Breaking :CID-র জালে প্রাক্তন শিক্ষাকর্তা
নিউজ ডেস্ক: এবার সিআইডির জালে প্রাক্তন শিক্ষা কর্তা। গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিআইডি গ্রেফতার করল স্কুল সার্ভিস কমিশনের পশ্চিম ও উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনকে।
জানা গেছে অনেক দিন ধরেই ফেরার ছিলেন শেখ সিরাজুদ্দিন। অবশেষে তাঁকে হাতে পেল রাজ্যের গোয়েন্দা কর্তারা। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতারের পর তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে সিআইডি। CID সূত্রে খবর, কেস নম্বর ৪২৮/২৩ এর ভিত্তিতে CIDর তরফে ভারতীয় দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪১৭/১২০ বি ধারায় CID তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য এর আগে একই মামলায় গত ২১ ফেব্রুয়ারি শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করেছিল সিআইডি। জানা গেছে ২০১৬ সালের পর থেকে ২০২৪ এর গোড়া পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চেয়ারম্যান পদে ছিলেন শালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজুদ্দিন। পদে থাকার সময় নিজে প্রভাব খাটিয়ে বাতিল হয়ে যাওয়া একটি প্যানেলের ভিত্তিতে স্ত্রী জেসমিন খাতুনকে স্কুল শিক্ষিকা হিসাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে।
Trending Tag
Breaking :CID-র জালে প্রাক্তন শিক্ষাকর্তা
Bankura: বাঁকুড়ায় পালিত হল বাহা পরব
Bankura: বিজেপির প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! প্রচার মূলক সব ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ
Bankura Durga Puja: নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদের ছবি উঠে এল বাঁকুড়ার দশেরবাঁধ সর্বজনীনের পুজো মণ্ডপে
Bankura Train Fire: ফের ট্রেনে আগুন-আতঙ্ক! ধোঁয়ায় ঢাকল বাঁকুড়া স্টেশন