Thursday, September 19, 2024

Logo
Loading...
upload upload upload

workers

Puja Bonus: পুজোর আগেই বোনাস পাবেন কলকাতা পুরসভার একশো দিনের কাজের কর্মীরা


নিউজ ডেস্ক: আরজি কাণ্ডে কলকাতা সহ বাংলা জুড়ে যে গণআন্দোলন হচ্ছে, তাতে অস্বস্তি রয়েছে শাসকদল। কিন্তু এরই মাঝে সরকারি কর্মীদের মন জয় করতে বড় পদক্ষেপ নিল সরকার। এ বার কলকাতা পুরসভায় কর্মরত একশো দিনের কাজের কর্মীদের 'উৎসব বোনাস' (Puja Bonus) দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। বর্তমানে কলকাতা পুরসভার অধীনে প্রায় ১৫ হাজার এই কর্মী রয়েছেন, যাঁদের এই পুজোর বোনাস দেওয়া হবে। এর জন্যে সরকারের ১৫ কোটি টাকা খরচ হবে।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'উৎসবে ফেরার' অনুরোধ করেছিলেন। এই আবহে অনেক মানুষের মনেই একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। আবার গত এক মাস ধরেই ধরেই বহু পুজো কমিটি সরকারি অনুদানের টাকা ফিরিয়েছে। কিন্তু সে সবের মাঝেই পুরসভা জানাল একশো দিনের কর্মীদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে তিন হাজার টাকা করে পাঠানো হবে।
পুজোর আগে যাতে সব কর্মীদের অ্যাকাউন্টে এই অর্থ দেওয়া যায়, সেই বিষয়টি নিশ্চিত করবে পুরসভা। ধাপে ধাপে এই অর্থ দেওয়া হবে। এদিকে পুজোর মুখে এই টাকা পেয়ে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে ওই কর্মীদের মুখে। ইতিমধ্যেই ধাপেধাপে বিভিন্ন বিভাগের ১০০ দিনের কর্মীদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করেছে।
রিপোর্ট অনুযায়ী, মমতার 'উৎসবে ফেরার' (Puja Bonus) বার্তার পরই মেয়র ফিরহাদ হাকিম পুরসভার একশো দিনের কাজে কর্মীদের উৎসব বোনাস দেওয়ার বিষয়ে পদক্ষেপ করেছেন। একশো দিনের কাজের প্রকল্পে কলকাতা পুরসভার ১৫ হাজার কর্মী রয়েছে৷ তিনটি ক্ষেত্রে সেই কর্মীরা কাজ করে থাকেন। দক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি পান ৪০৪ টাকা। অদক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি পান ৩০৩ টাকা ৷ আর সুপারভাইজারের অধীনে যারা কাজ করেন দৈনিক মজুরি পান ২০২ টাকা করে৷ তবে পুজোর আগে সবাইকে সাড়ে তিন হাজার টাকা করে 'উৎসব বোনাস' দেওয়া হবে।
এই প্রসঙ্গে, ১০০ দিনের প্রকল্পের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অসীম বসু বলেন, 'নামমাত্র দৈনিক মজুরিতে সারাটা বছর কালঘাম ঝড়িয়ে কাজ করেন এই সমস্ত কর্মীরা ৷ এই টাকা পেলে পুজোর মুখে স্ত্রী বা বাড়ির ছোট্ট ছেলে মেয়েদের নতুন জমা কাপড় কিনে দিতে পারবেন উৎসবের আবহে।'


Sweta Chakrabory | 17:47 PM, Sun Sep 15, 2024

Nandigram: নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৭টি এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি সিনহার

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম থানায় (Nandigram police station) বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৭টি এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জানা গিয়েছে, তিন সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। অন্তর্বর্তী স্থগিতাদেশের সময় ওই বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশ কোনও রকমের কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না, এমন কথাই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা।

এদিন এই সংক্রান্ত মামলাটির শুনানি ছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, ‘‘এই মুহূর্তে তদন্তকারী সংস্থা বদল করার কোনও প্রয়োজন নেই। তাছাড়া মনে করা হচ্ছে, সব মামলাই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই করা হয়েছে।’’ বিচারপতি সিনহা প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেন, যে ৪৭টি এফআইআর দায়ের করা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে, সেখানে প্রত্যেকটি এফআইআর-এ মোটামুটি একই অভিযোগ আনা হয়েছে। এই এফআইআরগুলির আদৌ কোনও সারবত্তা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছেন বিচারপতি সিনহা। তাই আপাতত তিন সপ্তাহের জন্য অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে কোনওরকমের পদক্ষেপ পুলিশ নিতে পারবে না বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচন ঘোষণা হতেই এবং ভোটপর্ব চলাকালীন ও তার পরবর্তীকালে ৩৫ দিনের মধ্যেই নন্দীগ্রাম থানাতে ৪৭টি অভিযোগ দায়ের করা হয়েছিল। বিজেপি কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা যে মিথ্যা মামলা তা বারে বারেই দাবি করে এসেছে গেরুয়া শিবির। মিথ্যা মামলায় তাঁদের কর্মীদের ফাঁসানো হয়েছে, এই অভিযোগ তুলে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই মামলার শুনানির সময় এমন পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, এর আগে এই মামলার শুনানি ছিল গত ২৬ জুন সেদিনও বিচারপতি অমৃতা সিনহা পুলিশকে কোনও রকমের কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

Sweta Chakrabory | 15:58 PM, Tue Jul 02, 2024

Unemployed Workers: শ্রমিক দিবসেই রাজ্যে বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান, চিন্তার ভাঁজ কর্মহীন শ্রমিকদের কপালে


মাধ্যম নিউজ ডেস্ক: শ্রমিক দিবসের দিনই কাজ হারালো প্রায় হাজারের কাছাকাছি শ্রমিক। রাজ্যে বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান (Tea Garden)। ফলে চিন্তার ভাঁজ পড়েছে কর্মহীন শ্রমিকদের (Unemployed Workers) কপালে। মে দিবসের দিন সকালেই ডুয়ার্সের (Dooars) এক চা বাগানে কাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে চা বাগানের মালিক কর্তৃপক্ষ। আর তার জেরেই মে দিবসে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ৮৩০ জন শ্রমিক।

 জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরেই পাওনাগন্ডা নিয়ে শ্রমিক-মালিক অসন্তোষ চলছিল। পিএফ, গ্র্যাচুইটির মতো বিভিন্ন পাওনা বাকি ছিল। শুধু তাই নয়, শ্রমিকদের (Workers) ৩ পাক্ষিক সপ্তাহের মজুরিও বকেয়া ছিল বলে অভিযোগ। যার জেরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কর্মরত শ্রমিকরা। এরপর ২৭ এপ্রিল নিজেদের বকেয়া অর্থ বুঝতে চেয়ে শ্রমিকদের একাংশ বানারহাট থানায় গিয়ে অবস্থানে শামিল হন। বানারহাট বিডিও অফিসে একটি ত্রিপাক্ষিক বৈঠকও ডাকা হয়। তবে মালিকপক্ষের কেউ উপস্থিত না থাকায় সেই বৈঠক ভেস্তে যায়। কিন্তু মালিকপক্ষের তরফে একটি চিঠি দিয়ে প্রশাসনকে জানানো হয়, মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তির টাকা তাঁরা মিটিয়ে দেবেন। সেই টাকা গতকাল দিয়েও দেওয়া হয়। কিন্তু তারপরই রাত্রিবেলা কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা হয়। পুলিশ-প্রশাসনকেও মালিক পক্ষ জানিয়ে দেয় নিজেদের সিদ্ধান্তের কথা। বাগানে ঝুলিয়ে দেওয়া হয় তালা। এরপর সকালে শ্রমিকরা কাজে এসে দেখেন বাগানে তালা ঝুলছে।

 এ প্রসঙ্গে চা শ্রমিক নেতা অজয় মাহালি বলেন, “কোন সমস্যা থাকলে মালিকপক্ষ তা আলোচনার মাধ্যমে মেটাতে পারতেন। সেটা না করে শ্রমিক দিবসের ঠিক আগের রাতে এভাবে বাগান বন্ধ করে চলে যাওয়ার ঘটনার ঘোর নিন্দা জানাই। হাজার শ্রমিক কর্মহীন।”

 প্রসঙ্গত, শ্রমিক দিবস (International labour day)উপলক্ষে সকালেই মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় লেখেন,"আমাদের সকল শ্রমিক ভাই বোনকে জানাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা। শ্রমিকরা আমাদের সমাজের সম্পদ। তাদের নিয়ে আমরা গর্বিত। আমি সব সময় তাদের পাশে থাকি। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার মত যুগান্তকারী প্রকল্প চালু করা থেকে, কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের কাজের টাকা পাওয়া থেকে বঞ্চিত রাজ্যের ৫৯ লক্ষ গ্রামীণ শ্রমিকের টাকা রাজ্যের নিজস্ব তহবিল থেকে মিটিয়ে দেওয়া, বরাবর আমরা সকল ক্ষেত্রে শ্রমিক ভাই বোনদের পাশে থেকেছি আগামীতেও থাকবো। "

আর মুখ্যমন্ত্রী এই বার্তার পরেই জানা গেল উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহাকুমার বারানহাট (Banarhat) ব্লকের তোতাপাড়া চা বাগানে কাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

Sweta Chakrabory | 13:11 PM, Wed May 01, 2024

International Labour Day: জানেন কি কেন পালন করা হয় মে দিবস? কোন ইতিহাস লুকিয়ে এই দিনটির পেছনে!


নিউজ ডেস্ক: প্রতি বছর ১ মে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Labour Day), যা মে দিবস নামেও পরিচিত। কিন্তু কেন পালন করা হয় মে দিবস? কোন ইতিহাস লুকিয়ে এই দিনটির পেছনে তা জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

সহজ ভাষায় বলতে গেলে বলা যায় যে কাজের ফাঁকে শ্রমিকদের একটু বিশ্রামের দিন এই শ্রমিক দিবস। কাজ তো করতেই হবে৷ কিন্তু সারাদিন ধরে কাজ করা তো সম্ভব নয়৷ তাই কাজ যেমন জরুরি, ঠিক ততটাই জরুরি পর্যাপ্ত বিশ্রামের সময় পাওয়া। এই সহজ কথাটাই নতুন করে মনে করার দিন পয়লা মে, আর্ন্তজাতিক শ্রমিক দিবস (Labour Day)। আর এরই সঙ্গে বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রামের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে।

আর্ন্তজাতিক শ্রমিক দিবসের ইতিহাস

১৯ শতকের শ্রমিক আন্দোলন থেকে শ্রমিক দিবসের উৎপত্তি, যেখানে শ্রমিকরা আরও ভাল কাজের পরিবেশ, সংক্ষিপ্ত কাজের সময় এবং সংগঠিত হওয়ার অধিকারের জন্য লড়াই করেছিলেন। ১৮৮২ সালে সেন্ট্রাল লেবার ইউনিয়নের (Central Labour union) আয়োজনে নিউইয়র্ক সিটিতে প্রথম শ্রমিক দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৮৮৬ সাল থেকে আমেরিকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। যদিও ভারতে এই দিনটি পালন করা হচ্ছে ১৯২৩ সাল থেকে। ১৮৮৬ সালে আমেরিকার (America) শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহিদদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালন করা হয়। সেদিন দৈনিক ৮ ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা (workers) হে মার্কেটে জমায়েত করেছিলেন। তাঁদের ঘিরে থাকা পুলিশের প্রতি কেউ একজন বোমা ছোঁড়ে। তার পরে পুলিশ শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হন।

এই দিনটির তাৎপর্য

বিশ্বব্যাপী ৮০টিরও বেশি দেশে শ্রমিক দিবস পালিত হয়, প্রতিটি দেশ তার নিজস্ব অনন্য উপায়ে দিবসটি পালন করে। অনেক দেশে, শ্রমিক দিবস একটি জাতীয় সরকারী ছুটির দিন (National Holiday) হিসাবে পালন করা হয়, যার ফলে শ্রমিকরা তাদের কাজের থেকে প্রাপ্য বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে।

সচেতনতা বৃদ্ধি

শ্রমিক দিবসের দিন অনেক জায়গাতেই প্যারেড বা সমাবেশ হয়, যেখানে শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নগুলি তাঁদের দাবিতে সোচ্চার হতে এবং তাদের সাফল্য উদযাপন করতে একত্রিত হয়। এই অনুষ্ঠানগুলি আসলে শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতনতা (awareness) বৃদ্ধি করতে এবং ন্যায্য মজুরি, নিরাপদ ও উন্নত কাজের পরিবেশের পক্ষে প্রচারের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে।

Sweta Chakrabory | 11:28 AM, Wed May 01, 2024

Howrah Jute Mile: ভোটের মুখে কাজ বন্ধ জুট মিলে! বিপাকে প্রায় ৩৫০০ কর্মচারী

নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মুখে(, lok sabha vote 2024) কাজ বন্ধ শিবপুরের হাওড়া জুট মিলে(Howrah Jute Mile)। এর ফলে বিপাকে পড়েছেন প্রায় সাড়ে তিন হাজার কর্মচারী। আগামী ২০ মে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ভোট। আর তার আগেই বন্ধ হয়ে গেল মধ্য হাওড়া বিধানসভার অন্তর্গত হাওড়া জুট মিল। ফলে কর্মহীন হয়ে পড়ল প্রায় সাড়ে তিন হাজার কর্মী(mill workers)।

এই মিলে কর্মরত শ্রমিকদের অভিযোগ মিলের বিমিং ডিপার্টমেন্টের কর্মীদের দৈনিক মজুরি থেকে গত কয়েকদিনের এক ঘন্টার মজুরি কাটা হয়েছে। এর পাশাপাশি দোলের দিনের মজুরি পাওয়ার কথা থাকলেও সেটাও তাদের দেওয়া হয়নি। এর ফলে ওই ডিপার্টমেন্টের শ্রমিকরা ১৫০০ থেকে ২০০০ টাকা কম বেতন পেয়েছেন। এই নিয়েই ওই ডিপার্টমেন্টের শ্রমিকরা(mill workers) ক্ষোভ প্রকাশ করেন।

একইসঙ্গে এর ওপর ভিত্তি করে তারা পাওনা টাকার দাবিতে কর্মবিরতি শুরু করেন। এরপর ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওই বিভাগের কর্মীদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তারা তা মানতে চাননি। এরই প্রেক্ষিতে ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটি নতুন নির্দেশ জারি করা হয়।

এরপর মঙ্গলবার সকালে কর্মচারীরা কাজে যোগদান করতে এসে দেখেন মিলের গেটে নোটিশ ঝুলছে। ওই নোটিশে বলা হয় যতক্ষণ না পর্যন্ত বিমিং ডিপার্টমেন্টের কর্মচারীরা কাজে যোগ দিচ্ছেন ততক্ষণ ব্যাচিং, ওয়েভিং সহ অন্যান্য ডিপার্টমেন্টের শ্রমিকদের কাজ বন্ধ রাখার কথা বলা হয়। এদিকে বিমিং ডিপার্টমেন্টে কর্মচারীদের পাওনা নিয়ে তাদের পাশে দাঁড়ান অন্য বিভাগের কর্মচারীরা। ফলে মিলের মধ্যে শুরু হয় অচলাবস্থা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার কর্মচারীরা মিলে এলেও কোন উৎপাদন হয়নি।

এ বিষয়ে শ্রমিকদের আরো অভিযোগ ওই মিলে অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা পিএফ(PF) এর টাকা নিয়ে টালবাহানা চলছে। এছাড়াও ইএসআই(ESI) এর টাকা তারা পাচ্ছেন না। সামনে ঈদ। তার আগে মিলে কাজ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সমস্যায় পড়েছেন শ্রমিকরা। তারা চাইছেন দ্রুত মিলটিতে(Howrah Jute Mile) কাজ শুরু হোক।

Sweta Chakrabory | 13:50 PM, Tue Apr 09, 2024

Salary Hike In West Bengal: বেতন বৃদ্ধি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, ভোটের মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: ভোটের মুখে বিশাল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবারই তিনি ঘোষণা করেছিলেন, বুধবার সকাল ১০টায় ফেসবুকে একটি বিশাল বড় ঘোষণা করবেন তিনি৷ সেই মতো বুধবার সকালে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি৷ এপ্রিল থেকেই কার্যকর হবে নতুন বর্ধিত বেতনক্রম।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আশাকর্মীদের বেতন ৭৫০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে ৭৫০ টাকা। অন্যদিকে আইসিডিএস হেল্পারদের বেতনও প্রতি মাসে ৫০০ টাকা করে বৃদ্ধি পাবে বলেই জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন মুখ্যমন্ত্রী। আর সেই বার্তায় ভোটের আগেই বাংলায় আশা, আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ভিডিওতে তিনি বলেন, সবাই ভালো থাকুক। মা-মাটি-মানুষের সরকার এভাবেই সবার সুযোগ-সুবিধার কথা খেয়াল রেখে কাজ করে যাবে।

এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও মুখ্যমন্ত্রী লিখেছেন, "বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য - আমি এবং আমার জনদরদী মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা - আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা। জয় হিন্দ! জয় বাংলা!"

Sweta Chakrabory | 12:46 PM, Wed Mar 06, 2024

Asha Workers: আশাহত হচ্ছেন! প্রাপ্য বুঝে নিতে পথে আশা কর্মীরা

স্থায়ীকরণ, ভাতা বৃদ্ধি, সময়মত বেতন সহ একাধিক দাবিতে আশা কর্মীরা মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিধাননগরের বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত বঞ্চনার অভিযোগে ১ মার্চ থেকে কর্মবিরতিতে রয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। মঙ্গলবার তাদের কর্ম বিরতি পঞ্চম দিনে পদার্পণ করল

এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। উত্তরবঙ্গের দুটি জেলা বাদে রাজ্যের ২১ টি জেলা থেকে আশা কর্মীরা এসে জমায়েত হয় স্বাস্থ্য ভবনের সামনে। আশা কর্মীদের মূল দাবী, তাদের ভাতা বৃদ্ধি করতে হবে এবং তাদের সমস্ত বকেয়া টাকা প্রদান করতে হবে। যতক্ষন না তাদের দাবি মানা হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে দাবি তাদের। পাশাপাশি বিধাননগর পুলিশের বিশাল বাহিনী ও র‍্যাফ উপস্থিত ঘটনাস্থলে।

উল্লেখ্য বহু বছর ধরে আশা কর্মীরা তাঁদের প্রাপ্য পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। তাঁরা বহুবার স্বাস্থ্য ভবন অভিযান করেছে। ভোটের আগে সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি আসে। নির্বাচনের আনুষাঙ্গিক কাজেও তাঁদের ব্যবহার করা হয়েছে অতীতে এমনটাই তাঁদের দাবি। তথাপি তাঁদের দাবি পূরণ হচ্ছে না বলে তাঁদের অভিযোগ।

Editor | 15:05 PM, Tue Mar 05, 2024
upload
upload