Saturday, September 21, 2024

Logo
Loading...
upload upload upload

Suvendu Adhikari-Avishek Banerjee: করিমপুরে শুভেন্দু-বারাসাতে অভিষেক , দুই সভা থেকে একে অপরের পাল্টা জবাব

Sweta Chakrabory | 17:37 PM, Wed Mar 20, 2024

নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে নদিয়ার করিমপুরে নতুন বাস স্ট্যান্ডের পাশে বুথ কর্মী সম্মেলনে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বৃষ্টি মাথায় করেই লোকসভা নির্বাচনের আগে বসিরহাটে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন করিমপুরের জনসভা থেকে তৃণমূলকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, "যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে সেদিন মমতা প্রধানমন্ত্রী হবেন। " করিমপুরে গিয়ে বামেদের জোর নিশানা করলেন শুভেন্দু। বললেন, "সিপিএম ত্রিপুরায় উঠে গেছে বাংলার বিধানসভায় নেই। সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা। বাম-তৃণমূল সেটিং। পুরোনো আমলের অধিকাংশ সিপিএম নেতা কর্মী আমাদের সঙ্গে। তৃণমূলকে সরাতে পারে একমাত্র বিজেপিই। গুজরাত থেকে তৃণমূল প্রার্থী ভাড়া করে এনেছে তৃণমূল।"

পাশাপাশি, বসিরহাটের সভা থেকে ফের বকেয়া তোপ অভিষেকের। একই সঙ্গে বসিরহাটের সভা থেকে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকানোর ব্যবস্থা করে, এটাই পার্থক্য।" সন্দেশখালিতে যে অভিযোগ উঠেছে, তার ভিত্তিতে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশই গ্রেফতার করেছে , এদিন সভায় একথাও মনে করিয়ে দেন অভিষেক।

upload
upload