Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

PM Narendra Modi: সন্দেশখালির ঝড় গোটা বাংলায় উঠবে-বারাসাতে হুঙ্কার মোদীর, নির্যাতিতাদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

Sweta Chakrabory | 14:50 PM, Wed Mar 06, 2024

নিউজ ডেস্ক: আবারও মোদীর নিশানায় তৃণমূল। বারাসাতের সভায় সন্দেশখালি প্রসঙ্গ তুলে আরও একবার তৃণমূলকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালি প্রসঙ্গে মোদী বলেন, ‘এই বাংলার মাটি নারী শক্তির প্রেরণা জুগিয়েছে। এখানে সারদা মা, রাণী রাসমনির জন্ম। আর এখানে মা-বোনেদের ওপরে অত্যাচার করে ঘোর পাপ করেছে তৃণমূল।'

এই সঙ্গেই তিনি আরও বলেন সন্দেশখালিতে যা হয়েছে, তাতে যে কারও মাথা লজ্জায় ঝুঁকে যাবে। তবে আপনাদের কষ্টে তৃণমূল সরকারের কিছু যায় আসে না। এই তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে পুরো শক্তি প্রয়োগ করছে। তবে প্রথমে হাই কোর্ট, আর আজ সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে।

এরই সঙ্গে তিনি বলেন, তৃণমূলের মাফিয়া রাজকে শেষ করতে বাংলার নারীরা নেমে পড়েছেন। সন্দেশখালি দেখিয়েছে, বাংলার মেয়েদের জন্য শুধুমাত্র বিজেপি আওয়াজ তোলে। তৃণমূল শুধু তোলাবাজদের জন্য কাজ করে। তারা মা-বোনেদের সুরক্ষা দিতে পারবে না। আর কেন্দ্রের বিজেপি সরকার ধর্ষণের মতো অপরাধের সাজা হিসেবে ফাঁসির ব্যবস্থা করেছে।

সভা শেষ করে কথা মত তিনি দেখা করলেন সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে। সভা মঞ্চের পেছনেই তিনি দেখা করেন। জানা গেছে সেখানে সন্দেশখালির পাঁচ নির্যাতিতার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী খোঁজ নেন। জানা গিয়েছে মঞ্চের পিছনে এই আলাপচারিতা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির নেতা বিকাশ সিংও।

upload
upload