Bankura Train Fire: ফের ট্রেনে আগুন-আতঙ্ক! ধোঁয়ায় ঢাকল বাঁকুড়া স্টেশন
নিউজ ডেস্ক: ফের দূরপাল্লার ট্রেনে আগুন-আতঙ্ক। বাঁকুড়ায় কামাখ্যা-বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের ব্রেক বাইন্ডিংয়ে আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়র ও আধিকারিকরা। প্রায় ২৫ মিনিট বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। ব্রেক বাইন্ডিংয়ের মেরামতির পর ১২টা ১০ মিনিট নাগাদ গন্তব্যে রওনা দেয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১ টা ৪২ নাগাদ কামাখ্যা বেঙ্গালুরু এসি সুপারফাস্ট এক্সপ্রেস বাঁকুড়া স্টেশনে ঢুকতেই একটি কামরার নীচ থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। এরপরই স্টেশনের যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি রেলের মেনটেনেন্স বিভাগের কর্মী ও আধিকারিকরা ছুটে গিয়ে দেখেন ট্রেনের একটি এসি কামরার ব্রেক বাইন্ডিং থেকে ওই ধোঁয়া বের হচ্ছে। এরপরই তাঁরা ট্রেনের ওই ব্রেক বাইন্ডিং মেরামতির কাজে হাত লাগান। এই ঘটনার জেরে প্রায় ২৫ মিনিট ধরে বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ওই ট্রেনটি। পরে মেরামতির কাজ শেষ হলে ট্রেনটি ফের গন্তব্যের উদ্যেশ্যে রওনা দেয়।
প্রসঙ্গত, পাঁচ দিন আগেই তামিলনাড়ুর কাভারাইপেট্টাই রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে গিয়ে ধাক্কা দেয় মাইসোর-দারভাঙ্গা ভাগমতি এক্সপ্রেস। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দু’টি কামরায়। দুর্ঘটনায় কমপক্ষে ১৩টি কামরা লাইনচ্যুত হয়েছে। একাধিক যাত্রী আহত হলেও এখনও কোনও মৃত্যুর খবর মেলেনি। অন্যদিকে কয়েক মাস আগেই ব্যান্ডেল লোকালে আগুন আতঙ্ক দেখা দিয়েছিল। উত্তেজনা ছড়ায় বৈদ্যবাটি স্টেশনে। তড়িঘড়ি ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। রেল সূত্রে জানা যায়, প্যান্টোগ্রাফে কিছু ত্রুটি ছিল। সেখান থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। বার বার এহেন ঘটনায় রেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
Trending Tag
Breaking :CID-র জালে প্রাক্তন শিক্ষাকর্তা
Bankura: বাঁকুড়ায় পালিত হল বাহা পরব
Bankura: বিজেপির প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! প্রচার মূলক সব ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ
Bankura Durga Puja: নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদের ছবি উঠে এল বাঁকুড়ার দশেরবাঁধ সর্বজনীনের পুজো মণ্ডপে
Bankura Train Fire: ফের ট্রেনে আগুন-আতঙ্ক! ধোঁয়ায় ঢাকল বাঁকুড়া স্টেশন