Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

ED Raid in Kolkata: শহরে ফের ইডির তল্লাশি, অস্বস্তিতে বাংলার শাসক দল


Sweta Chakrabory | 13:03 PM, Fri Mar 08, 2024

নিউজ ডেস্ক: সাতসকালেই কলকাতায় ফের ইডির হানা। লোকসভা ভোটের প্রাক্কালে নতুন করে সক্রিয় হয়ে উঠল ইডি। ফলে আবারও একবার অস্বস্তিতে পরল বাংলার শাসক দল। ফের একবার শিরোনামে উঠে এসেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার জন্য তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

সূত্রের খবর, নিউটাউন, রাজারহাট, নাগেরবাজারের মিডল ম্যান প্রসন্ন রায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালাচ্ছে। সবমিলিয়ে মোট ৮টি জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। এর মধ্যে পাথরঘাটায় এক প্যারা টিচার, যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ তাঁর বাড়িতে তল্লাশি চলছে, অন্যদিকে রাজারহাটেও পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চলছে। এদিকে নাগেরবাজারে ডায়মন্ড সিটি নর্থে প্রসন্ন রায় ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা। নাগেরবাজারে যে হিসাবরক্ষকের বাড়িতে ইডি হানা দিয়েছে, স্থানীয় সূত্রে খবর, এলাকায় তাঁর অনেকগুলি ফ্ল্যাট রয়েছে। ইডি সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তেই তাদের এই অভিযান।

প্রসঙ্গত,সপ্তাহখানেক আগেই জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তাছাড়াও একসঙ্গে ৫ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল তাঁরা। এরপর আবার শুক্রবারই ইডির এই তল্লাশি। ইডির এই তল্লাশিতে আবার নতুন কোন তথ্য বেড়িয়ে আসে এখন সেটারই অপেক্ষা।

upload
upload