Madhyamik Exam 2025: মাধ্যমিকের ফর্ম ফিলাপের নিয়মে বড় বদল! করতে হবে অনলাইনে ফর্ম ফিলাপ
নিউজ ডেস্ক: মাধ্যমিক (Madhyamik Exam 2025) পরীক্ষার নিয়মে বড় বদল। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে আসছে নয়া নিয়ম (WBBSE Madhyamik Exam Online Enrolment)। এবার থেকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। এতদিন পর্যন্ত অফলাইনে ফর্ম করত ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে তা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ২ ডিসেম্বর বেলা ১১টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে ফর্ম ফিলাপ শুরু হবে। চলবে ১৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। অনলাইন ফর্ম ফিলাপ কাজ করতে হবে সংশ্লিষ্ট স্কুলকেই। পর্ষদের তরফে একটি ওয়েবসাইট (www.wbbsedata.com) দেওয়া হয়েছে। সকল মাধ্যমিক পরিক্ষার্থীর তথ্য পর্ষদের ওয়েবসাইটে আপলোড করতে হবে স্কুলগুলিকে।
মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, যেসব পড়ুয়া ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে চায় তাদের সম্পূর্ণভাবে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ (WBBSE Madhyamik Exam Online Enrolment) করতে হবে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সঠিকভাবে ফর্ম ফিলাপ করতে হবে। এবার থেকে আর ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের ফর্ম বিলি করা হবে না পর্ষদ জানিয়েছে, ১১, ১২, নভেম্বর ও ১২. ১৩ নভেম্বর ক্যাম্প অফিস থেকে সংক্রান্ত কাজ হচ্ছে না। যদিও পর্ষদ জানিয়েছে, একটি ক্যাম্প অফিস খোলা হবে। সেটি ২০ ও ২১ ডিসেম্বর থাকবে। নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। একইসঙ্গে অনলাইনে ফর্ম পূরণের পর একটি হার্ড কপি দেওয়া হবে। যাচাইকরণ এবং রেকর্ডের জন্য কোনও মাধ্যমিক পরীক্ষার্থীর (২০২৫) যদি নথি জমা দেওয়ার প্রয়োজন হয়, তাও সংশ্লিষ্ট দিনগুলির মধ্যে জমা দিতে হবে স্কুলগুলিকে। এই সংক্রান্ত কাজের জন্য ক্যাম্প অফিসে উপস্থিত থাকতে হবে স্কুলের প্রতিনিধিকে।
উল্লেখ্য, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি ২০২৫ প্রথম ভাষার পরীক্ষা, ১৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা, ১৮ ফেব্রুয়ারি হবে ভূগোল, ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি অঙ্ক ও ২৪ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়।