Saturday, July 27, 2024

Logo
Loading...
google-add

Famous Shiva Temple: শতাব্দী প্রাচীন শিবের মেলায় সকাল থেকে হাজার হাজার ভক্তদের ভিড়

Editor | 15:38 PM, Fri Mar 08, 2024

সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমা। এখানকার শিব চতুর্দশীর মেলা ভারতবর্ষের অন্যতম মেলাগুলির মধ্যে বিশেষ জায়গা করে আছে। পাথরপ্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিব গোবিন্দপুর এলাকায় আজ থেকে প্রায় ১০৯ বছর আগে ১৩২১ বঙ্গাব্দে জঙ্গলের মধ্যে এই শিব লিঙ্গকে মাটির মধ্য থেকে উঠতে দেখেছিল জমিদারের লোকজন। তারপর থেকেই জাঁকজমক ভাবে এই পূজা হয়ে আসছে। এই মেলা চলে দীর্ঘ ১৫ দিন ধরে। দক্ষিণ ২৪ পরগনা জেলার হাজার হাজার ব্যবসায়ীরা এই মেলায় তাদের দোকান নিয়ে বসেন। সবজি থেকে সোনা দোকান সমস্ত দোকান এই মেলায় বসতে দেখা যায়। বাদ যায় না অস্থায়ী এটিএম। কথিত আছে প্রতি বছরের এই শিবলিঙ্গ সামান্য হলেও বেড়ে চলেছে। সকাল থেকে নদী পুকুর ঘটে জল ভরে কিলোমিটারের পর কিলোমিটার মুখে শিবের নামে ছড়া কাটতে কাটতে মেলা প্রাঙ্গনে উপস্থিত হয়ে শিব লিঙ্গে জল ঢালে মনোবাসনা পুণ্যের আশায়। চলতি বছর এই মেলার উদ্বোধন করেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা।

google-add
google-add
google-add

Health And Environment

Science And Tech

google-add

Education

google-add

Politics

google-add
google-add
google-add

State News

google-add
google-add