Sunday, December 22, 2024

Logo
Loading...
upload upload upload

PM Modi At Krishnanagar: কৃষ্ণনগরে পৌঁছলেন মোদী, প্রধানমন্ত্রীকে দেখেই জনসভায় উঠল ‘জয় শ্রীরাম’ ধ্বনি

Sweta Chakrabory | 11:53 AM, Sat Mar 02, 2024

নিউজ ডেস্ক: শনিবার রাজ্যে মোদীর দ্বিতীয় দিন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে পৌঁছেছেন। সেখানে ইতিমধ্যেই বিজেপি নেতারা উপস্থিত হয়েছেন মোদীকে স্বাগত জানাতে। শনিবার কৃষ্ণনগরে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সকাল থেকেই সেই সভকে ঘিরে রয়েছে উচ্ছ্বাস উদ্দীপনা। কড়া নিরাপত্তা ব্যবস্থায় চলছে নজরদারি। স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশিও।

রথে চেপে কৃষ্ণনগরের জনসভায় প্রবেশ করলেন নরেন্দ্র মোদী। জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে জনসভায় আসেন প্রধানমন্ত্রী। মোদীকে দেখেই জনসভায় উঠল ‘জয় শ্রীরাম’ ধ্বনি। এরপর জনতার মাঝ খান দিয়ে এসে মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী। মঞ্চে মোদী ছাড়াও উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস, সাংসদ শান্তনু ঠাকুর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলার উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করলেন মোদী।

প্রশাসনিক সূত্র থেকে জানা গিয়েছে, এদিন কৃষ্ণনগর স্টেডিয়ামে বায়ু সোনার বিশেষ বিমানে প্রধানমন্ত্রী এসেছেন। সেখান থেকে তিনি প্রথমে চলে গিয়েছেন গাছ তলার মাঠে। সেখানে পৌঁছে সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়েছেন। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন তিনি। এরপর কৃষ্ণনগর সরকারি কলেজের মাঠে একটি দলীয় জনসভায় ভাষণ রাখার কথা মোদীর। ১২টা পর্যন্ত সভাস্থলে থাকার পরে রাজ্য ছাড়বেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত,এই কৃষ্ণনগর থেকেই গতবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র। আবার এই লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটের প্রভাব রয়েছে বেশ ভালো। এই আবহে আজ কৃষ্ণনগর থেকে সিএএ নিয়ে কোনও বার্তা প্রধানমন্ত্রী দেন কি না, সেদিকে নজর থাকবে সবার।

upload
upload