Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

ধর্ম ও দেশকে নিয়েও কুকথা বলতে ছাড়লেন না দুর্নীতিতে অভিযুক্ত সাংসদ

Editor | 15:55 PM, Wed Mar 06, 2024

প্রথমে ধর্ম এবার দেশকে নিয়েও কুকথা বলতে ছাড়লেন না দুর্নীতির দায়ে অভিযুক্ত ডিএমকে সাংসদ এ রাজা। ইনি ২ জি স্পেক্ট্রাম ও আয়ের চেয়ে বেশি সম্পদ মামলায় অভিযুক্ত। সনাতন ধর্ম নিয়ে নিন্দাজনক মন্তব্য করে আগে বিতর্কে জড়িয়েছিলেন ডিএমকে সাংসদ এ রাজা। এবার দেশের নামে কুমন্তব্য করে বসলেন ডিএমকে সাংসদ। তিনি লেন, তামিলনাড়ু কখনও বিজেপির জয় শ্রীরাম ও ভারতমাতার আদর্শকে গ্রহণ করবে না। ভারত কখনও দেশ ছিল না। এটা উপমহাদেশের অংশ। তাঁকে সময় নষ্ট না করে পালটা ধুয়েছেবিজেপি শিবিরও।

মাদুরাইয়ে এক জনসভায় প্রাক্তন কংগ্রেস আমলে দুর্নীতির দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিএমকে সাংসদকে বলতে শোনা যায়, “ওদের ব্যখ্যা অনুযায়ীই আপনাকে বলতে হবে জয় শ্রীরাম, বলতে হবে ভারতমাতা কি জয়! তাহলে বলতে হবে, তামিলনাড়ু কোনওদিনই ভারতমাতা ও জয় শ্রীরাম গ্রহণ করবে না।” বিজেপিকে ‘রামের শত্রু’ বলেও তোপ দেগেছেন রাজা। তাঁর কথায়, “কে এই রামের শত্রু? আমার তামিল শিক্ষক বলেছিলেন রাম সীতার সঙ্গে বনে গিয়েছিলেন। সেখানে তিনি এক শিকারিকে স্বীকৃতি দেন। মেনে নেন সুগ্রীব ও বিভীষণকেও। কোনও জাতপাতের বিষয় ছিল না। আমি রামায়ণ বা রাম জানি না। আমি এতে বিশ্বাস করি না।”

তাঁকে আরও বলতে শোনা যায়, “মনে রাখতে হবে,দেশ বলতে বোঝায় এক ভাষা, এক সংস্কৃতি, এক প্রথা। ভারত কোনও দেশ নয়। এটা একটা উপমহাদেশ। যদি কোনও সম্প্রদায় গোমাংস খায়, মেনে নিতে হবে। মণিপুরে কুকুরের মাংস খান অনেকে। এটা ওঁদের সংস্কৃতিতে রয়েছে। আপনাদের কী সমস্যা? ওঁরা কি আপনাদের খেতে জোর করেছেন?”

পাশাপাশি ডিএমকে সাংসদ মোদি সরকারকে তোপ দেগে বলেন, “মোদী বলেছেন লোকসভা নির্বাচনের পরে তামিলনাড়ুতে ডিএমকে থাকবে না। যদি ডিএমকে না থাকে, তাহলে ভারতও থাকবে না। ওরা তো চায় সংবিধানকে ছুড়ে ফেলতে। ওরা ফের ক্ষমতায় এলে সংবিধানই থাকবে না।রাজার এমন সব মন্তব্যের পালটা দিয়েছে বিজেপিওগেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডলে লেখেন, ‘ডিএমকের ঘৃণাভাষণ চলছেই। উদয়নিধি স্ট্যালিনের পর এবার এ রাজা। উনি ভারতের বিচ্ছিন্নতার কথা বলেছেন। ভগবান রামকে উপহাস করেছেন। মণিপুরীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।’

ডিএমকে দলের একের পর এক নেতা ভারত,সনাতন ধর্ম ও দেশের সংকৃতিকে নিয়ে অপমানজনক টিপ্পনী করে চলেছেন। তাতে ওই দলের তরফে ওই মন্তব্যকে নিন্দা জানিয়ে কোন মন্তব্য আসেনি। ফলে নীরব থেকে দলের একটা বড় অংশ তাঁদের নেতাদের ঘৃণাভাষণকে পর্দার আড়ালে সমর্থন জুগিয়ে চলেছেন। এ রাজা এর আগে সনাতন ধর্মকে এইচআইভি এবং কুষ্ঠ রোগের সঙ্গে তুলনা করেছিলেন। দলের মুখ্যমন্ত্রীর ছেলে এবং মন্ত্রী উদয়নিধি স্টালিন সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং করোনার সঙ্গে তুলনা করেছিলেন। বিজেপির অভিযোগ দক্ষিণ ভারতকে সমগ্র ভারতের সঙ্গে বিচ্ছিন্ন করতে চাইছে ডিএমকে। রাজনৈতিক স্বার্থে দেশে গৃহযুদ্ধের মত পরিস্থিতির প্রেক্ষাপট তৈরি করার চেষ্টায় লিপ্ত ডিএমকের নেতারা।

upload
upload