Chandrayaan 4: চন্দ্রযান ৪ অভিযানে ছাড়পত্র দিল কেন্দ্র! বরাদ্দ কত কোটি?
নিউজ ডেস্ক: চন্দ্রযান-৩-এর সাফল্যে গর্বিত ভারত। তার মধ্যেই ইসরোর মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। এ বার পালা চন্দ্রযান ৪-এর (Chandrayaan 4)। প্রস্তুতি আগেই শুরু করে দিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। বুধবার সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্রও। জানা যাচ্ছে, চন্দ্রযান-৪ অভিযানের বাজেট রাখা হয়েছে ২১০৪.০৬ কোটি টাকা।
চন্দ্রযান ৪-এর অনুমতি চেয়ে গত মার্চ মাসেই কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তাতেই বুধবার ছাড়পত্র দিল মোদি সরকার। এর পাশাপাশি শুক্রগ্রহে মহাকাশযান পাঠানো (ভেনাস অরবিটার মিশন) এবং মহাকাশ স্টেশন নির্মাণের (ভারতীয় অন্তরীক্ষ স্টেশন) প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। গগনায়ন মিশনের পিছনেও বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, শুক্র গ্রহ অভিযান হবে ২০২৮-এর মার্চে মধ্যে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১,২৩৬ কোটি টাকা।
‘চন্দ্রযান ৪’ (Chandrayaan 4) অভিযানের লক্ষ্য মেরু অঞ্চল-সহ বিভিন্ন এলাকায় জল এবং বিভিন্ন খনিজের অনুসন্ধান করা। অভিযানের প্রকৃত নাম হবে লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স। ইসরো সূত্রে জানা গিয়েছে, চন্দ্রযান ৪ উৎক্ষেপণ করা হবে দুটি ধাপে। প্রথমবার উৎক্ষেপণ করা হবে এলভিএম-৩, দ্বিতীয় দফায় পিএসএলভি। এতে পাঁচটি আলাদা আলাদা যান থাকবে। ভারতের এই মিশন সফল হলে আমেরিকা, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চিনের সঙ্গে এক পঙতিতে বসে যাবে ভারত। ইতিমধ্যেই জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার সঙ্গে এ বিষয়ে সমঝোতা করেছে ইসরো।
আগামী ৩৬ মাসের মধ্যে এই অভিযানের প্রস্তুতি সম্পূর্ণ হবে বলে জানিয়েছে ইসরো। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে মহাকাশে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর সব কিছু ঠিক থাকলে ২০৪০ সালের মধ্যে চাঁদের মাটিতে মানুষ পাঠানোর অভিযান করবে ইসরো।
প্রসঙ্গত, মহাকাশ অভিযানের যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে ভারতের, সেই লক্ষ্যে পৌঁছতে চন্দ্রযান-৪ (Chandrayaan 4) অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিজ্ঞানীদের। এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা রেখে নজির গড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত। আর এ বার নয়া মাইলফলক ছোঁয়ার পালা ইসরোর।
Deforestation: পাথরপ্রতিমায় ম্যানগ্রোভ কেটে নদীর চর ভরিয়ে ব্যবসার উদ্যোগ, নির্বিকার বন দপ্তর
Malda News: অমৃত ভারত নিয়ে এবার রাজনৈতিক তরজা! সাংসদ কে পরিযায়ী বলে কটাক্ষ, পাল্টা তোপ সাংসদের
South 24 Paraganas: বৃদ্ধা শাশুড়িকে খুন করে থানায় আত্মসমর্পণ গৃহবধূর
Election Commission: দায়িত্ব পালনে ব্যর্থ! ভোটের মধ্যেই দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন
Indian Railway: চুরির দায়ে রেলকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ কমিশনের
Nandigram: নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৭টি এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি সিনহার
Goa Beyond Beaches: সমুদ্রের পার ছেড়ে, রাজ্যে গভীরে পর্যটন টানার উদ্যোগ গোয়া সরকারের
NJP Station: আর ঘটবে না দুর্ঘটনা! নিউ জলপাইগুড়ি স্টেশনে চালু হল নতুন ব্যবস্থা
Another Molestation Case: ফের কলকাতার হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ! তরুণীর পোশাক খোলার চেষ্টা, ধৃত ওয়ার্ড বয়
Chandrayaan 4: চন্দ্রযান ৪ অভিযানে ছাড়পত্র দিল কেন্দ্র! বরাদ্দ কত কোটি?
Sunita Williams: সুনীতাদের ফেরাতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গেলেন দুই নভোশ্চর, কবে ফিরবেন তাঁরা?
Sealdah Station: বদলে যাবে শিয়ালদা স্টেশনের নাম? রেলমন্ত্রীর কাছে আবেদন বিজেপির, পাল্টা কুণাল ঘোষ
Kokata Metro: মেয়ের সামনেই মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের! অফিস টাইমে দুর্ভোগে নিত্যযাত্রীরা
Sunita Williams: দিনে দিনে কমছে ওজন! শীর্ণকায়া সুনীতার ছবি দেখে চমকে উঠল বিশ্ব, কী বলছে নাসা