Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Netaji Photo controversy: নেতাজির ছবির নিচে তৃণমূল নেতার নাম ঘিরে বিতর্ক

Editor | 18:02 PM, Sat Jan 27, 2024


নিউজ ডেস্ক: নেতাজীর ছবির নিচে তৃনমূল কাউন্সিলরের নাম শুরু প্রবল বিতর্ক। বিরোধীদের কটাক্ষ ওরা নিজেদের নেতাজি মনে করে। পাল্টা তৃনমূলের দাবি ছাপার ভুল।

প্রসঙ্গত রিষড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর এলাকায় তৃণমূল কার্যালয়ের সামনে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করা হয় পতাকার নিচে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মালা দেওয়া হয়।সেই ছবি ঘিরেই তৈরী হয়েছে বিতর্ক।নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির নিচে লেখা কিশোর ঘোষ পৌর সদস্য।বিরোধী সিপিএম এর অভিযোগ এটাই তৃনমূলের সংস্কৃতি।ওরা নিজেদের নেতাজি ভাবে তাই এমন কাজ করতে পারে।
যদিও তৃনমূল রিষড়া শহর সভাপতি পুরসভার কাউন্সিলর মনোজ সাউ এর দাবি ছাপার ক্ষেত্রে ভুল হয়েছিল। বিষয়টি ইচ্ছাকৃত নয়”। তবে এক্ষেত্রে প্রশ্ন ছাপার ভুল যখব বুঝতে পারলেন তাঁর পরেও ওই ছবি ব্যবহার হল কেন? নাকি যারা দায়িত্বে ছিলেন তাঁদের অক্ষরজ্ঞান কম?

upload
upload