Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

air pollution

Delhi's  Air Pollution: বিষাক্তপুরী রাজধানী! ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি, জারি একাধিক নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: শীত পড়তেই কুয়াশা নয়, ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি। বাতাসের গুণমান ‘ভয়াবহ’ রইল আজও। এই নিয়ে পরপর তিনদিন ‘ভয়াবহ’ মাত্রায় রয়েছে দিল্লির বাতাসের গুণমান। বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছে ৪৯৮ -এ। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অতিশি নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন। পরবর্তী নির্দেশ না আসা অবধি অনলাইনেই পঠন পাঠন চলবে।

বর্তমানে বিশ্বের সবথেকে দূষিত শহর পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের গুণগত মান ৭৭০। তারপরই রয়েছে দিল্লি। রাজধানীতে ক্ষতিকর পিএম ২.৫ মাত্রা অত্যন্ত বেশি। এই সূক্ষ ধূলিকণা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে ফুসফুসের পর্দা ফুটো করে দেয়। দিল্লির সবথেকে দূষিত জায়গাগুলির মধ্যে শীর্ষে রয়েছে জাহাঙ্গীরপুরী। সেখানে বাতাসের গুণগত মান ৪৫৮। এরপরে রয়েছে বাওয়ানা, সেখানে বাতাসের গুণগত মান ৪৫৫। ওয়াজিরপুরেও বাতাসের গুণগত মান ৪৫৫ রয়েছে। দিল্লির রোহিনীতে বাতাসের গুণগত মান ৪৫২ রয়েছে। পঞ্জাবী বাগে বাতাসের গুণগত মান ৪৪৩।

গোটা দিল্লিই কার্যত ধোঁয়াশার চাদরে মুড়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা কমে শূন্যে দাঁড়িয়েছে। ব্যাপক সমস্যা হচ্ছে যান চলাচলে। বিমানও দেরিতে উড়ছে। দিল্লির রুটে অধিকাংশ ট্রেনই কমপক্ষে ২ ঘণ্টা দেরিতে চলছে।

Sweta Chakrabory | 12:46 PM, Fri Nov 15, 2024

Death for Air Pollution: বছরে ৩৩ হাজার ভারতীয়র মৃত্যুর কারন বায়ু দূষণ! চাঞ্চল্যকর তথ্য জানাল গবেষকরা

নিউজ ডেস্ক: গবেষণায় উঠে এল বিরাট তথ্য। দূষণের কারণে প্রতি বছর ভারতে মৃত্যু (Death for Air Pollution) হচ্ছে ৩৩ হাজার মানুষের। সম্প্রতি ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দূষণ সংক্রান্ত সমীক্ষার রিপোর্টে এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, কলকাতা সহ ভারতের বড় বড় ১০টি শহরে (Indian Cities) প্রতি বছর বায়ুদূষণের বলি হচ্ছেন হাজার হাজার মানুষ। তাই দূষিত বায়ুর বিপদ থেকে নাগরিকদের বাঁচানোর জন্য অবশ্যই হু-র দেওয়া নির্দেশিকা মেনে চলা উচিত ভারতের, এমনটাই জানানো হয়েছে ওই প্রতিবেদনে। গবেষণাটি সাসটেইনেবল ফিউচার কোলাবোরেটিভ, অশোকা ইউনিভার্সিটি, সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল, সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, হার্ভার্ড এবং বোস্টন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্থানের গবেষকদের দ্বারা পরিচালিত হয়েছিল।

সমীক্ষায় দাবি করা হয়েছে, ভারতের বড় বড় ১০টি শহরে বায়ুদূষণের কারণে প্রতিবছর ৩৩ হাজার মানুষের মৃত্যু (Death for Air Pollution) হয়। ওই ১০টি গুরুত্বপূর্ণ শহরে বায়ুদূষণের কারণে দৈনিক মৃত্যুর হার ৭ শতাংশেরও বেশি। এই শহরগুলির (Indian Cities) তালিকায় রয়েছে কলকাতা, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, পুনে, সিমলা, এবং বারাণসী। সমীক্ষায় দেখা গেছে, বায়ুদূষণের কারণে মৃত্যুর (Death for Air Pollution) নিরিখে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী শহর দিল্লি, যেখানে প্রতি বছর ১২ হাজার মানুষের মৃত্যু ঘটে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই। এখানে এই সংখ্যা ৫ হাজার ১০০। আর কলকাতায় সেই সংখ্যা ৪ হাজার ৭০০। অন্যদিকে চেন্নাইয়ে বায়ুদূষণের কারণে বছরে ২ হাজার ৯০০ জন মানুষ মারা যায়। বেঙ্গালুরুতে সেই সংখ্যা ২ হাজার ১০০ এবং বারাণসীতে ৮৩০। মৃত্যুর নিরিখে তালিকায় সবচেয়ে নিচে রয়েছে সিমলা, যেখানে বছরে বায়ুদূষণের কারণে মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম, মাত্র ৫৯।

এ প্রসঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অন্যতম সহ-লেখক জোয়েল শোয়ার্টজ এক বিবৃতিতে বলেছেন, ''এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যা পরিস্থিতি সেখানে বায়ুদূষণ নিয়ন্ত্রণই একমাত্র পথ। একমাত্র বায়ুদূষণ নিয়ন্ত্রণের মাধ্যমেই প্রতি বছর কয়েক হাজার জীবন বাঁচাতে পারে। অন্যান্য দেশে যেভাবে দূষণ নিয়ন্ত্রণ হয়, সে সব পদ্ধতিগুলি ভারতে জরুরীভাবে প্রয়োগ করা প্রয়োজন।" বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে যে, পৃথিবীতে প্রায় সকলেই বায়ু দূষণের প্রস্তাবিত পরিমাণের চেয়ে বেশি পরিমানে দূষিত বায়ু গ্রহণ করে, যা স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের কারণ হয়ে দাঁড়ায়। আর এর ফলেই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর হার।

Sweta Chakrabory | 11:36 AM, Fri Jul 05, 2024
upload
upload