Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

BJP Candidates: উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে জেলা-তুঙ্গে ভোট প্রচার

Sweta Chakrabory | 17:11 PM, Tue Mar 26, 2024

নিউজ ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। উত্তর থেকে দক্ষিণ, কলকাতা (Kolkata) থেকে জেলা, সব জায়গাতেই তুঙ্গে ভোট প্রচার। শাসক থেকে বিরোধী, ময়দানে নেমে পড়েছে সবপক্ষই। পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার, সঙ্গে জনসংযোগ। আর প্রচারের ফাঁকে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। সবমিলিয়ে বঙ্গ রাজনীতিতে চড়ছে ভোটের পারদ। মঙ্গলবার বর্ধমানে দোল উৎসব। রাজা বাড়ি নিয়ম মেনেই দোলের পরের দিন হোলি খেলেন বর্ধমান বাসী। গতকালই বর্ধমানে পৌঁছে গিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ বর্ধমানে পা রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন বর্ধমানের কর্মী সমর্থকরা। বর্ধমানে পা রেখেই তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেস এবার বর্ধমান লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। অন্যদিকে প্রচারে বেরিয়ে তৃণমূলকে দুষলেন দক্ষিন কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। সন্দেশখালির প্রসঙ্গ তুলে এদিন তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরীর পাশাপাশি তাপস রায়ও এদিন দক্ষিন কলকাতায় বিজেপির হয়ে প্রচারে নামলেন। তবে ভোট প্রচারে বেড়িয়ে এবার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন৷ সূত্র মারফত জানা গেছে সোমবার বিকেলে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচারে যান তিনি ৷ ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফক্কোরেরহাট এলাকায় পৌঁছতেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা ৷ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।

upload
upload