Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

ed raid

ED Raid in Chandranath Sinha’s house: ফের উদ্ধার টাকার পাহাড়! মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার

নিউজ ডেস্ক: রাজ্যে ফের উদ্ধার টাকার পাহাড়। রাজ্যের এক মন্ত্রীর বাড়ি থেকে নগদ উদ্ধার করল ইডি। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে প্রায় ৪১ লক্ষ টাকা উদ্ধার করল ইডি। শুক্রবার সকাল পৌনে ৯টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা দিয়েছিল।

সেই তল্লাশি চলাকালীনই নাকি মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ। সেই টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে ইডি। এর পাশাপাশি মন্ত্রীর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সেই মোবাইলটি বর্তমানে পরীক্ষার জন্যে সিএফএসএল-এ পাঠানো হয়েছে।

জানা গেছে ম্যারাথন তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১০টা নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি আধিকারিকরা। তল্লাশির ফলে চন্দ্রনাথের বাড়ি থেকে বেশি কিছু নথিও উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া টাকার উৎস নিয়ে রাজ্যের মন্ত্রী কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলেও খবর ইডি সূত্রে।

সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সূত্র ধরে রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রীর নাম সামনে এসেছে। কুন্তলের বাড়িতে তল্লাশি চালানোর সময় ১০০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা উদ্ধার করা হয়। সেই তালিকার সূত্র ধরেই নাকি চন্দ্রনাথের বাড়িতে পৌঁছে যান তদন্তকারী অফিসাররা।

Sweta Chakrabory | 13:50 PM, Sat Mar 23, 2024

ED Raid: রাজ্যে আরও এক মন্ত্রীর বাড়িতে ইডি হানা

নিউজ ডেস্ক: রাজ্যে আরও এক মন্ত্রীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) হানা। শুক্রবার সকার থেকেই বোলপুর, চেতলা,বিরাটি সহ লেকটাউনে শুরু হয়েছে ইডির তল্লাশি। ইডির স্ক্যানারে এবার রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে ইডি হানা। তিনটি গাড়ি করে মন্ত্রীর বাড়িতে পৌঁছোন ইডি আধিকারিকরা।

তবে জানা গেছে বোলপুরের নিচু পট্টির বাড়িতে নেই মন্ত্রী। সূত্র মারফত জানা যাচ্ছে মুরারইয়ে গ্রামের বাড়িতে রয়েছেন চন্দ্রনাথ সিনহা। তাই বর্তমানে বোলপুরে মন্ত্রীর স্ত্রী ও দুই পুত্রকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় চলছে ইডির তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

Sweta Chakrabory | 10:48 AM, Fri Mar 22, 2024

ED Raid In Kolkata: বালিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা

নিউজ ডেস্ক: শহরে ফের ইডি হানা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। বালিগঞ্জ সার্কুলার রোডে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। ইডির তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে দিল্লির একটি মামলার তদন্তের সূত্রেই এই অভিযান।

সকাল ৬টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ইডির একটি টিম। সাড়ে ৬টা নাগাদ ওই টিম পৌঁছে যায় বালিগঞ্জ সার্কুলার রোডের ওই ব্যবসায়ীর বাড়িতে।সূত্রের খবর, ইডি আগেও একবার এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল।

ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, পরিবহণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কিছু আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তল্লাশি চালানো হয়েছে। একই সঙ্গে মহেশ কেজরীওয়াল নামের এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। ইডি সূত্রে খবর, এই ব্যবসায়ী কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচন আগে কলকাতায় ঢুকেছে কোটি কোটি টাকা। ভিন রাজ্য থেকে হাত ঘুরে সেই টাকা শহরে এসেছে বলে ইডি সূত্রের খবর৷ আর এই টাকা এসেছে খাস কলকাতার বেশ কয়েকজন ব্যবসায়ীর অ্যাকাউন্টে। যাকে কেন্দ্র করেই তদন্তের কারণে দিল্লি থেকে কলকাতায় এসেছেন কয়েকজন ইডি আধিকারিক৷ বৃহস্পতিবার শুরু হয়েছে সেই তল্লাশি অভিযান ৷

Sweta Chakrabory | 15:56 PM, Thu Mar 21, 2024

ED Raid in Kolkata: শহরে ফের ইডির তল্লাশি, অস্বস্তিতে বাংলার শাসক দল


নিউজ ডেস্ক: সাতসকালেই কলকাতায় ফের ইডির হানা। লোকসভা ভোটের প্রাক্কালে নতুন করে সক্রিয় হয়ে উঠল ইডি। ফলে আবারও একবার অস্বস্তিতে পরল বাংলার শাসক দল। ফের একবার শিরোনামে উঠে এসেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার জন্য তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

সূত্রের খবর, নিউটাউন, রাজারহাট, নাগেরবাজারের মিডল ম্যান প্রসন্ন রায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালাচ্ছে। সবমিলিয়ে মোট ৮টি জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। এর মধ্যে পাথরঘাটায় এক প্যারা টিচার, যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ তাঁর বাড়িতে তল্লাশি চলছে, অন্যদিকে রাজারহাটেও পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চলছে। এদিকে নাগেরবাজারে ডায়মন্ড সিটি নর্থে প্রসন্ন রায় ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা। নাগেরবাজারে যে হিসাবরক্ষকের বাড়িতে ইডি হানা দিয়েছে, স্থানীয় সূত্রে খবর, এলাকায় তাঁর অনেকগুলি ফ্ল্যাট রয়েছে। ইডি সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তেই তাদের এই অভিযান।

প্রসঙ্গত,সপ্তাহখানেক আগেই জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তাছাড়াও একসঙ্গে ৫ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল তাঁরা। এরপর আবার শুক্রবারই ইডির এই তল্লাশি। ইডির এই তল্লাশিতে আবার নতুন কোন তথ্য বেড়িয়ে আসে এখন সেটারই অপেক্ষা।

Sweta Chakrabory | 13:03 PM, Fri Mar 08, 2024

ED Raid In Kolkata: পিএফের টাকা আত্মসাতের অভিযোগ! ফের রাজ্যে ইডির হানা

নিউজ ডেস্ক: ফের পিএফ নিয়ে দুর্নীতির অভিযোগ। ২০ কোটি টাকার প্রতারণার মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিল ইডি তদন্তের। এরপরই মঙ্গলবার বালিগঞ্জ, ডালহৌসি, হাওড়ায় একযোগে শুরু হয় তল্লাশি। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গত ৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হয়। রাত ১০টা নাগাদ তাঁর এজলাস বসেছিল। সেখানেই ইডি তদন্তের ব্যাপারে নির্দেশ দেওয়া হয় জানা গেছে মঙ্গলবার সকালে হাওড়া জেলার সাঁকরাইলে ডেল্টা জুটমিল, সেই জুটমিলের মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বালিগঞ্জের বাড়িতে এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ওই জুট মিল সংস্থার একটি অফিসে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। ভুয়ো ডিরেক্টর নিয়োগের একটি মামলার পরিপ্রেক্ষিতে এই তল্লাশি অভিযান বলে খবর। মূলত দুই সংস্থার বিরুদ্ধে সেখানকার অবসরপ্রাপ্ত কর্মীরা মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, কোম্পানি তাঁদের প্রাপ্য পিএফের টাকা দিচ্ছে না। এপ্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেহ প্রকাশ করেন বলেন পিএফ দুর্নীতির মামলায় বড় এবং প্রভাবশালী মাথা যুক্ত রয়েছেন। এরপরেই মঙ্গলবার সকাল থেকে ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টিম। জুটমিলে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা। এখানকার কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ঠিকমতো টাকা দেওয়া হয় না তাঁদের। অন্যদিকে অবসরপ্রাপ্তদের পিএফের টাকাও বকেয়া। শ্রমিকদের দাবি, জুটমিল লাভের গুড় ঘরে তুলে নিচ্ছে। অথচ যাঁরা উদয়অস্ত পরিশ্রম করেন তাঁদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। এই মামলায় আগেই সংস্থার ডিরেক্টরদের তলব করা হয়। এসএফআইও তাঁদের জিজ্ঞাসাবাদ করেছিল। ওই কর্মীদের অভিযোগ ছিল, তাঁদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা তাঁরা পাচ্ছেন না। প্রায় ২১ কোটি টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। ২০১১ সালের পর থেকেই তাঁদের তহবিলে কোনও পিএফের টাকা জমা পড়েনি। এমনকি, ওই সংস্থার ডিরেক্টর ভুয়ো বলে অভিযোগ করা হয়েছে।

Editor | 13:51 PM, Tue Feb 20, 2024

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি

নিজস্ব প্রতিনিধি, কোলকাতা: শুক্রবার সকাল থেকেই ৫ টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী ও প্রোমোটারের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক উল্টোদিকেই পাঁচতলা বাড়ি রাজীব দের। সেখানে তল্লাশি অভিযান ইডি-র। এর পাশাপাশি, রাজীব দে-র শ্রীরাম কনস্ট্রাকশনের অফিসেও তল্লাশিতে নামেন ইডি আধিকারিকরা।

ইডি সূত্রে খবর, বিপুল পরিমাণ কালো টাকা বাজারে খাটিয়েছেন পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটার। তাঁর নামে একাধিক বেনামি সম্পত্তি রয়েছে বলে দাবি করা হচ্ছে ইডি সূত্রে। এর আগেও ৩-৪ বার রাজীব দে-কে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এর পাশাপাশি, বালিগঞ্জ ফাঁড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান।

এর আগে গত বছরের নভেম্বর মাসের ৩০ তারিখ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অঙ্গ হিসাবেই তল্লাশি চালানো হয়েছিল ওই কাউন্সিরলের বাড়িতে। সকাল পৌনে ৯টা নাগাদ বাপ্পাদিত্যের বাড়ির সামনে পৌঁছে যান বেশ কয়েক জন সিবিআই আধিকারিক। তাঁরা বাড়ির সদর দরজার সামনে কড়া নাড়েন।

বাপ্পাদিত্য কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এর পাশাপাশি তিনি পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতকও বটে। পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলর হিসাবেই পরিচিত তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় এখন প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ। নিম্ন আদালতে তাঁর বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের আনা অভিযোগের শুনানিও চলছে। ইতিমধ্যে সেখানে বহু বার জামিনের আবেদন করেছেন পার্থ। সম্প্রতি দিল্লি থেকে পার্থের হয়ে সওয়াল করতে এসেছিলেন ইডিরই এক প্রাক্তন আইনজীবী। পার্থের দাবি ছিল, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাই তাঁকে জামিন দেওয়া হোক। হাই কোর্টেও এই একই আর্জি নিয়ে মামলা করেন পার্থ। এর পর চলতি মাসের ৮ তারিখ তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে ছেড়ে দেওয়া হয় তাঁকে। সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই এই নয়া অভিযান বলে ধারণা করা হচ্ছে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তরফে এখনও কোন আধিকারিক বিবৃতি আসে নি।

Editor | 12:37 PM, Fri Feb 16, 2024

Hemant soren absconding after ed raid: ইডির ভয়ে মধ্যরাতে চটি পায়ে চাদরে মুখ ঢেলে পলাতক হেমন্ত, দাবি পদ্ম শিবিরের

নিউজ ডেস্ক: ইডির হাতে ধরা পড়ার ভয়ে পালিয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এমনটাই দাবি করল ঝাড়খণ্ডের প্রধান বিরোধী দল বিজেপি। সোমবার সকালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দীর্ঘক্ষণ তল্লাশির পর বেশকিছু নথি এবং একটি বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করে তারা। কিন্তু দেখা মেলেনি হেমন্তর। এরপরই পদ্ম শিবিরের তরফে দাবি করা হয় নিখোঁজ হয়েছেন হেমন্ত।

সোমবার সকালে একটি জমি কেলেঙ্কারি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে তল্লাশি অভিযান চালাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সোমবার সকাল ৭টা থেকে ইডির একটি দল দিল্লির শান্তিনিকেতনে সোরেনের বাড়ি সহ ৩টি জায়গায় তল্লাশি চালায় গভীর রাত পর্যন্ত। তবে ইডির দলটি দেখা পায়নি মুখ্যমন্ত্রী সোরেনের। তবে তল্লাশির পরে বেশকিছু নথি সহ একটি বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে ইডির বাজেয়াপ্ত ওই গাড়িটির নম্বর হরিয়ানার। হেমন্তকে না পেয়ে ইডির তরফে বিমানবন্দরে একটি সতর্কবার্তা জারি করে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাটি। ইডির একটি সূত্রের মারফত খবর হেমন্ত সোরেন ‘নিখোঁজ; এবং তাঁর সমস্ত ফোনই বন্ধ। তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি ইডি।

ইডির তল্লাশিতে হেমন্তকে পাওয়া না যাওয়ার পর থেকেই পদ্মশিবির থেকে দাবি করা হয় ধরা পড়ার ভয়ে পালিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এমনকী তারা আরও দাবি করে হেমন্তের নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তিও নিখোঁজ হয়েছেন। তবে ঝাড়খণ্ডের শাসক দল জেএমএমের তরফে অবশ্য পালটা অভিযোগ করা হয়েছে যে হেমন্তকে ‘পলাতক’ হিসেবে বদনাম করতে চাইছে বিজেপি। শাসক দলের তরফে দাবি করা হয় বুধবার দুপুর ১টার আগেই ইডির মুখোমুখী হবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর সোমবার সকালে ইডি তল্লাশি অভিযান শুরু করার সময় থেকে দুপুর পর্যন্ত দিল্লির বাড়িতেই ছিলেন হেমন্ত সোরেন। দুপুর আড়াইটে নাগাদ নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে বাইরেও বেরতে দেখা যায় তাঁকে। ঝাড়খণ্ডের শাসক দল জানিয়েছে সন্ধ্যেবেলা বিমানে রাজধানী রাঁচিতে ফিরে এসেছেন হেমন্ত। এবং ইডির তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। তবে গেরুয়া শিবির এ কথা মানতে নারাজ। সোমবার ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি বাবুলাল মারাণ্ডি নিজের এক্স হ্যান্ডেলে সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে লেখেন, ‘মধ্যরাতে চটি পরে এবং চাদরে মুখ ঢেকে দিল্লির বাড়ি থেকে পায়ে হেঁটেই বেরিয়ে গিয়েছেন হেমন্ত’। অন্যদিকে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, “টালমাটাল পরিস্থিতি’তে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সেই পদে নিজের স্ত্রীকে বসাতে চাইছেন হেমন্ত’। নিজের এক্স হ্যান্ডেলে নিশিকান্ত আরও লেখেন, “হেমন্ত জেএমএম, জোটশরিক কংগ্রেস এবং অন্যান্য দলের বিধায়কদের ব্যাগপত্র গুছিয়ে রাঁচীতে চলে যেতে বলেছেন। সেখানে নাকি প্রস্তাব দেওয়া হয় হবে কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রী করার’।
এর আগে মোট ৯ বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু প্রতিবারই তা এড়িয়ে গিয়েছিলেন শিবু সোরেনের পুত্র। গত শনিবার ফের নতুন করে হেমন্তকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমে ঝাড়খণ্ডের এই হেভিওয়েট নেতাকে ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে দিল্লিতে তাদের দফতরে হাজির হতে বলে ইডি। কিন্তু সেই সমনের জবাব না পেয়ে তাকে ২৯ অথবা ৩১ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার জন্য সময় দিতে বলে তারা। কিন্তু তারও জবাব না পাওয়া ইডির তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর।

Editor | 15:16 PM, Tue Jan 30, 2024

ভিন রাজ্যের ব্যাংক প্রতারণার ঘটনায় শহরে ইডি হানা

নিউজ ডেস্ক: ভিন রাজ্যের ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডির তল্লাশি। জানা গেছে কলকাতা শহরের দুটি জায়গায় রবিবার ছুটির দিন ফের তল্লাশি চালাল ইডি। চিনার পার্ক সংলগ্ন একটি অফিস ও হাউজিংয়ের আবাসনে সকাল থেকে শুরু হয় ইডির তল্লাশি।
সূত্রের খবর, দিল্লিতে একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডি আধিকারিকদের এই তল্লাশি অভিযান। তবে অভিযান থেকে কী কী উদ্ধার হয়েছে বা তদন্তের অগ্রগতি সম্পর্কে ইডি আধিকারিকরা মুখ খোলেননি। চিনার পার্ক সংলগ্ন পিএস এভিয়েটর ভবনের পাঁচতলার একটি দফতরে তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেকটরেটের তদন্তকারী আধিকারিকরা। এদিন রবিবার ছিল ছুটির দিন। ওই দফতর যেখানে হানা দেওয়া হয় সেখানে এদিন ছুটি ছিল। ফলে অফিস বন্ধ ছিল এবং কর্মীরাও গরহাজির ছিলেন। তাই দীর্ঘক্ষণ বাইরেই অপেক্ষা করতে হয় তদন্তকারী আধিকারিকদের। পাশাপাশি গ্রিনউড হাউসিং কমপ্লেক্সের একটি ফ্ল্যাটেও একই মামলায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটটি ঋষি সিং নামক এক ব্যক্তির যিনি ইমপোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত।

Editor | 18:45 PM, Sun Jan 21, 2024
upload
upload