Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

CBI At Mahua Mitra's House: ভোটের মুখে বিপাকে মহুয়া মৈত্র, তৃণমূল প্রার্থীর বাড়িতে চলছে সিবিআই তল্লাশি

Sweta Chakrabory | 12:18 PM, Sat Mar 23, 2024

নিউজ ডেস্ক: কলকাতায় ফের কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। ভোটের মুখে আরো বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। শুক্রবার ইডির অভিযান আর শনিবার অ্যাকশনের সিবিআই। ঘুষের বিনিময়ে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তে সিবিআই। আলিপুরের একটি ফ্ল্যাটে চলছে সিবিআই এর তল্লাশি। তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা।

শনিবার সকাল সাতটা থেকে আলিপুরের ওই ফ্ল্যাটে চলছে সিবিআই তল্লাশি। উল্লেখ্য লোকসভা ভোটের মুখে ফের শহরে সিবিআই তৎপরতা। রবিবারের দিল্লিতে মহুয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা রজু সিবিআই এর। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কলকাতার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা।

সম্প্রতি লোকপাল সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। প্রায় ছয় থেকে সাত জন তদন্তকারী চার ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালাচ্ছে আলিপুরে মহুয়ার বাবা ব্যবসায়ী ডি এল মৈত্রের বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর ঘেড়াটোপে চলছে তল্লাশি অভিযান।

প্রসঙ্গত সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। এবার এই তদন্তে সিবিআইকে ছয় মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের।

upload
upload