Governors reports Chiefs Ministers: মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের রিপোর্ট তলব, কটাক্ষ স্পিকারের
Sweta Chakra... | 18:12 PM, Thu Nov 14, 2024
Shantipur rash rituals: শান্তিপুরের ঐতিহাসিক রাস উৎসব: বড় গোস্বামী বাড়ি থেকে শুরু, এখনও রক্ষিত শতাব্দী প্রাচীন রীতি
Sweta Chakra... | 18:07 PM, Thu Nov 14, 2024
Kanchan Mullick: ''দয়া করে ওদের ছেড়ে দিন'', শিশুদিবসে বিশেষ অনুরোধ বাবা কাঞ্চন মল্লিকের
Sweta Chakra... | 17:27 PM, Thu Nov 14, 2024
Health Tips: স্বাস্থ্যের কথা ভেবে নন স্টিকে রান্না করেন? অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো?
Sweta Chakra... | 17:10 PM, Thu Nov 14, 2024
RG Kar Update: আর জি কর-কাণ্ডের ১০০ দিন পার, একগুচ্ছ কর্মসূচির ডাক অভয়া মঞ্চর
Sweta Chakra... | 16:52 PM, Thu Nov 14, 2024
Fire in srinagar school: শিশু দিবসের দিন শ্রীনগরের স্কুলে আগুন, সুরক্ষিত সমস্ত শিক্ষার্থী
Sweta Chakra... | 16:40 PM, Thu Nov 14, 2024
Ajay Chakrabortys brothers arrested: পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই মুম্বইয়ে গ্রেফতার, প্রতিক্রিয়া কুণালের
Sweta Chakra... | 16:10 PM, Thu Nov 14, 2024
Indias beats South Africa: টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়ে ভারত হারাল দক্ষিণ আফ্রিকাকে
Sweta Chakra... | 14:45 PM, Thu Nov 14, 2024
Guwahati: গুয়াহাটিতে ফাঁস সাইবার ক্রাইম সিন্ডিকেট, গ্ৰেফতার আট
Sweta Chakra... | 14:17 PM, Thu Nov 14, 2024
EPFO Wage Limit: সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বেড়ে ২৬,০০০! ইপিএফও-র নিয়মেও বদল আনার ভাবনা কেন্দ্রের
Sweta Chakra... | 13:40 PM, Thu Nov 14, 2024
Barasat Medical College: সরকারি হাসপাতালের বাইরের ভ্যাটে পরে শরীরের একাধিক অংশ! চাঞ্চল্য বারাসতে
Sweta Chakra... | 13:18 PM, Thu Nov 14, 2024
Bankura Train Fire: ফের ট্রেনে আগুন-আতঙ্ক! ধোঁয়ায় ঢাকল বাঁকুড়া স্টেশন
নিউজ ডেস্ক: ফের দূরপাল্লার ট্রেনে আগুন-আতঙ্ক। বাঁকুড়ায় কামাখ্যা-বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের ব্রেক বাইন্ডিংয়ে আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়র ও আধিকারিকরা। প্রায় ২৫ মিনিট বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। ব্রেক বাইন্ডিংয়ের মেরামতির পর ১২টা ১০ মিনিট নাগাদ গন্তব্যে রওনা দেয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১ টা ৪২ নাগাদ কামাখ্যা বেঙ্গালুরু এসি সুপারফাস্ট এক্সপ্রেস বাঁকুড়া স্টেশনে ঢুকতেই একটি কামরার নীচ থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। এরপরই স্টেশনের যাত্রীদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি রেলের মেনটেনেন্স বিভাগের কর্মী ও আধিকারিকরা ছুটে গিয়ে দেখেন ট্রেনের একটি এসি কামরার ব্রেক বাইন্ডিং থেকে ওই ধোঁয়া বের হচ্ছে। এরপরই তাঁরা ট্রেনের ওই ব্রেক বাইন্ডিং মেরামতির কাজে হাত লাগান। এই ঘটনার জেরে প্রায় ২৫ মিনিট ধরে বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ওই ট্রেনটি। পরে মেরামতির কাজ শেষ হলে ট্রেনটি ফের গন্তব্যের উদ্যেশ্যে রওনা দেয়।
প্রসঙ্গত, পাঁচ দিন আগেই তামিলনাড়ুর কাভারাইপেট্টাই রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে গিয়ে ধাক্কা দেয় মাইসোর-দারভাঙ্গা ভাগমতি এক্সপ্রেস। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দু’টি কামরায়। দুর্ঘটনায় কমপক্ষে ১৩টি কামরা লাইনচ্যুত হয়েছে। একাধিক যাত্রী আহত হলেও এখনও কোনও মৃত্যুর খবর মেলেনি। অন্যদিকে কয়েক মাস আগেই ব্যান্ডেল লোকালে আগুন আতঙ্ক দেখা দিয়েছিল। উত্তেজনা ছড়ায় বৈদ্যবাটি স্টেশনে। তড়িঘড়ি ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। রেল সূত্রে জানা যায়, প্যান্টোগ্রাফে কিছু ত্রুটি ছিল। সেখান থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। বার বার এহেন ঘটনায় রেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
Bankura Durga Puja: নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদের ছবি উঠে এল বাঁকুড়ার দশেরবাঁধ সর্বজনীনের পুজো মণ্ডপে
নিউজ ডেস্ক: দুর্গা পুজো হচ্ছে। তবে উৎসবের মধ্যেও মানুষ ভোলেনি তিলোত্তমাকে। তাই পুজোর থিমে ফুটে উঠল প্রতিবাদের সুর। শুধু শহরেই নয় এবার শহরের পাশাপাশি নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদের (Bankura Durga Puja) ছবি উঠে এল বাঁকুড়ার দশেরবাঁধ সর্বজনীনের পুজো মণ্ডপে। পুজো মণ্ডপজুড়ে সর্বত্রই নারী নির্যাতনের বিভৎসতার ছবি তুলে ধরে দেবীর কাছে তার প্রতিকার চাওয়া হয়েছে।
আরজি কর থেকে জয়নগর, রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা নড়িয়ে দিয়েছে গোটা দেশকে। প্রতিবাদের আগুন বুকে নিয়ে উৎসবে সামিল আপামর বাঙালি। পুজোর মধ্যেও আন্দোলনে সামিল জুনিয়র ডাক্তারেরা। আন্দোলনে সামিল নাগরিক মহলেও। নানা প্রান্তে নানা মণ্ডপেও প্রতিবাদের (Bankura Durga Puja) ছোঁয়া। তাই এবার নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদের ছবি উঠে এল বাঁকুড়ার এই পুজো মণ্ডপেও। গোটা মন্ডপ জুড়ে অসংখ্য খণ্ডচিত্রের মাধ্যমে কোথাও বিচার চাওয়া হয়েছে কোথাও কন্যা ভ্রূণ হত্যা নিয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা হয়েছে।
যদিও উদ্যোক্তাদের দাবি, এই থিমের (Bankura Durga Puja) সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলীর মিল নেহাতই কাকতালীয়। তবে সাম্প্রতিককালে ঘটে যাওয়া রাজ্যের একের পর এক ঘটনার বিচার চাইছেন তাঁরাও। বিচার চাইছেন সাধারণ দর্শনার্থীরাও। তাঁরা বলছেন, সময়োপযোগী থিম। রাজ্যজুড়ে যা চলছে তা বন্ধ হওয়া দরকার। আরও কঠোর হতে হবে সরকারকে। আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ানোর প্রয়োজন। কোনওভাবেই রেহাত করা যাবে না অপরাধীদের।
Bankura: বিজেপির প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! প্রচার মূলক সব ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ
নিউজ ডেস্ক: বিজেপির(BJP) প্রচার গাড়ির ওপর হামলার ঘটনায় এবার অভিযোগের আঙুল উঠল তৃণমূলের(TMC) দিকে। বুধবার রাতে বিজেপির একাধিক প্রচার গাড়িতে হামলা চলে। রাতের অন্ধকারে গাড়িগুলি ভাঙচুরের ঘটনাটি ঘটে বাঁকুড়ার(bankura) ইন্দাস থানার খোসবাগ এলাকায়। শুধুমাত্র গাড়ি ভাঙচুরিই নয় পাশাপাশি গাড়িতে থাকা প্রচার মূলক সব ফ্লেক্স ছিঁড়ে ফেলে হামলাকারীরা। ঘটনার পরে গাড়ির চালকরা ইন্দাস থানায় হাজির হয়ে অভিযোগ জানাতে গেলে ইন্দাস থানার পুলিশ(police) সেই অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ।
এরপরে মেলের মাধ্যমে পুলিশকে ও নির্বাচন কমিশনকে গোটা ঘটনাটি জানায় বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে এই ঘটনার কড়া নিন্দা করে রাজ্যের শাসক দলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এহেন ঘটনায় বিজেপির তরফ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নরেন্দ্র মোদীর(PM Narendra Modi) ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকশিত ভারতের প্রচার মূলক দুটি গাড়ি বর্ধমানের খণ্ডঘোষ এলাকা থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল। কারন শুক্রবার ইন্দাস এলাকায় বিকশিত ভারতের একটি প্রদর্শনী হওয়ার কথা ছিল। তবে বিজেপির অভিযোগ বৃহস্পতিবার রাতে ইন্দাসের খোসবাগ এলাকায় আসতেই বিকশিত ভারতের ওই দুটি গাড়ির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়।
যদিও তৃণমূলের ওপরে আসা এই অভিযোগ অস্বীকার করে গোটা ঘটনাটিকে বিজেপির সাজানো বলে দাবি করেছে তৃণমূল। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। বরং বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ(saumitra khan) নিজের দলের লোকেদের দিয়ে ভাঙচুর করিয়ে সমবেদনা আদায়ের চেষ্টা করছে বলে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
Bankura: বাঁকুড়ায় পালিত হল বাহা পরব
বাঁকুড়ার চম্পাকিয়ারির আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাহা উৎসবে অংশ নিলেন। তিন দিনের এই উৎসব ঘিরে আনন্দোৎসবে মেতে উঠেছেন তারা। বেশ কয়েক বছর আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাঁকুড়া শহরের চম্পাকিয়ারিতে গড়ে তোলেন জনবসতি। সেখানেই বেড়ে ওঠা তাদের নবপ্রজন্মের মধ্যে নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে বছরভর নানান উদ্যোগ নেন তাঁরা। সেই ধারাবাহিক কর্মসূচীর অঙ্গ হিসেবে চলতি বছরেও শুরু হয়েছে 'চম্পাকিয়ারী বাহা বঙ্গা বাহা পরব'।
দোল পূর্ণিমার পর থেকে শহুরে সাঁওতাল পল্লী চম্পাকিয়ারীতে তিন দিনের 'বাহা বঙ্গা বাহা পরব' শুরু হয়েছে। এই বাহা পরবের বাখ্যা করে চম্পাকিয়ারি গ্রামের পূজারি মলিন্দ হাঁসদা বলেন, বসন্তের সূচণায় এই উৎসব পালিত হয়। নতুন ফুল, পাতাকে এই উৎসব পালনের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। যতক্ষণ না পর্যন্ত আমাদের আরাধ্য দেবতা 'মারাংবুরু'কে এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন ফুল সমর্পণ করা হচ্ছে ততদিন আমাদের সম্প্রদায়ের কেউ কোন ধরণের ফুল, এমনকি নতুন পাতা পর্যন্ত ব্যবহার করবে না। বাহা পরব শেষে সবাই নতুন ফুল, ফল, পাতা ব্যবহার করতে পারবে বলে তিনি জানান।
Breaking :CID-র জালে প্রাক্তন শিক্ষাকর্তা
নিউজ ডেস্ক: এবার সিআইডির জালে প্রাক্তন শিক্ষা কর্তা। গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিআইডি গ্রেফতার করল স্কুল সার্ভিস কমিশনের পশ্চিম ও উত্তরাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনকে।
জানা গেছে অনেক দিন ধরেই ফেরার ছিলেন শেখ সিরাজুদ্দিন। অবশেষে তাঁকে হাতে পেল রাজ্যের গোয়েন্দা কর্তারা। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতারের পর তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে সিআইডি। CID সূত্রে খবর, কেস নম্বর ৪২৮/২৩ এর ভিত্তিতে CIDর তরফে ভারতীয় দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪১৭/১২০ বি ধারায় CID তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য এর আগে একই মামলায় গত ২১ ফেব্রুয়ারি শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করেছিল সিআইডি। জানা গেছে ২০১৬ সালের পর থেকে ২০২৪ এর গোড়া পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চেয়ারম্যান পদে ছিলেন শালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজুদ্দিন। পদে থাকার সময় নিজে প্রভাব খাটিয়ে বাতিল হয়ে যাওয়া একটি প্যানেলের ভিত্তিতে স্ত্রী জেসমিন খাতুনকে স্কুল শিক্ষিকা হিসাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে শেখ সিরাজুদ্দিনের বিরুদ্ধে।