Belur Math: চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমীর পুণ্য প্রভাতে দেবী দুর্গার কাঠামো পূজা হল বেলুড় মঠে
নিউজ ডেস্ক: হাতে আর মাস দেড়েক। অক্টোবরের প্রথম সপ্তাহেই দেবীপক্ষের সূচনা আর দ্বিতীয় সপ্তাহে ভরপুর দুর্গাপুজোর আনন্দ। তাই নিয়ম মেনে জন্মাষ্টমীর দিনই কাঠামো ও খুঁটি পুজো হল বেলুড় রামকৃষ্ণ মঠ (Belur Math) ও মিশনে। রামকৃষ্ণ মিশনের (RKM) সদর দপ্তর সূত্রে জানা গিয়েছে, যেদিন থেকে এখানে দুর্গাপুজো শুরু হয়েছে, সেদিন থেকেই ঠিক এই নিয়ম মেনে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয়। কাঠামোটি এখানে স্থায়ী। প্রতি বছর দশমীতে দেবী বিসর্জনের পর কাঠামো তুলে এনে ফের রাখা হয়। তাতেই বছর বছর মাটি লেপা হয়।
প্রতি বছরই বেলুড় রামকৃষ্ণ মঠ (Belur Math) ও মিশনে জন্মাষ্টমীর দিন থেকেই দুর্গোৎসবের সূচনা হয়ে যায়। রীতি মেনে ওই দিনই কাঠামো ও খুঁটি পুজো হয়। তাই প্রতি বারের মত এবছরও তার ব্যতিক্রম হল না। নিয়মমতো মূল মন্দিরে ঠাকুরের মঙ্গলারতির পরে কাঠামো পুজা শুরু হয়। মঠের সন্ন্যাসী এবং মহারাজেরা পুষ্প অর্ঘ্য দেন। পরে গীতা পাঠ ও আরতি প্রভৃতি হয়। এক হিসেবে, বলা যেতে পারে, এ বছরের দেবী দুর্গার আবাহন-পর্ব শুরু হল বেলুড় মঠে। অন্য দিকে, জন্মাষ্টমী উপলক্ষে আজ সোমবার বেলুড় মঠের মূলমন্দিরের ভেতরে ফুলমালা দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করা হয়।
উল্লেখ্য, বেলুড় মঠে (Belur Math) দুর্গাপুজোর বিশেষ খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। পুজোর চারটি দিন এখানে মহাধূমধামে মায়ের পুজো হয়। তা দেখতে ভিড় জমান বহু ভক্ত। বিশেষত অষ্টমী-নবমীর কুমারী পুজোয় উপচে পড়ে ভিড়।
Janmastami 2024: আজ জন্মাষ্টমী, করুন ভগবান কৃষ্ণের পুজো, পূরণ হবে মনোবাঞ্ছা
Belur Math: চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমীর পুণ্য প্রভাতে দেবী দুর্গার কাঠামো পূজা হল বেলুড় মঠে