Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Salary Hike In West Bengal: বেতন বৃদ্ধি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, ভোটের মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Sweta Chakrabory | 12:46 PM, Wed Mar 06, 2024

নিউজ ডেস্ক: ভোটের মুখে বিশাল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবারই তিনি ঘোষণা করেছিলেন, বুধবার সকাল ১০টায় ফেসবুকে একটি বিশাল বড় ঘোষণা করবেন তিনি৷ সেই মতো বুধবার সকালে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি৷ এপ্রিল থেকেই কার্যকর হবে নতুন বর্ধিত বেতনক্রম।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আশাকর্মীদের বেতন ৭৫০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে ৭৫০ টাকা। অন্যদিকে আইসিডিএস হেল্পারদের বেতনও প্রতি মাসে ৫০০ টাকা করে বৃদ্ধি পাবে বলেই জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন মুখ্যমন্ত্রী। আর সেই বার্তায় ভোটের আগেই বাংলায় আশা, আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ভিডিওতে তিনি বলেন, সবাই ভালো থাকুক। মা-মাটি-মানুষের সরকার এভাবেই সবার সুযোগ-সুবিধার কথা খেয়াল রেখে কাজ করে যাবে।

এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও মুখ্যমন্ত্রী লিখেছেন, "বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য - আমি এবং আমার জনদরদী মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা - আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা। জয় হিন্দ! জয় বাংলা!"

upload
upload