Wednesday, October 23, 2024

Logo
Loading...
upload upload upload

West Bengal Weather: রাজ্যের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে কলকাতার আবহাওয়া?


Sweta Chakrabory | 10:30 AM, Tue Aug 27, 2024

নিউজ ডেস্ক: রাত থেকেই শহর ও শহরতলিতে প্রবল বৃষ্টিপাত চলছে। সকাল থেকেই মুখভার করে আছে আকাশ। আপাতত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (West Bengal Weather) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এছাড়াও ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলায়। আসলে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অঞ্চলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আগামী ২ দিনের মধ্যে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার উত্তর দিকে বিস্তৃত হতে পারে। তারপর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আর এই নিম্নচাপের ফলেই শহর জুড়ে একটানা বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (West Bengal Weather) হতে পারে। আজ, ২৬ অগাস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে ঝড়ও।

অন্যদিকে উত্তরবঙ্গের পাশাপাশি আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এছাড়াও মঙ্গল ও বুধবার অনেকগুলি জেলায় চলবে টানা বৃষ্টিপাত। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তে চলবেই, তবে তা বাড়তেও পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের দুটি একটি জায়গায়।

তবে মঙ্গলবার থেকে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। দুপুর পর্যন্ত কয়েক পশলা হালকা এবং মাঝারি বৃষ্টির সতর্কতা (West Bengal Weather) রয়েছে। বুধবার থেকে শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এরপর শনি ও রবিবার আবারও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

অন্যদিকে এই একটানা বৃষ্টির জন্য বিশেষ ভাবে সতর্ক করা হচ্ছে গ্রামের মাটির বাড়ির বাসিন্দাদের। নিচু সড়কে অস্থায়ীভাবে জল জমতে পারে। এই বর্ষাতেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিক। তাই প্রচণ্ড বৃষ্টির সময় বাইরে যাওয়ার সময় সতর্ক থাকতে বলছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে ট্র্যাফিক অ্যাডভাইজরি নজরে রাখের পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।

upload
upload