Monday, December 23, 2024

Logo
Loading...
upload upload upload

Breaking Public Accounts Committee: PAC- র চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল

Sweta Chakrabory | 15:08 PM, Tue Apr 09, 2024

নিউজ ডেস্ক: মুকুল রায়, কৃষ্ণ কল্যানীর পর এবার সুমন কাঞ্জিলাল। PAC বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল। রাজ্য বিধানসভার PAC-এর নতুন চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল।

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। গত বিধানসভা ভোটে আলিপুরদুয়ারের বিজেপির টিকিটে জয়ী সুমন কাঞ্জিলাল। কিন্তু পরে আলিপুরদুয়ারের বিধায়ক কে তৃণমূলের উত্তরীয় পড়ানো হয়। খাতায়-কলমে বিজেপি বিধায়ক হলেও তৃণমূলের উত্তরীয় পড়েন তিনি।

উল্লেখ্য কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় ওই PAC চেয়ারম্যান পদটি শূন্য ছিল।সেই পদেই আসতে চলেছেন সুমন কাঞ্জিলাল। ২০২৩ সালে ৫ ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন সুমন।

প্রসঙ্গত, বিধানসভা PAC একটি গুরুত্বপূর্ণ কমিটি। সাধারণ বিরোধী দলের থেকে এই কমিটির চেয়ারম্যান করা হয়। সেক্ষেত্রে বিরোধী দলের নেতারাই চেয়ারম্যান মনোনীত করেন। কিন্তু গত সাত আট বছরে বিধানসভায় এই প্রথায় কিছুটা বদল এসেছে। স্পিকারই PAC -র চেয়ারম্যান মনোনয়ন করছেন।

upload
upload