীন নামে সেই একাকী মানুষটির কাছে। এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন হঠাৎ বদলে যেতে শুরু করে। শেষ পর্যন্ত কী হয়, তারই উত্তর দেবে এই ওয়েব সিরিজ 'ভোগ'।

পরমব্রতর পরিচালনায় প্রথমবার অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। ডিসেম্বরে শুটিং শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই সামনে এসেছেন ভোগ-এর ফার্স্টলুক। ছবিতে দেখা যাচ্ছে, অনির্বাণ বসে রয়েছেন, তাঁর পরনে সাদা শার্টের উপর কালো ব্লেজার চাপানো। গলায় টাই বাঁধায়, মাথায় কালো হ্যাট (টুপি)। তাঁর ঠিক পিছনেই একইরকম পোশাকে দাঁড়িয়ে পরমব্রত চট্টোপাধ্যায়। শুধু মাথার হ্যাট-টুকু নেই। তবে পরমব্রতর দিকে ভালো করলে দেখলেই খেয়াল করবেন তাঁর হাতে রয়েছে একটা বই। যাতে লেখা 'ভোগ'।

অন্যদিকে, নতুন কাজ, নতুন চরিত্র নিয়ে রজতাভ দত্ত সাফ জানালেন, ''এই ছবির স্ক্রিপ্ট আমি পাইনি এখনও। শুধু জানি, যে আমি এটা করছি। পরমের কাজ তো। আমি এই জন্যই হ্যাঁ বলে দিয়েছি। ওর সঙ্গে দুটি কাজ করে দেখেছিলাম যে ও তখনই কত পরিণত। খুব ম্যাচিওর কাজ করে। তাহলে আর সমস্যা কীসের?"

google-add
google-add
google-add

Health And Environment

Spiritual

google-add

Education

google-add

Politics

google-add
google-add
google-add

State News

google-add
google-add