Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

Alipurduar Leopard: ফের আলিপুরদুয়ার খাঁচাবন্দী লেপার্ড

Editor | 15:40 PM, Fri Feb 09, 2024

নিউজ ডেস্ক: ছাগলের টোপে খাঁচা বন্দি লেপার্ড। কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানের ঘটনা। শুক্রবার বাগানের ছয় নম্বর সেকশনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক লেপার্ড। এরপর সেটিকে উদ্ধার করে নিয়ে যায় জলদাপাড়া বনবিভাগের নিলপাড়া রেঞ্জের বনকর্মীরা। এদিন ছাগলের টোপ ফেলে লেপার্ডটিকে আটক করে বনদফতর। এ বিষয়ে উল্লেখ্য বেশ কিছু দিন ধরেই চা বাগানে ঘুরে বেড়াচ্ছিল লেপার্ড। হামলা চালাচ্ছিল বাসিন্দাদের গবাদি পশুর ওপরও। এরপর এদিন লেপার্ড খাঁচা বন্দি হলেও এখনও আতংক দূর হয়নি শ্রমিক মহল্লার বাসিন্দাদের। তাদের দাবি, বাগানে আরও দু থেকে তিনটি লেপার্ড রয়েছে, তাদেরও শীঘ্র খাঁচাবন্দি করা হোক।

upload
upload