Sunday, December 22, 2024

Logo
Loading...
upload upload upload

mahua maitra

Mamata Banerjee At Krishnanagar: কৃষ্ণনগরের সভা থেকেই CAA-NRC নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: কৃষ্ণনগরে জনসভা দিয়ে লোকসভা নির্বাচনে প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়৷ কৃষ্ণনগরের ধুবুলিয়ায় সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে এই সভা হচ্ছে৷ এদিন মুখ্যমন্ত্রী সভা থেকেই সিএএ থেকে এনআরসির মত একাধিক ইস্যু নিয়ে ফের সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। বাদ গেল না বাম, কংগ্রেস ও আইএসএফও । মঞ্চ থেকে আবার একলা চলো-র বার্তাও দেন তিনি।

রবিবার প্রকাশ্য জনসভায় দলের প্রার্থী মহুয়া মৈত্রকে (Mahua Moitra) জেতানোর আবেদনের পাশাপাশি কৃষ্ণনগর রাজবাড়ির (Krishnanagar Rajbari) ইতিহাস নিয়েও ফের ভয়ঙ্কর তথ্য সামনে এনেছেন তৃণমূলনেত্রী। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (Narendra Modi) নিশানা করেছেন মমতা বন্ধ্যোপাধ্যায়।

উল্লেখ্য কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের অমৃতা রায় ৷ গত বছর প্রশ্নের বিনিময়ে অর্থ কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে ৷ সেই ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই কেন্দ্রটি থেকেই ফের প্রার্থী হবেন মহুয়াই ৷ এবার সেই মহুয়ার হয়েই কৃষ্ণনগরে প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী।

এদিন মহুয়ার হয়ে জনসমর্থন চাওয়ার পাশাপাশি, জাতীয় স্তরে বিজেপি বিরোধী I.N.D.I.A জোট নিয়েও মুখ খুললেন মমতা। জানালেন, I.N.D.I.A জোটের নামটাও তাঁর দেওয়া। নির্বাচন মিটলে বাকিটাও দেখে নেবেন তিনি। এদিন মমতা আরও বলেন, "তৃণমূলকে কেন ভোট দেবেন? লক্ষ্মীর ভাণ্ডার পান তো। মাসে মাসে পেয়ে যাবেন। সারাজীবন পাবেন। মোদিকে এখন ঝুটা কথা বলতে হচ্ছে। জুমলা পার্টি বিজেপি। দেওয়াললিখন দিচ্ছে ৩০০০ দেবে। আমি বলি আগে ১০০ টাকা দিয়ে দেখা। এতদিন কেন দিসনি? এটা আমাদের করা। তোমাদের নয়। আজ পর্যন্ত না মেয়ে, না ছেলে, না কৃষক, না হিন্দু, না মুসলিম, না শিখ, না মতুয়াদের জন্য, কারও জন্য কিছু করোনি।"

Sweta Chakrabory | 18:15 PM, Sun Mar 31, 2024

Mahua Maitra Breaking: দিল্লিতে তলব এড়িয়ে কৃষ্ণনগরে প্রচারে মহুয়া মৈত্র

নিউজ ডেস্ক: ভোটের মুখে জোড়া এজেন্সির চাপে মহুয়া মৈত্র। ইডির সমনে দিল্লি গেলেন না মহুয়া মৈত্র। দিল্লিতে তলব এড়িয়ে কৃষ্ণনগরে প্রচারে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি। প্রয়োজনে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার কথা জানান মহুয়া মৈত্র।

প্রচারের কারণে ইডির হাজিরা এড়ালেন মহুয়া মৈত্র। "ভোটের প্রচারে ব্যস্ত আছেন যেতে পারবেন না", আইনজীবী মারফত ইডিকে জানিয়েছেন মহুয়া।

প্রসঙ্গত এর আগে ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে মহুয়া মৈত্রের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। আর আজ মহুয়াকে দিল্লিতে সমন করেছিল ইডি। তবে ইডির ডাকে দিল্লিতে হাজিরা এড়ালেন মহুয়া মৈত্র। মহুয়া ছাড়াও বৃহস্পতিবার তার বন্ধু ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও তলব করেছিলি ইডি।

উল্লেখ্য অতীতেও এই একই মামলায় কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদকে তলব করেছিল ইডি। কিন্তু সেই সময়েও হাজিরা এড়িয়ে যান তিনি। ই মামলা সম্পর্কে ইডি সূত্রে জানা যায়, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়ার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তদন্তকারী অফিসারদের নজরে বিদেশি মুদ্রা লেনদেনের কয়েকটি ঘটনা রয়েছে। একটি নন-রেসিডেন্ট এক্সটারনাল (এনআরই) অ্যাকাউন্টের লেনদেনও তাঁদের নজরে রয়েছে। সেই সংক্রান্ত বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে মহুয়া এবং দর্শনকে তলব করা হয়েছে।

Sweta Chakrabory | 12:19 PM, Thu Mar 28, 2024

Mahua Maitra: মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব ইডির

নিউজ ডেস্ক: ভোটের মুখে দিল্লিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী কে তলব। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে এবার জিজ্ঞাসাবাদ করতে চাই ইডি। আগামী ২৮ মার্চ মহুয়াকে দিল্লিতে তলব ইডির।

প্রসঙ্গত, ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। আর এর পরেই বুধবার ইডির তলব মহুয়া কে। মহুয়া ছাড়াও আইনজীবী দর্শন হিরানন্দানিকেও তলব ইডির।

প্রসঙ্গত, গত ১৯ শে মার্চ মহুয়ার মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এরপরই শনিবার মহুয়ার বাড়ি ও অফিসে হানা দেয় সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই বিষয়কে সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে যান সিবিআই আধিকারিকেরা। বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কলকাতার ফ্ল্যাট থেকে খালি হাতেই অবশ্য বেরোন সিবিআইয়ের আধিকারিকেরা। এরপর কৃষ্ণনগরের দলীয় কার্যালয়ে গিয়ে তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা।

Sweta Chakrabory | 13:29 PM, Wed Mar 27, 2024

CBI At Mahua Mitra's House: ভোটের মুখে বিপাকে মহুয়া মৈত্র, তৃণমূল প্রার্থীর বাড়িতে চলছে সিবিআই তল্লাশি

নিউজ ডেস্ক: কলকাতায় ফের কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। ভোটের মুখে আরো বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। শুক্রবার ইডির অভিযান আর শনিবার অ্যাকশনের সিবিআই। ঘুষের বিনিময়ে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তে সিবিআই। আলিপুরের একটি ফ্ল্যাটে চলছে সিবিআই এর তল্লাশি। তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা।

শনিবার সকাল সাতটা থেকে আলিপুরের ওই ফ্ল্যাটে চলছে সিবিআই তল্লাশি। উল্লেখ্য লোকসভা ভোটের মুখে ফের শহরে সিবিআই তৎপরতা। রবিবারের দিল্লিতে মহুয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা রজু সিবিআই এর। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কলকাতার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা।

সম্প্রতি লোকপাল সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। প্রায় ছয় থেকে সাত জন তদন্তকারী চার ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালাচ্ছে আলিপুরে মহুয়ার বাবা ব্যবসায়ী ডি এল মৈত্রের বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর ঘেড়াটোপে চলছে তল্লাশি অভিযান।

প্রসঙ্গত সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। এবার এই তদন্তে সিবিআইকে ছয় মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের।

Sweta Chakrabory | 12:18 PM, Sat Mar 23, 2024
upload
upload