Saturday, December 21, 2024

Logo
Loading...
google-add

Uma Dasgupta Death: প্রয়াত উমা দাশগুপ্ত, ক্যানসারের কাছে হার মানলেন ‘পথের পাঁচালি’র দুর্গা

Sweta Chakrabory | 14:03 PM, Mon Nov 18, 2024

নিউজ ডেস্ক: 'পথের পাঁচালী'র 'দুর্গা' উমা দাশগুপ্তের জীবনাবসান। সত্যজিৎ রায়ের পরিচালনায় অপু-দুর্গার জীবনের এক টুকরো কাহিনি, আজও বাঙালির হৃদয়জুড়ে। দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও, সকলের মনে রয়ে গিয়েছে উমার অভিনয়। এই সময় অনলাইনকে অভিনেত্রীর মৃত্যুর খবর জানালেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উমা দাশগুপ্ত। সোমবার সকালে তাঁর জীবনাবসান ঘটে। চিরঞ্জিৎ চক্রবর্তীকে অভিনেত্রীর কন্যা দুঃসংবাদটি দেন বলেও জানিয়েছেন অভিনেতা।

চিরঞ্জিতের কথায়, “সকালে ওঁর মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গিয়েছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তাঁর।” চিকিৎসায় সাড়াও দিয়েছিলেন প্রাথমিক ভাবে। কিন্তু নতুন করে ফিরে আসে মারণরোগ। অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করানো হয়েছিল এক বেসরকারি হাসাপাতালে। সেখানেই প্রয়াত হলেন উমাদেবী।

ছোটবেলা থেকেই থিয়েটার আঁকড়ে বাঁচতে চেয়েছিলেন উমা। তাঁর স্কুলের প্রধানশিক্ষকের সঙ্গে সখ্য ছিল সত্যজিৎ রায়ের।সেই শিক্ষকের সাহায্যেই দুর্গাকে খুঁজে পান সত্যজিৎ। পরিবার প্রথমে রাজি না হলেও, পরিচালকই অনুমতি  আদায় করে নেন। তারপরের ঘটনা আর বলে দিতে হয় না। 'পথের পাঁচালীর' পরেও বেশ কিছু ছবিতে কাজ করন অভিনেত্রী। কিন্তু বাঙালির কাছে উমা দাশগুপ্ত আদরের দুর্গাই রয়ে গিয়েছে।

google-add
google-add
google-add

ভিডিয়ো

আপডেট

google-add

রাজ্য

google-add

স্বাস্থ্য

google-add
google-add
google-add

দেশের খবর

google-add
google-add