Holi Special Security For Dogs: দোলে পথকুকুরের গায়ে রঙ দিলেই কড়া ব্যবস্থা লালবাজারের
নিউজ ডেস্ক: প্রতিবারের মতো এবারও দোলের আগে কড়া নির্দেশ জারি করল লালবাজার। দোল ও হোলির দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী। শহরে শুধু অনিচ্ছুক মানুষ নয়, পথকুকুরের গায়ে রঙ দিলেও কড়া পদক্ষেপ করা হবে।
আগামী সোমবার দোল ও মঙ্গলবার হোলি। ওই দুই দিন পুলিশের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। দোল ও হোলির দিন যাতে কোনও গন্ডগোল না হয় সেদিকে নজর থাকছে পুলিশের। শহরের বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। পুলিশের নজর থাকবে শহরের বহুতলগুলিতেও।
লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তাঁর গায়ে যাতে রং দেওয়া না হয়, তার জন্য অপরিসর রাস্তা ও বহুতলগুলিতে নজর থাকছে পুলিশের। পাশাপাশি, রাস্তায় কুকুর ও অন্যান্য কোনও পশুর শরীরে রং দিয়ে কেউ মজা না করেন, সেই ব্যাপারেও শহরবাসীকে পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। এতে পশুপ্রেমীদের সাহায্যও নিচ্ছে লালবাজার। এই ধরনের ঘটনার কোনও অভিযোগ এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে।
Trending Tag
Calcutta High Court: হিংস্র কুকুর পালনে কেন্দ্রের আপত্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের
Holi Special Security For Dogs: দোলে পথকুকুরের গায়ে রঙ দিলেই কড়া ব্যবস্থা লালবাজারের