Tuesday, September 17, 2024

Logo
Loading...
google-add

Ganesh Chaturthi 2024: গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতার পুজো করলে তাঁর আশীর্বাদ মেলে, নিবেদন করুন এই ৫ ভোগ


Sweta Chakrabory | 12:19 PM, Sat Sep 07, 2024

নিউজ ডেস্ক: আজ ১৭ সেপ্টেম্বর শনিবার ভাদ্র শুক্লা চতুর্থী তিথিতে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। প্রতিবছর মহাসমারোহে পালিত হয় এই গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2024)। সারা ভারত জুড়ে চলে এই উৎসব। তবে মূলত মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ধুমধাম করে পালিত হয় গণেশ পুজো। লোকবিশ্বাস ভক্তিভরে নিয়ম মেনে গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতার পুজো করলে তাঁর আশীর্বাদ মেলে। গণেশ ঠাকুরের পুজোয় সঠিক ভোগ নিবেদন করা অত্যন্ত জরুরি। কারণ তিনি যে একটু ভোজনপটু, তা তাঁর চেহারা দেখলেই বিস্তর মালুম হয়। তাই আজ গণেশ জয়ন্তীতে সিদ্ধিদাতাকে তাঁর পছন্দের ভোগ নিবেদন করুন। তবে তার আগে জেনে নিন পুজোর সময় ও তিথি।

গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2024) তিথি ৬ সেপ্টেম্বর দুপুর ৩ টে ৩১ মিনিট থেকে ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টা ৩৭ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে গণেশের মূর্তি স্থাপন করলে অত্যন্ত শুভফল প্রাপ্ত হবে বলে মনে করা হচ্ছে। গণেশ চতুর্থী তিথিতে ভুলেও মুলো খাবেন না৷ কোনওরকম তিতো খাবারও এই তিথিতে বাড়িতে করবেন না৷ তাহলে জীবনে তিক্ততা এড়িয়ে থাকা যাবে৷ গণেশ চতুর্থীতে আমিষজাতীয় খাবার গ্রহণ করবেন না৷ এই তিথিতে সাত্তিক আহার খেলে গণপতির আশীর্বাদ পাবেন৷

এবার দেখে নিন গণেশ পুজোয় (Ganesh Chaturthi 2024) কোন কোন ভোগ নিবেদন করতেই হবে। গণপতির অত্যন্ত প্রিয় হল মোতিচুরের লাড্ডু। মনে করা হয়, মোতিচুরের লাড্ডু নিবেদন করলে খুব সহজেই তাঁকে প্রসন্ন করা যায়। আর সিদ্ধিদাতা প্রসন্ন হলে তাঁর আশীর্বাদে আপনার সংসারে সুখ সমৃদ্ধির অভাব হবে না কখনোই। অন্যদিকে গণেশের প্রিয় মোদক, তা আমরা সবাই জানি। আসলে পুরাণ অনুসারে পরশুরামের কুঠারের আঘাতে গণেশের একটি দাঁত ভেঙে যায়। সেই সময় অন্য কোনও খাবার তিনি খেতে পারছিলেন না। তখন মাতা পার্বতী তাঁর জন্য নরম পাকের মোদক বানিয়ে দেন। সেই থেকে গণেশের অতি প্রিয় খাবার হল মোদক। গণেশ জয়ন্তীতে তাঁকে মোদক নিবেদন করলে বিশেষ কৃপা লাভ করা সম্ভব হয়। এছাড়াও কলা, নারকেল, ক্ষীর ইত্যাদি দিয়েও ভোগ নিবেদন করলে তুষ্ট হবেন বাপ্পা।

এবারের গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2024) একাধিক শুভ যোগের সৃষ্টি হয়েছে। সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, ব্রহ্ম যোগ এবং ইন্দ্র যোগ তৈরি হওয়ার ফলে এই বছর গণেশ পূজা ভক্তদের জন্য বিশেষ আর্শীবাদ বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। গণেশ চতুর্থীতে ভগবান গণেশকে দূর্বা ও ফুলের মালা নিবেদন করলে আর্থিক উন্নতি হয়। এছাড়া 'বক্রতুন্ডায় হুম' মন্ত্র ৫৪ বার জপ করলে জীবনের বাধা ও সংকট দূর হয়।

google-add
google-add
google-add

Health And Environment

Science And Tech

google-add

Education

google-add
google-add

State News

google-add
google-add