Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

Attacks on NIA: ইডির পর এবার এনআইএ! তদন্তে নেমে গ্রামবাসীর বিক্ষোভের মুখে জাতীয় তদন্তকারী সংস্থা

Sweta Chakrabory | 11:45 AM, Sat Apr 06, 2024

নিউজ ডেস্ক: ইডির পর এবার এনআইএ। ভূপতিনগরে তদন্তে গিয়ে গ্রামবাসীর একাংশের বিক্ষোভের মুখে পড়ে এনআইএ। পুলিশ সূত্রে খবর, NIA-র তদন্তকারীরা গ্রামে পৌঁছে তদন্ত প্রক্রিয়া শুরু করতে গেলেই তুমুল ধস্তাধস্তি শুরু হয়। গ্রামবাসীদের একাংশ অফিসারদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় আধিকারিকদের দাবি, ভোররাতের অন্ধকারে ছোঁড়া হয় ইঁট। গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ভোটের মুখেই ফের জাতীয় তদন্ত সংস্থাদের উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি।

উল্লেখ্য ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ বিস্ফোরণ হয় ভূপতিনগর। ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে সেই বোমা বিস্ফোরণের তদন্ত করছে তদন্তকারী সংস্থা। সেই সূত্রেই সেখানে গিয়েছিলেন তাঁরা। বিস্ফোরণকাণ্ডে সম্প্রতি আটজনকে এনআইএ-র কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযুক্তরা হাজিরা দেননি। এরপরই শুক্রবার রাতে গ্রামে পৌঁছান তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে দাবি, রাতে এনআইএ-র একটি দল নিরাপত্তার জন্য ভূপতিনগর থানায়(Bhupatinagar police station) পৌঁছেছিল। অপর দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত একজনকে আটক করে। তখনই হামলার ঘটনা ঘটে। এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, সেই সময়ই ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার দাবিতে এনআইএ’র গাড়ি ঘিরে ধরেন স্থানীয়রা। হামলা চালানো হয় গাড়িতে। দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলেও খবর।

ইতিমধ্যে পুরো ঘটনা দিল্লিতে এনআইএ-র সদর দপ্তরে জানানো হয়েছে। তবে এনআইএ-র তরফে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে ভূপতিনগর থানায় এবিষয়ে এফআইআরও দায়ের করেছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে সন্দেশখালিতে (Sandeshkhali) ইডির (ED) ওপর ভয়ঙ্কর হামলার ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেই রেশ কাটতে না কাটতেই এবার এনআইএ-র (NIA) ওপর হামলা।

upload
upload