Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

Hiran Chatterjee: ভোট প্রচারে বেড়িয়ে এবার সরাসরি ভোটারের রান্নাঘরে হিরন!

Sweta Chakrabory | 20:53 PM, Thu Apr 11, 2024

 নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন(lok sabha vote 2024), হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। আর এরই মধ্যে ভোটের ময়দানে টিকে থাকতে প্রচারে(election campaign) ঝড় তুলছেন সব দলের প্রার্থীরাই। আর এই প্রচারে বেড়িয়েই বিভিন্ন ধরনের কাণ্ডকারখানা করতে দেখা যায় প্রার্থীদের। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম নেই। কেউ প্রচারে বেরিয়ে রান্না করছেন তো কেউ আবার পরিবেশন করছেন। কেউ বিক্রি করছে সবজি কেউ তো আবার সেলুনে ঢুকে চুলও কেটে দিচ্ছে। আর এবার সরাসরি ভোটারের রান্নাঘরে ঢুকে গেলেন প্রার্থী। প্রচারে বেরিয়ে এবার এমনই কাণ্ড ঘটালেন ঘাটালের(ghatal) বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আর বিজেপির তারকা প্রার্থী হিরণকে(Hiran Chatterjee) হঠাৎই বাড়িতে পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা।

জানা গেছে বুধবার ১০ এপ্রিল ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা নামক একটি জায়গায় প্রচার সারছিলেন বিজেপি(BJP) প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আর এদিন প্রচারের ফাঁকেই তিনি এখানকার এক ব্যক্তির রান্নাঘরে ঢুকে পড়েন। এরপর সেখানে গিয়ে বাড়ির মহিলাদের সঙ্গে জমিয়ে রান্না করেন। কেবল রান্নাই নয় এদিন তিনি সেই বাড়িতেই দুপুরের খাবার খান। মেনুতে ছিল খোসলা শাক, ইঁচড়ের তরকারি, বড়া ভাজা ও মাছ ভাজা।
আর বিজেপি প্রার্থীর এদিনের এই ছবি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায়(social media) ট্রোল্ড হয়েছেন তিনি। কেউ কেউ লিখেছেন আজকাল ভোট প্রার্থীরা নাকি ফুড ব্লগারে পরিণত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে তুমুল হাসি মশকরা।
তবে এটাই প্রথম নয় এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় জনসংযোগ বাড়াতে অদ্ভুত কান্ড ঘটিয়েছিলেন। প্রচারে বেরিয়ে তিনি এক ব্যক্তির গায়ে সাবান লাগিয়ে দিয়েছিলেন হিরন। সেবারও সেই ছবি তুমুল ভাইরাল হয়েছিল।
প্রসঙ্গত বলে রাখি, এবারের ২০২৪ এ লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তারকা সাংসদ হিরন চট্টোপাধ্যায়ের(Hiran Chatterjee) প্রতিপক্ষ হয়ে ময়দানে নেমেছে আরেক তৃনমূল(TMC) প্রার্থী তারকা সাংসদ দেব(dev) ওরফে দীপক অধিকারী। তাই ঘাটালের রাজনৈতিক ময়দানে ভোটের খেলা যে বেশ জরদারই হবে তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতিতে নানান কায়দায় ঝড় তুলছে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী।

upload
upload