Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

Mamata Banerjee: দু’দফায় উত্তরবঙ্গে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী

Sweta Chakrabory | 13:53 PM, Sun Mar 31, 2024

নিউজ ডেস্ক: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। রবিবার থেকে ভোটের প্রচারে নেমে পড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee),কৃষ্ণনগর (krishnanagar) লোকসভা কেন্দ্র থেকে তার নির্বাচনী প্রচার শুরু হলেও প্রথম দফার প্রচারে এর পরেই তিনি সরাসরি চলে যাবেন উত্তরবঙ্গে । ৩ এপ্রিল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচার শুরু হওয়ার কথা৷ উত্তরবঙ্গ সফর শেষ করে তারপর জঙ্গলমহলে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

এরপর রমজান মাস শেষ করেই ফের ১২ ই এপ্রিল উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। শেষ বেলায় উত্তরবঙ্গের তিন জেলায় আরও দুটি করে সভা রয়েছে তাঁর৷ ১২ ই এপ্রিল থেকে ১৬ ই এপ্রিল পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আরও ২ টি করে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে মিছিলও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দফা মিলিয়ে লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে ৪টি,- কোচবিহারে ৩টি ও আলিপুরদুয়ারে ৩ টি করে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, এবার ভোট প্রচারে প্রত্যেক লোকসভায় আগের বারের তুলনায় কম করে জনসভা করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্র থেকে যে সূচি পাওয়া যাচ্ছে তাতে কোচবিহার এবং আলিপুরদুয়ারে সভা শেষে ৫ তারিখ তাঁর জলপাইগুড়িতে সভা করার কথা রয়েছে। ৬ এপ্রিল তিনি সভা করবেন রায়গঞ্জ এবং বালুরঘাটে ৭ এপ্রিল তাঁর সভা করার কথা রয়েছে ৷ পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৮ এপ্রিল সভা করার কথা ।

upload
upload