Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

Durga Puja Schedule 2025: আগামী বছর এগিয়ে এল পুজো, আর এক বছরও বাকি নেই, জানুন ২০২৫ সালের দুর্গা পুজোর সময় সূচি


Sweta Chakrabory | 12:00 PM, Sat Oct 12, 2024

নিউজ ডেস্ক: আজ বিজয়া দশমী। এবারের মত পুজো শেষ। আর ২০২৪ এর পুজো শেষ হতে না হতেই জানা গেল ২০২৫ সালের দুর্গাপুজোর (Durga Puja Schedule 2025) নির্ঘণ্ট। আগামী বছর এগিয়ে আসছে পুজো। বাকি নেই আর এক বছরও। এবার অষ্টমী, নবমী একদিনে পড়ে যাওয়ায় পুজোর একটা ছুটি মার গিয়েছে। এছাড়াও চলতি বছর ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন মহালয়া পড়েছিল। ফলে সেই ছুটিটা মাটি হয়েছিল। উৎসবের শেষও হবে শনি এবং রবিবার। ফলে আবার ছুটি মার। চলতি বছরের মতো আগামী বছরও দুর্গাপুজোর (Durga Puja 2025) বেশ কয়েকটা ছুটি মাটি হতে চলেছে।

আসলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে সারা বছরই বাঙালি অপেক্ষা করে থাকে দুর্গোৎসবের (Durga Puja Schedule 2025)। একটা পুজো কাটলে আবার পরের পুজোর অপেক্ষা। আর পুজোর দিনগুলিও কেটে যায় তাড়াতাড়ি। বিজয়ার পরে আবার অপেক্ষা। এই অপেক্ষায় বাঙালি বাঁচে। দুর্গাপুজো মানে যেমন হইহই করে কয়েকটা দিন কাটানো। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা, কব্জি ডুবিয়ে খাওয়া। তেমনই দুর্গাপুজোর সময় মেলে টানা ছুটি। এই সময়টা অনেকে চলে যান বাইরে বেড়াতে। কেউ কেউ আবার বাড়িতেই আনন্দ করেন। চলুন জেনে নেওয়া যাক, ২০২৫ সালে দুর্গাপুজোর নির্ঘণ্ট।

আগামী বছর ২১ সেপ্টেম্বর পড়েছে মহালয়া। আর সেটা রবিবার। ফলে একটা ছুটি গেল। দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে রবিবার। অর্থাৎ ২৮ সেপ্টেম্বর। সেদিনটাও রবিবার। আর ২ অক্টোবর দশমী। অর্থাৎ গান্ধীজয়ন্তীর ছুটিও গেল মার। তবে দুর্গাপুজোর (Durga Puja) একাধিক ছুটি মাটি হলেও আগামী বছর লক্ষ্মীপুজোর ছুটিটা কিন্তু নষ্ট হবে না। কারন লক্ষ্মীপুজো পড়েছে আগামী বছর ৬ অক্টোবর। সোমবার। সপ্তাহের শুরুকেই হবে ধনদাত্রীর আরাধনা৷

তবে আগামী বছর সেপ্টেম্বরের শেষে পুজো থাকায় বৃষ্টির সম্ভাবনাও খুব জোরালো। বিশেষ করে বেশ কয়েক বছরে আবহাওয়ার যা গতিপ্রকৃতি তাতে সেপ্টেম্বরেও দেখা যাচ্ছে ভরা বর্ষা। এবারও বৃষ্টি হয়েছে। সুতরাং পরের বছরও বৃষ্টির মধ্যেই হয়তো দুর্গোৎসব (Durga Puja Schedule 2025) হতে পারে।

upload
upload