Foreigner arrested: বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার
বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার। ধৃতদের নাম আলমগীর হুসেন(৩৪) বাংলাদেশ নিবাসী। নেপালের বাসিন্দা অনুপ তামাং (৩২)। জানা গিয়েছে খড়িবাড়ি ভারত নেপাল সীমান্ত দিয়ে নেপাল নিবাসী অনুপ তামাঙ স্বচ্ছ মদত দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীকে ভারতে বেআইনিভাবে প্রবেশের চেষ্টা করে। সে সময় সশস্ত্র সীমাবলের জওয়ানেরা হাতে নাতে পাকড়াও করে। তাদের কাছে বৈধ পরিচয় পত্র দেখতে চাইলে তার কোন প্রমাণ পত্র পেশ করতে পারিনি বাংলাদেশ নিবাসী আলমগীর। এতেই সন্দেহ দৃঢ় হয়। এরপরই আলমগীরকে গ্রেফতার জিজ্ঞাসাবাদে চাপ দিতেই সে স্বীকার করে সে বাংলাদেশ নাগরিক। তার কাছে ভারতে প্রবেশের কোন বৈধ নথিপত্র নেই। নেপালি নিবাসী অনুপের কথামতো তার মদতেই ভারতে প্রবেশের চেষ্টা করছিল সে। বাংলাদেশের নাগরিক ওই যুবককে হার গ্রেফতার করার পাশাপাশি তাকে মদত দেওয়ার অভিযোগে নেপাল নিবাসী যুবক কেও খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসেসবি। হাতেনাতে গ্রেফতার করা হয়।
Trending Tag
Foreigner arrested: বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার
Mamata Banerjee At Krishnanagar: কৃষ্ণনগরের সভা থেকেই CAA-NRC নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী