Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

alipur

Alipurduar: আলিপুরদুয়ারে দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারে আগুন

নিউজ ডেস্ক: আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারে আগুন লাগে। যার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বীরপাড়া দমকল সার্ভিসকে জানানো হয়েছে। এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নেভায়। শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের কারণে কয়েক ঘণ্টা সড়ক অবরুদ্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী প্রসেনজিৎ পাল জানান, ভুটান থেকে আসা একটি ১৮ চাকার ট্রেলার হঠাৎ রাস্তায় উল্টে যায়। ঘটনার পর ট্রেলারের তেলের ট্যাঙ্কে আগুন ধরে যায়। যার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বীরপাড়া স্টেশনের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Sweta Chakrabory | 15:52 PM, Sat Dec 21, 2024

Alipurduar: আলিপুরদুয়ারে খুলতে যাচ্ছে বন্ধ থাকা দুটি চা বাগান, খুশি শ্রমিকরা 

নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বরে খুলতে চলেছে আলিপুরদুয়ার জেলার দুটি বন্ধ চা বাগান। চা বাগান খেলার খবরে শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া। জানা গেছ, ১২ ডিসেম্বর রাইমাটাং চা বাগান খুলতে চলেছে এবং কালচিনি চা বাগান ১৯ ডিসেম্বর খুলতে চলেছে।

সূত্রের খবর, শুক্রবার শিলিগুড়ি শ্রমিক ভবনে সমস্ত শ্রমিক সংগঠনের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠক হয়। যেখানে চা বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর দুর্গাপূজার সময় অক্টোবর মাসে রাইমাটাং ও কালচিনি চা বাগান একে একে বন্ধ করে দেওয়া হয়। এক বছরেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে খুলতে যাচ্ছে বাগান দুটি। এখানে চা বাগান চালুর খবরে শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া।

Sweta Chakrabory | 18:02 PM, Sat Dec 07, 2024

Alipurduar: আলিপুরদুয়ারে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল সিভিক ভলান্টিয়ারের

নিউজ ডেস্ক:  আলিপুরদুয়ারের সালসাবাদি এলাকায় জাতীয় সড়কে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত এক ট্রাফিক সিভিক ভলান্টিয়ারের। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম বিশ্বজিৎ গোস্বামী। তিনি মাঝেরদাবাড়ীর বাসিন্দা ছিলেন।

সূত্রের খবর, শামুকতলা থানার অন্তর্গত সালশালাবাড়ি এলাকায় জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছিলেন বিশ্বজিৎ। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ হরিয়ানা থেকে শিলিগুড়িগামী একটি ১৬ চাকার ট্রেলার বিশ্বজিৎকে পেছন থেকে ধাক্কা দেয়, বিশ্বজিৎ গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন দ্রুত বিশ্বজিৎকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিশ্বজিৎকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে চালক ও খালাসিকে আটক করে।

Sweta Chakrabory | 16:01 PM, Fri Dec 06, 2024

 New Alipore: পুলিশকর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য নিউ আলিপুর এলাকায়, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক: কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার নিউ আলিপুর এলাকায় এক পুলিশকর্মীর মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীদের অভিযোগ, মৃতের স্ত্রী ও ছেলে প্রায়ই তাঁকে মারধর করত, যার ফলে তাঁর মৃত্যু হয়।

শুক্রবার প্রকাশিত পুলিশের বিবৃতি অনুযায়ী, মৃত পুলিশের নাম শঙ্কর চ্যাটার্জি। তিনি আলিপুর থানায় কর্মরত ছিলেন এবং কিছুদিন ধরে নার্ভের রোগে ভুগছিলেন। তার হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছিল, যার কারণে তিনি দীর্ঘদিন ছুটিতে ছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে শঙ্করের দেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে।

এ ঘটনার পর শুক্রবার এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী শঙ্করের স্ত্রী ও ছেলেকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

Sweta Chakrabory | 15:24 PM, Fri Nov 29, 2024

Leopard Caged: মথুরা চা বাগানে খাঁচাবন্দি পূর্ণ বয়স্ক চিতাবাঘ

নিউজ ডেস্ক: আলিপুরদুয়ার-১ (Alipurduar) এর মথুরা চা বাগানে (Mathura TeaGarden) শুক্রবার খাঁচাবন্দি হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ (Leopard Caged)। এদিন চিলাপাতা রেঞ্জের কর্মীরা ওই এলাকায় পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন।

ওই চা বাগানে চিতাবাঘ ছিল বলে আগেই জানিয়েছিলেন স্থানীয়রা। কয়েকদিন আগে সেখানে খাঁচা পেতেছিল বন দপ্তর। স্থানীয়রা জানান, এদিন চিতাবাঘ ধরা পড়ায় এতদিনের আতঙ্ক কাটল। বাগানে যাতায়াত করতে এতদিন ভয় পেতেন অনেকেই। চিতাবাঘটি চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তরের তরফে জানানো হয়।

Sweta Chakrabory | 17:07 PM, Fri Nov 22, 2024

Alipurduar: স্কুল শিক্ষককে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার চার অভিযুক্ত

নিউজ ডেস্ক: জয়গাঁওয়ে এক বেসরকারি স্কুলের শিক্ষককে নৃশংসভাবে খুনের ঘটনার চার অভিযুক্তকে গ্রেফতার করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। ১৬ নভেম্বর সকালে ওই শিক্ষকের বিকৃত দেহ উদ্ধার হয়।

এই ঘটনায় পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত পান্ডু রাই এবং বিজয় সুব্বা পেশাদার খুনি, যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। একই সময়ে রোহিত থাপা এবং পাসাং লামা এই খুনিদেরকে শিক্ষককে খুনের সুপারি দিয়েছিলেন। তথ্য অনুযায়ী, রোহিত থাপা গোর্খা জনমুক্তি মোর্চা (জেজিএম) এর একজন সক্রিয় নেতা ছিলেন এবং এক সময় তিনি জেজিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। তারও রয়েছে অপরাধমূলক ইতিহাস। ২০১৭ সালে, ডুয়ার্স অঞ্চলে একটি সংঘাতের জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, নৃশংসতা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ব্যক্তিগত কোনো শত্রুতার বা মানসিক ক্ষোভের কারনেই এই ঘটনা। কিন্তু তদন্তে দেখা যায়, রোহিত থাপা ও পাসাং লামা ওই শিক্ষকের কাছ থেকে নেওয়া দেড় লাখ টাকা ঋণ ফেরত না দেওয়ায় জন্য তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।

Sweta Chakrabory | 16:26 PM, Wed Nov 20, 2024

Siksha Ratna Award: কর্মজীবন শুরু হয়েছিল পুলিশের চাকরি দিয়ে, এবার তিনিই পাচ্ছেন শিক্ষারত্ন সম্মান


নিউজ ডেস্ক: প্রায় ২২ বছর হয়ে গেল বীরপাড়া হাইস্কুলে শিক্ষকতা করছেন জয়ব্রত ভট্টাচার্য। তবে তাঁর কর্মজীবন শুরু হয়েছিল পুলিশের চাকরি দিয়ে। পরে স্কুল সার্ভিস কমিশনে বসে, শিক্ষক হন। বর্তমানে বীরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য। প্রায় দু’দশক ধরে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য এবার তিনিই আলিপুরদুয়ার জেলা থেকে শিক্ষারত্ন (Siksha Ratna Award) সম্মানের জন্য মনোনীত হয়েছেন।

তাঁর এই সম্মানে খুশি তাঁর সহকর্মীরাও। বীরপাড়া হাইস্কুলেরই শিক্ষিকা শিক্ষিকা সুভদ্রা সোরেনের কথায়, তাঁদের স্কুলের প্রধান শিক্ষক এই সম্মান (Siksha Ratna Award) পাচ্ছেন, তাতে তাঁরাও গর্বিত। সুভদ্রা সোরেন বলেন, “উনি এই সম্মানের যোগ্য অধিকারী। ওনার অক্লান্ত পরিশ্রম আমরা দেখি। বীরপাড়া হাইস্কুলকে উন্নতির শিখরে পৌঁছে দিতে ওনার অবদান না বললেই নয়। আমরা সবসময় আমাদের প্রধান শিক্ষকের সৈনিক হিসাবে কাজ করব। আমাদের লক্ষ্য একটাই, স্কুলের উন্নতি।”

জানা গিয়েছে, ১৯৯৯ সালে রাজ্য পুলিশে সাব ইন্সপেক্টর পদে যোগ দেন জয়ব্রত ভট্টাচার্য। এরইমধ্যে এসএসসিতে বসেন, পাশও করেন। এরপরই পুলিশের চাকরি ছেড়ে স্কুলে পড়ানো শুরু করেন। আসলে শিক্ষকতার প্রতি প্রথম থেকেই তাঁর একটা আবেগ ছিল। তাই সুযোগ আসার পর তা তিনি ছাড়েননি। কাজে যোগ দেওয়ার পর থেকে আজ অব্ধি স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে তিনি নিরলস প্রয়াস চালাচ্ছেন। আসলে বীরপাড়া চা বলয়ের মধ্যে পড়ে। তাই স্বভাবতই চা বলয়ের ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলাটাই তাঁর প্রধান চ্যালেঞ্জ। যেহেতু আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকায় রয়েছে প্রচুর চা বাগান তাই সব ক’টি এলাকাই প্রত্যন্ত। সেখানে সরকারি স্কুল বলতে শুধু বীরপাড়া হাই স্কুল। কোনও চা বাগান বন্ধ হলে সেখানকার শিক্ষা থমকে যায়। এই পরিস্থিতির মোকাবিলা করেই এতদিন ধরে পড়ুয়াদের স্কুলে নিয়ে আসছেন এই শিক্ষক।

এ প্রসঙ্গে জয়ব্রত ভট্টাচার্য বলেন, “ইমেলে আমাকে জানানো হয়েছে। এটা নিঃসন্দেহে আমার জন্য আনন্দের। আমার ২২-২৩ বছরের শিক্ষক জীবনে যেটুকু অবদান আমার ছাত্র ছাত্রীদের জন্য রাখতে পেরেছি, সেটার স্বীকৃতি (Siksha Ratna Award) হিসাবেই আমি এটাকে দেখছি। এই স্বীকৃতি আমার একার না, সমগ্র সমাজের।”

Sweta Chakrabory | 13:36 PM, Fri Aug 30, 2024

Arpita Mukherjee: আরও বিপাকে অর্পিতা! ইডির পর এবার পার্থ-ঘনিষ্ঠের দিকে নজর অন্য এক এজেন্সির


নিউজ ডেস্ক: আবারও সংবাদ শিরোনামে পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে এ বার জেরা করতে চাইছে আয়কর দফতর (Income Tax Department)। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার উৎস কী, কেন বাড়িতে এত টাকা রাখা ছিল— এ সব তথ্যই জানতে চাওয়া হতে পারে বলে সূত্রের খবর। উল্লেখ্য, দু বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু এখনও জামিন পাননি পার্থ ও অর্পিতার কেউই। এসবের মধ্যেই এবার অর্পিতাকে জেরা করতে চাইছেন আয়কর দফতরের বেনামি সম্পত্তি শাখার অফিসাররা।

বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারে বন্দি রয়েছেন অর্পিতা। সূত্র মারফত জানা গিয়েছে, অর্পিতাকে এবার জেলে গিয়ে জেরা করতেন চাইছেন আয়কর দফতরের বেনামি সম্পত্তি শাখার অফিসাররা। সেই নিয়ে কলকাতায় বিশেষ ইডি আদালতে আবেদন জানিয়েছে আয়কর দফতর (Income Tax Department)। জেলে গিয়ে অর্পিতাকে জেরা করার জন্য অনুমতিও দিয়ে দিয়েছে আদালত। জানা গিয়েছে, আয়কর রিটার্ন ও বেনামি লেনদেন সংক্রান্ত বিষয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চাইছে আয়কর দফতরের আধিকারিকরা।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ২২ জুলাই, পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালায় ইডি। ওই একইদিনে অর্পিতা মুখোপাধ্যায়কেও (Arpita Mukherjee) দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাঁর টালিগঞ্জ এবং বেলঘরিয়ার অভিজাত আবাসনে লাগাতার তল্লাশি চালায় ইডি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইডি অর্পিতার ফ্ল্যাট থেকে সোনার গয়নাগাটি, বিদেশি মুদ্রা-সহ নগদ প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। তার ঠিক দিনপাঁচেক পর ফের বেলঘরিয়ার অভিজাত আবাসনে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সেখান থেকেও বিপুল টাকা উদ্ধার করা হয়। সবমিলিয়ে নগদ ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেন তাঁরা। এছাড়া ৫ কোটিরও বেশি মূল্যে গয়নাগাটি বাজেয়াপ্ত করা হয়। নামে, বেনামে বহু সম্পত্তির খোঁজ পাওয়া যায়।

শুধু তাই নয়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার যৌথ মালিকানায় একাধিক সম্পত্তিরও সন্ধান পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসাররা। এরপর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তবে এই বিপুল টাকা ও গয়নাগাটির উৎস কী, তা এখনও স্পষ্ট নয়। পার্থ চট্টোপাধ্যায় তাঁর ফ্ল্যাটকে ‘মিনি ব্যাংক’ হিসাবে কাজে লাগিয়েছেন বলেই দাবি করেন অর্পিতা (Arpita Mukherjee)। যদিও সেকথা অস্বীকার করেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়।

Sweta Chakrabory | 15:43 PM, Thu Jul 04, 2024

Lok Sabha Election 2024: ভোট গ্রহন শুরু হতেই বিজেপির ওপর হামলা,বুথ দখল থেকে ছাপ্পা! কিছুই বাদ নেই

 নিউজ ডেস্ক: কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে শুরু হয়ে গেল ২০২৪ এর লোকসভা ভোট(Lok Sabha Election 2024)। শুক্রবার সকাল থেকেই কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে প্রথম দফার ভোটগ্রহণ(phase 1 Voting) চালু হয়ে গেছে। এবার লোকসভা নির্বাচনে কোচবিহারকে পাখির চোখ করেছে নির্বাচন কমিশন(Election Commission), কিন্তু এত নিরাপত্তার মধ্যেও ভোট গ্রহন চালু হতেই একাধিক জায়গায় বিজেপি ওপর হামলার অভিযোগ উঠে আসছে।

সকাল থেকেই কোচবিহারের কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে। বিজেপির(BJP) তরফ থেকে ইতিমধ্যেই কমিশনের কাছে পাঁচটা অভিযোগ জমা পড়েছে। কোথাও বুথ দখল, কোথাও ছাপ্পা কথাও বা বিজেপির পোলিং এজেন্টকে(BJP Polling Agent) ঢুকতে বাধা। এমনকি অপহরণেরও অভিযোগ এসেছে বিজেপির তরফে।

জলপাইগুড়িতে বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ-

শিলিগুড়ির কাছে জলপাইগুড়ি লোকসভায় ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ভালোবাসা মোড়ে ৮৬ নং বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ।

জলপাইগুড়িতে বিজেপি পরিবারের ওপর হামলা-

জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার ১৮/৯৭ বুথের দুইটি বিজেপি পরিবারের ওপর হামলার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

শীতলকুচিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ-

শীতলকুচির গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের চাত্রা এলাকায় ভোট দিতে যাবার সময় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃনমুলের বিরুদ্ধে। অভিযোগ এদিন তিনি বড় ধাপের চত্রায় এলাকায় তিনি ২০১ নং বুথে ভোট দিতে যাচ্ছিলেন সেই সময় তৃণমূল(TMC) কর্মীরা তাকে বাঁশ দিয়ে মারধর করে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছেন।

শালবাড়িতে বিজেপির এক যুব নেতাকে মারধরের অভিযোগ-

বিজেপির এক যুব নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বক্সিরহাট থানার শালবাড়ির ঘটনা৷

বিজেপির বুথ অফিসের সামনে তৃণমূলের পতাকা লাগানোর অভিযোগ-

রাজগঞ্জের ১৮/২৫৪ নম্বর বুথে বিজেপির বুথ অফিসের সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির পোলিং এজেন্টকে অপহরণ-

কোচবিহারের দিনহাটায় বিজেপির পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে বুথ থেকে অপহরণের অভিযোগ। শুকারুরকুটির কুরশারহাটের ২২১ নম্বর বুথের সামনে থেকে বিজেপির পোলিং এজেন্টকে তৃণমূলের বাইক বাহিনী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ।

বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ-

কোচবিহার দক্ষিণের চারটি কেন্দ্রে বিজেপির পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।

গিরিয়াকুঠিতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ-

দক্ষিণ কোচবিহারের গিরিয়াকুঠিতে বিজেপি সমর্থক কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির(BJP) অভিযোগ, বেছে বেছে তাঁদের সমর্থকদের বাড়ি চিহ্নিত করা হচ্ছে। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চলেছে।

Sweta Chakrabory | 12:56 PM, Fri Apr 19, 2024

Lok Sabha Vote 2024: জেলায় জেলায় নিয়োগ নোডাল অফিসার! নজর কেন্দ্রীয় বাহিনীর ওপর

নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের(Lok Sabha Vote 2024) জন্য এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন(Election Commission)। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রতি জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিল কমিশন। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফের সব জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ পাঠানো হয়েছে।

সম্প্রতি ভোটের বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে বসেছিলেন কমিশনের স্পেশাল অবজারভার ও পুলিশ অবজারভার। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কমিশন সূত্রের খবর, সিএপিএফ এর জন্য এই নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। জানা গেছে এই নোডাল অফিসারেরা(nodal officers) মূলত কেন্দ্রীয় বাহিনীর ওপর নজরদারি চালাবেন। এর আগে ৬ এপ্রিল দুই বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে এই একই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঠিক করা হয়েছিল জেলা স্তরের একজন নোডাল অফিসার কে নিযুক্ত করা হবে,যিনি জেলায় জেলায় সব কটি কন্ট্রোল রুমের(Control Room) মধ্যে যোগসূত্র বজায় রাখবেন। এবার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিল নির্বাচন কমিশন।

উল্লেখ্য আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের ওই তিনটি লোকসভা কেন্দ্রে ৫,৮১৪ টি ​​বুথ রয়েছে। কমিশন সূত্রের খবর, সুষ্ঠুভাবে ভোট(Election) সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফার আগে রাজ্যে এসে পৌঁছেছে ২৭৭ কোম্পানি। যার মধ্যে ২৬৩ কোম্পানি ব্যবহার করা হবে প্রথম দফার নির্বাচনে। বাহিনীর পাশাপাশি ভোটের কাজে লাগানো হচ্ছে রাজ্য পুলিশকেও। কমিশন(Election Commission) সূত্রে খবর, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হতে পারে প্রথম দফার ভোটে।

Sweta Chakrabory | 14:31 PM, Tue Apr 16, 2024

Mithun Chakraborty: উত্তরবঙ্গে শেষ বেলায় জমকালো রোড শো মহাগুরুর

 নিউজ ডেস্ক: লোকসভা ভোটের শেষ বেলার প্রচারে সোমবার আলিপুরদুয়ারে লোকসভা ভোটের বিজেপি মনোনীত প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে নেমেছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty),সকাল থেকেই ৮ থেকে ৮০ বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে আলিপুরদুয়ারের রাজপথে ভিড় জমিয়েছিলেন। ডিআরএম চৌপথী থেকে আলিপুরদুয়ার (Alipurduar) শহরের চৌপথী পর্যন্ত দল মত নির্বিশেষে বিএফ রোডের দু ধারে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন।
প্রচন্ড রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা হাজার হাজার মানুষ একবার তার প্রিয় নায়ক কে দেখার জন্য ঠায় দাঁড়িয়ে ছিলেন। তবে মাধবমোড় এলাকায় এসে মিঠুন চক্রবর্তী প্রচন্ড গরমে ক্লান্ত বোধ করায় হুডখোলা গাড়ি থেকে নেমে যান। এরপর তার কনভয় আলিপুরদুয়ার চৌপথীর দিকে রওনা হয়।
জনসংযোগে মিঠুন-
বাড়ির ছাদে,রাস্তার ধারে মিঠুনকে দেখে ভক্তরা হাত নেড়েছেন, পাল্টা মিঠুন নমস্কার করেছেন। মিঠুনের সঙ্গে হুড খোলা গাড়িতে ছিলেন বিজেপির(BJP) আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা। মহাগুরু গাড়ি থেকে নেমে যেতেই পায়ে হেটে বাকি পথ হেঁটেছেন বিজেপি প্রার্থী মনোজ(Manoj Tigga)। তবে তিনিও গরমে অসুস্থ হয়ে পড়েন। এরপর রাস্তার পাশে বিজেপি কর্মীরা প্রার্থীকে হাওয়া করতে শুরু করেন। কিছুক্ষন পর স্থিতিশীল হন তিনি।
রাজনীতির উর্ধ্বে অন্য ছবি-
অন্যদিকে শহরের ১১ ভাগ কালিবাড়ি এলাকায় জেলা কংগ্রেসের সহ-সভাপতি শ্যামল রায় মিঠুন চক্রবর্তীর কনভয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়েন, তার সঙ্গে হাত মেলাতে আসায় মিঠুন চক্রবর্তী ও পাল্টা হাত এগিয়ে দিয়েছেন। রাজনীতির উর্ধ্বে এ যেন অন্য ছবি ধরা পরল মিঠুনের আলিপুরদুয়ার শোভাযাত্রাকে কেন্দ্র করে।

Sweta Chakrabory | 21:11 PM, Mon Apr 15, 2024

Narendra Modi: বিজেপি প্রার্থীর প্রচারে এসে প্রধানমন্ত্রীর জয়গান প্রতিরক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক: লোকসভা ভোট(Lok Sabha Election 2024) এগিয়ে আসতেই এবার প্রার্থীর হয়ে ভোট ময়দানে প্রচারে নামলেন প্রতিরক্ষামন্ত্রী। আর প্রচারে নেমে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান করে বিশ্বের দরবারে প্রধানমন্ত্রী ভারতকে কোন উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেকথাই তুলে ধরলেন রাজনাথ সিং(Narendra Modi)।

 আলিপুরদুয়ারের(Alipurduar) সভা থেকে মনোজ টিগ্গার(Manoj Tigga) হয়ে প্রচারের সময় তিনি তুলে ধরেন, কীভাবে এক ফোনেই কাতারে কর্মরত ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসারদের ফাঁসির সাজা আটকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনাথ সিং এদিনের সভায় বলেন, "ভারতীয় নৌসেনার কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসার কাতারের কিছু সংস্থায় কাজ করতেন। সেখানে তাঁদের ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। সেই খবর প্রধানমন্ত্রীর কানে পৌঁছতেই তিনি সঙ্গে সঙ্গে কথা বলেছিলেন কাতারের প্রেসিডেন্টের সঙ্গে। আর তার দুই-তিন দিনের মধ্যেই সেখানকার প্রেসিডেন্ট আমাদের প্রাক্তন নৌসেনার অফিসারদের ফাঁসির সাজা মাফ করে দিয়েছিলেন এবং তাঁরা প্রত্যেকে ভারতে ফিরে আসেন।"

এর পাশাপাশি রাজনাথ সিংয়ের বক্তব্যে উঠে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কথাও। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর প্রচুর ভারতীয় ছাত্রছাত্রী আটকে পড়েছিলেন সেখানে। সেই সময়েও কীভাবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়া পড়ুয়াদের নরেন্দ্র মোদি উদ্ধার করেছিল, সে কথা মনে করালেন রাজনাথ(Rajnath Singh)। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি দ্রুত রুশ প্রেসিডেন্ট পুতিন, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলেন। তারপরই চার ঘণ্টার জন্য রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং সাড়ে ২২ হাজার ভারতীয় দেশে ফিরে আসে।’

উল্লেখ্য, সামনেই রাজ্যে প্রথম দফার লোকসভা নির্বাচন(Lok Sabha Election 2024)। আগামী ১৯ এপ্রিল ভোটগ্রহণ রয়েছে আলিপুরদুয়ারে। তাই তার আগে শেষ মুহূর্তের রবিবাসরীয় প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গান শোনালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যদিও পাহাড়ের মাটিতে বিজেপির(BJP) গড় বেশ শক্তই রয়েছে। তার মধ্যেই জনসাধারণের ভেতর বিজেপির হাওয়া সতেজ রাখতে ছক্কা হাঁকালেন রাজনাথ সিং।

Sweta Chakrabory | 12:21 PM, Mon Apr 15, 2024

Breaking Public Accounts Committee: PAC- র চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল

নিউজ ডেস্ক: মুকুল রায়, কৃষ্ণ কল্যানীর পর এবার সুমন কাঞ্জিলাল। PAC বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল। রাজ্য বিধানসভার PAC-এর নতুন চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল।

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। গত বিধানসভা ভোটে আলিপুরদুয়ারের বিজেপির টিকিটে জয়ী সুমন কাঞ্জিলাল। কিন্তু পরে আলিপুরদুয়ারের বিধায়ক কে তৃণমূলের উত্তরীয় পড়ানো হয়। খাতায়-কলমে বিজেপি বিধায়ক হলেও তৃণমূলের উত্তরীয় পড়েন তিনি।

উল্লেখ্য কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় ওই PAC চেয়ারম্যান পদটি শূন্য ছিল।সেই পদেই আসতে চলেছেন সুমন কাঞ্জিলাল। ২০২৩ সালে ৫ ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন সুমন।

প্রসঙ্গত, বিধানসভা PAC একটি গুরুত্বপূর্ণ কমিটি। সাধারণ বিরোধী দলের থেকে এই কমিটির চেয়ারম্যান করা হয়। সেক্ষেত্রে বিরোধী দলের নেতারাই চেয়ারম্যান মনোনীত করেন। কিন্তু গত সাত আট বছরে বিধানসভায় এই প্রথায় কিছুটা বদল এসেছে। স্পিকারই PAC -র চেয়ারম্যান মনোনয়ন করছেন।

Sweta Chakrabory | 15:08 PM, Tue Apr 09, 2024

Dev at Alipurduar: দেব আসবে তাই ছুটি স্কুল!

নিউজ ডেস্ক: কদিন বাদেই লোকসভা ভোট(lok sabha vote 2024), শেষ মুহূর্তে কোমর বেঁধে প্রচার চালাচ্ছেন সব দলের প্রার্থীরাই। তবে এই শাসক-বিরোধী দলের ভোটের লড়াইয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের কাণ্ডারিদের ওপর। সোমবার আলিপুরদুয়ারে(alipurduar) ভোট প্রচারে যাচ্ছেন এবারের লোকসভা ভোটের ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। আর দেব আসবে বলেই নিরাপত্তা রক্ষার্থে ছুটি দেওয়া হল স্কুল, এমনটাই নোটিশ দিয়ে জানিয়েছে আলুপুরদুয়ারের জটেশ্বর উচ্চ বিদ্যালয়।

স্কুলের নোটিশে(school notice) স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে, বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনির সব ক্লাস চতুর্থ পিরিয়ডের পরে ছুটি হয়ে যাবে, কারন মাননীয় সাংসদ শ্রী দীপক অধিকারী(dev) সোমবার দুপুর ২টো নাগাদ আকাশ পথে হেলিকপ্টারে বিদ্যালয়ের মাঠে অবতরন করবেন। তাই নিরাপত্তার স্বার্থে স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ।

উল্লেখ্য এই ভোটের মরশুমে এর আগেও যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা(CRPF) রাজ্যে এসেছিল তখন সেই জওয়ানদের থাকার বন্দোবস্ত করতে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলকে বেছে নেওয়া হয়েছিল। যার ফলে পঠনপাঠনে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বেশ কিছু স্কুলে আচমকা বন্ধ করে দেওয়া হয়েছিল ক্লাস। যার ফলে সামগ্রিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল ছাত্রছাত্রীদের পঠন পাঠন। আর এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের এই ঘটনায় আবারও বন্ধ হল পঠন পাঠন। তবে দেব আসবে বলে নিরাপত্তা রক্ষার্থে স্কুল ছুটি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের(election) জন্য বা ভোট সংক্রান্ত কোনও কাজে কেন বারবার ক্ষতিগ্রস্থ হচ্ছে ছাত্র সমাজ সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিদ্যালয়ে ছুটি দিয়ে রাজনৈতিক প্রচার কতটা যুক্তিযুক্ত সেই প্রসঙ্গে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের টিচার ইন চার্চ অমিত কুমার দত্ত জানিয়েছেন," এ ব্যাপারে আমি কোন মন্তব্য করব না। যেহেতু আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, পরিস্থিতির সাপেক্ষে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে।"

Sweta Chakrabory | 16:31 PM, Mon Apr 08, 2024

CBI At Mahua Mitra's House: ভোটের মুখে বিপাকে মহুয়া মৈত্র, তৃণমূল প্রার্থীর বাড়িতে চলছে সিবিআই তল্লাশি

নিউজ ডেস্ক: কলকাতায় ফের কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। ভোটের মুখে আরো বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। শুক্রবার ইডির অভিযান আর শনিবার অ্যাকশনের সিবিআই। ঘুষের বিনিময়ে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তে সিবিআই। আলিপুরের একটি ফ্ল্যাটে চলছে সিবিআই এর তল্লাশি। তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা।

শনিবার সকাল সাতটা থেকে আলিপুরের ওই ফ্ল্যাটে চলছে সিবিআই তল্লাশি। উল্লেখ্য লোকসভা ভোটের মুখে ফের শহরে সিবিআই তৎপরতা। রবিবারের দিল্লিতে মহুয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা রজু সিবিআই এর। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের কলকাতার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা।

সম্প্রতি লোকপাল সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। প্রায় ছয় থেকে সাত জন তদন্তকারী চার ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালাচ্ছে আলিপুরে মহুয়ার বাবা ব্যবসায়ী ডি এল মৈত্রের বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর ঘেড়াটোপে চলছে তল্লাশি অভিযান।

প্রসঙ্গত সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। এবার এই তদন্তে সিবিআইকে ছয় মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের।

Sweta Chakrabory | 12:18 PM, Sat Mar 23, 2024

Alipurduar News: যেমন কথা তেমন কাজ, ১০০দিনের কাজের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্ক: সম্প্রতি রেড রোডের ধর্না মঞ্চ থেকে ১০০ দিনের বকেয়া মঞ্জুর করা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১০০ দিনের কর্মীদের বকেয়া টাকা মেটাবে তাঁর সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেই রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় ১০০দিনের কাজের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। শনিবার আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ ২নং অঞ্চল অন্তর্গত উত্তর জিৎপুর ১২/১২৯, ১২/১৩০, ১২/১৩১, ১২/১৩২, ১২/১৩৩, এবং ১২/১৩৪ এলাকায় এলাকার ১০০ দিনের কাজ করা পুরুষ এবং মহিলারা তাদের মজুর পাওয়ার জন্যে জবকার্ড, আধার কার্ড জেরক্স করে জমাদেন আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ ২নং অঞ্চল প্রশাসন কর্তৃপক্ষের কাছে। দীর্ঘ আড়াই বছর পর এই টাকা পাওয়ার আশ্বাস পেতেই জব কার্ড নিয়ে উপস্থিত হন তারা এবং টাকা পাওয়ার আশ্বাস পেতেই খুশি প্রকাশ করেন তারা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রাজ্য সরকার আর কেন্দ্রের মুখাপেক্ষি হয়ে থাকবে না। রাজ্যের যে ২১ লাখ মানুষের ১০০ দিনের টাকা বকেয়া রয়েছে তা মেটাবে নবান্ন। আগামী ২১ ফেব্রুয়ারি এই ২১ লাখ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া মজুরি। সেই কথা রাখতেই শনিবার থেকেই শুরু হয়ে গেল বকেয়া টাকা মেটানোর পক্রিয়া। যার ফলে কার্যত আশার আলো দেখছে রাজ্যবাসী তথা সমগ্র উত্তরবঙ্গবাসী। 

Editor | 18:05 PM, Sat Feb 10, 2024

Alipurduar Leopard: ফের আলিপুরদুয়ার খাঁচাবন্দী লেপার্ড

নিউজ ডেস্ক: ছাগলের টোপে খাঁচা বন্দি লেপার্ড। কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানের ঘটনা। শুক্রবার বাগানের ছয় নম্বর সেকশনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক লেপার্ড। এরপর সেটিকে উদ্ধার করে নিয়ে যায় জলদাপাড়া বনবিভাগের নিলপাড়া রেঞ্জের বনকর্মীরা। এদিন ছাগলের টোপ ফেলে লেপার্ডটিকে আটক করে বনদফতর। এ বিষয়ে উল্লেখ্য বেশ কিছু দিন ধরেই চা বাগানে ঘুরে বেড়াচ্ছিল লেপার্ড। হামলা চালাচ্ছিল বাসিন্দাদের গবাদি পশুর ওপরও। এরপর এদিন লেপার্ড খাঁচা বন্দি হলেও এখনও আতংক দূর হয়নি শ্রমিক মহল্লার বাসিন্দাদের। তাদের দাবি, বাগানে আরও দু থেকে তিনটি লেপার্ড রয়েছে, তাদেরও শীঘ্র খাঁচাবন্দি করা হোক।

Editor | 15:40 PM, Fri Feb 09, 2024
upload
upload