Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

Bangladesh Fire Incident: ভয়াবহ অগ্নিকাণ্ড ঢাকায়! এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৩, আহত বহু

Sweta Chakrabory | 11:40 AM, Fri Mar 01, 2024

নিউজ ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ আহতের সংখ্যাও বহু৷ ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন গুরুতর আহত বেশ কয়েক জন। ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন পৌঁছয়।

জানা গেছে বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ৫০মিনিট নাগাদ বহুতলটির ৭ তলায় আগুন লাগে এবং এরপরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আকস্মিক এই অগ্নিকান্ডে সেখানে আটকে পড়েন অনেক মানুষ। বাঁচার জন্য অনেকে বহুতলের উপর থেকে ঝাঁপ দেন।

চিকিৎসকরা জানিয়েছেন,যাঁরা এখনও পর্যন্ত বেঁচে আছেন, তাঁদের শ্বাসযন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু মৃতদেহ চেনার বাইরে পুড়ে গেছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ৭৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে ভেতরে এখনও বহু মানুষ অচৈতন্য হয়ে পড়েছিলেন৷ প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানান, আগুন থেকে বাঁচতে লোকজন উপরের তলার দিকে ছুটে যাচ্ছিলেন। দমকলকর্মীরা মই ব্যবহার করে অনেক মানুষকে বাঁচিয়েছেন।

বহুতলটিতে রেস্তোরাঁ, কাপড় ও মোবাইল ফোনের গুদাম ছিল। আগুন ছড়িয়ে পড়তেই সব ভস্মীভূত হয়ে যায়। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ভবনটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল। সেগুলিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনও জানা যায়নি, আগুন লাগার কারন খতিয়ে দেখা হচ্ছে।

upload
upload