Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

Mahua Maitra Breaking: দিল্লিতে তলব এড়িয়ে কৃষ্ণনগরে প্রচারে মহুয়া মৈত্র

Sweta Chakrabory | 12:19 PM, Thu Mar 28, 2024

নিউজ ডেস্ক: ভোটের মুখে জোড়া এজেন্সির চাপে মহুয়া মৈত্র। ইডির সমনে দিল্লি গেলেন না মহুয়া মৈত্র। দিল্লিতে তলব এড়িয়ে কৃষ্ণনগরে প্রচারে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি। প্রয়োজনে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার কথা জানান মহুয়া মৈত্র।

প্রচারের কারণে ইডির হাজিরা এড়ালেন মহুয়া মৈত্র। "ভোটের প্রচারে ব্যস্ত আছেন যেতে পারবেন না", আইনজীবী মারফত ইডিকে জানিয়েছেন মহুয়া।

প্রসঙ্গত এর আগে ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে মহুয়া মৈত্রের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। আর আজ মহুয়াকে দিল্লিতে সমন করেছিল ইডি। তবে ইডির ডাকে দিল্লিতে হাজিরা এড়ালেন মহুয়া মৈত্র। মহুয়া ছাড়াও বৃহস্পতিবার তার বন্ধু ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও তলব করেছিলি ইডি।

উল্লেখ্য অতীতেও এই একই মামলায় কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদকে তলব করেছিল ইডি। কিন্তু সেই সময়েও হাজিরা এড়িয়ে যান তিনি। ই মামলা সম্পর্কে ইডি সূত্রে জানা যায়, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়ার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তদন্তকারী অফিসারদের নজরে বিদেশি মুদ্রা লেনদেনের কয়েকটি ঘটনা রয়েছে। একটি নন-রেসিডেন্ট এক্সটারনাল (এনআরই) অ্যাকাউন্টের লেনদেনও তাঁদের নজরে রয়েছে। সেই সংক্রান্ত বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে মহুয়া এবং দর্শনকে তলব করা হয়েছে।

upload
upload