Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

Sheikh Shahjahan:শাহজাহান বাহিনীর মোট ৩টি গাড়ি বাজেয়াপ্ত! গাড়ি কেনার অর্থ উৎস জানতে চায় ইডি

Sweta Chakrabory | 14:26 PM, Fri Mar 15, 2024

নিউজ ডেস্ক: রেশন বণ্টন দুর্নীতি মামলায় আবারও সক্রিয় ইডি। বৃহস্পতিবার সন্দেশখালি থেকে শাহজাহান বাহিনীর মোট তিনটি গাড়ি বাজেয়াপ্ত করে ইডি। জানা গেছে এর মধ্যে একটি গাড়ির মালিক শেখ শাহজাহান নিজেই, একটি গাড়ি তাঁর ভাই শেখ আলমগীরের। অন্য গাড়িটির মালিক শাহজাহান ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর। ইতিমধ্যেই এই গাড়িগুলিকে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

শেখ শাহাজাহানের মালিকানাধীন গাড়িটি ২০২২ সালের ৬ জানুয়ারি কেনা হয়। দাম ২০ থেকে ২৩ লক্ষ টাকা। গত বছরের ডিসেম্বরে কেনা হয় শেখ আলগমীরের মালিকানাধীন গাড়িটি। দাম ২৪ থেকে ২৭ লক্ষ টাকা। এছাড়াও পাঞ্জাবের সংস্থার নামে রেজিস্ট্রেশন যে গাড়িটির , সেটি ২০১৮ সালের ৭ মে কেনা হয়। দাম ১৭ থেকে ২০ লক্ষ টাকা। এই গাড়িগুলি কেনার অর্থের উৎস সম্পর্কে জানতে চায় ইডি। এত টাকা কোথা থেকে এল, কেনই বা এই সব বিলাসবহুল গাড়ি বিভিন্ন নামে কেনা হয়, সবকিছুর উত্তর খুঁজছে ইডি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্দেশখালিতে তল্লাশি চালানোর সময় শাহজাহানের এই বিলাসবহুল গাড়ি গুলির খোঁজ পান ইডি আধিকারিকরা। সন্দেশখালির সরবেড়িয়া নতুন বাজারে একটি গোপন গ্যারাজ থেকে গাড়িগুলি বাজেয়াপ্ত করে তারা। ইডি সূত্রে জানা গেছে এই গাড়িগুলির সাহায্যেই শাহজাহান ৫৬ দিন ধরে তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে একের পর এক আস্তানা বদলেছেন।

উল্লেখ্য রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই শাহজাহানের ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এদিন সরবেড়িয়ায় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা। ইডির অনুমান, শাহজাহানের কালো টাকা মাছ ব্যবসায় বিনিয়োগ হয়েছে। সূত্রের খবর, মূলত এই ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে টাকা পাচার করা হয়েছে। এদিন সে বিষয়েই তথ্য পাওয়ার চেষ্টা করেন তদন্তকারীরা। সবমিলিয়ে ৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। বেশ কিছু নথি ওই ব্যবসায়ীদের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

upload
upload