Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

RSS: শিক্ষায় দখলের অভিযোগ খড়্গের! পাল্টা তোপ ধনখড়ের

Pankaj Kumar Biswas | 19:49 PM, Mon Jul 01, 2024

নিউজ ডেস্ক: দ্বিতীয় দিনেও রাজ্যসভায় শাসক বিরোধী তরজা অব্যাহতএদিন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের মধ্যে প্রথমে মজার ছলে কথোপকথন শুরু হয়। কিন্তু খড়গে তাঁর বক্তব্য আরএসএস (RSS) কেন্দ্রিক করতেই উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। নিটের বিষয়ে আলোচনা ইস্যুতে আরএসএসকে অহেতুক জড়িয়ে তির্যক মন্তব্য করেন কংগ্রেস সভাপতি পাল্টা জবাব দিতে সময় নষ্ট করেননি জগদীপ ধনখড়।  

ঠিক কি হয়েছিল?

এদিন রাজ্যসভায় মল্লিকার্জুন খড়্গে অভিযোগ করেন নিটের ৭০ টি পরীক্ষার প্রশ্নপত্র সাত বছরে লিক হয়েছে। তাঁর অভিযোগ সবকিছু জেনেও চুপ থেকেছে মোদি সরকার। এর সঙ্গে তিনি আর যোগ করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের লোকেরা (RSS) দেশের পঠন-পাঠন সংক্রান্ত বেশ কয়েকটি সংস্থায় ঢুকে পড়েছে। তাঁর অভিযোগ এনসিইআরটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে আরএসএস-এর লোকেরা বসে আছেন।

জগদীপধনখড়ের পাল্টা জবাব (RSS)

পাল্টা জগদীপ ধানখড়(Jagdeep Dhankhar) প্রশ্ন করেন, আরএসএস করা কি অপরাধ? আরএসএস করলে কি কোন ব্যক্তির কোন সংস্থার প্রবেশাধিকার নষ্ট হয়ে যায়। আরএসএসে(RSS) প্রশংসা করে উপরাষ্ট্রপতি বলেন,“আরএসএস রাষ্ট্রের অগ্রগতির জন্য দায়বদ্ধ। রাষ্ট্রের উন্নয়নে স্বয়ংসেবকদের অবদান অনস্বীকার্য।” সোমবার কংগ্রেস সভাপতি আর অভিযোগ করে বলে, রাষ্ট্রপতিকে ধন্যবাদ ভাষণের প্রস্তাবের আড়ালে সরকার তাদের ব্যর্থতা লুকোতে চাইছে। রাষ্ট্রপতির ভাষণে গরী, দলিত ও সংখ্যালঘুদের কথা উল্লেখ করা হয়নি বিরোধীরা যখন সাধারণ মানুষের কথা বলছে, সেই সময় মোদি শুধু মন কি বাত করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে নির্বাচনের সময় বিভাজনমূলক বক্তব্য রাখার জন্য অভিযুক্ত করে খড়্গে বলেন,“এর আগে দেশের কোন প্রধানমন্ত্রী এ কাজ করেননি।” কংগ্রেস পার্টির ম্যানিফেস্টোকে যেভাবে ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল তা অবাঞ্ছিত বলে মন্তব্য করেন তিনি।

upload
upload