Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

Leopard Caged: মথুরা চা বাগানে খাঁচাবন্দি পূর্ণ বয়স্ক চিতাবাঘ

Sweta Chakrabory | 17:07 PM, Fri Nov 22, 2024

নিউজ ডেস্ক: আলিপুরদুয়ার-১ (Alipurduar) এর মথুরা চা বাগানে (Mathura TeaGarden) শুক্রবার খাঁচাবন্দি হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ (Leopard Caged)। এদিন চিলাপাতা রেঞ্জের কর্মীরা ওই এলাকায় পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করেন।

ওই চা বাগানে চিতাবাঘ ছিল বলে আগেই জানিয়েছিলেন স্থানীয়রা। কয়েকদিন আগে সেখানে খাঁচা পেতেছিল বন দপ্তর। স্থানীয়রা জানান, এদিন চিতাবাঘ ধরা পড়ায় এতদিনের আতঙ্ক কাটল। বাগানে যাতায়াত করতে এতদিন ভয় পেতেন অনেকেই। চিতাবাঘটি চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তরের তরফে জানানো হয়।

upload
upload