Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

Deforestation: পাথরপ্রতিমায় ম্যানগ্রোভ কেটে নদীর চর ভরিয়ে ব্যবসার উদ্যোগ, নির্বিকার বন দপ্তর

Editor | 13:58 PM, Thu Feb 08, 2024

দক্ষিণ ২৪ পরগণা: সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে নদীবেষ্টিত দ্বীপ পাথরপ্রতিমা ব্লক। পূর্বে আয়লা, আমফান, ইয়াসের মত প্রাকৃতিক বিপর্যয়ে নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে। এমনিতেই জল জঙ্গলে ভরা এই এলাকার মানুষের দুঃখের শেষ নেই। রাজ্য সরকারের উদ্যোগে যেখানে কোটি কোটি ম্যানগ্রোভ বসানো হচ্ছে নদী বাঁধ রক্ষা করার জন্য। কিন্তু বেশকিছু অসাধু ব্যবসায়ী ম্যানগ্রোভ ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। কেউ ব্যবসা করে রোজগার করার জন্য, আবার কেউ মাছের ভেড়ি তৈরি করে স্বাবলম্বী হওয়ার জন্য। প্রতিটি ক্ষেত্রেই ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে আর এক কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।


পাথরপ্রতিমা বাজার সংলগ্ন কালীমন্দির সংলগ্ন এলাকা তার জলজ্যান্ত প্রমাণ। সঞ্জিৎ গিরি নামে এক ব্যবসায়ী ইতিমধ্যেই আস্তে আস্তে ম্যানগ্রোভ কেটে নদীর চরে জায়গা ভরা শুরু করেছে। একদিনে নদীর চর ভরাট না করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এমনকি সেই ভরাট জায়গার উপরে ব্যবসায়ীদের বিভিন্ন বিল্ডার্সের নেট তুলে ব্যানার ঝুলিয়ে পয়সা রোজগার করছে সে। বনদপ্তরের চোখে কি কিছুই পড়ছে না প্রশ্ন স্থানীয়দের। নির্বিকার বনদপ্তর। পুলিশো চুপ রয়েছে সব জেনেও।

এ ব্যাপারে বিজেপির লোকসভার কো কনভেনার নন্দ বারুই সরাসরি আঙুল তুলেছেন শাসকদল এবং বনদপ্তরের দিকে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই সঞ্জিৎ গিরির দাবি, "এটি তাদের রায়ত জায়গা। ২৫-৩০ বছর আগে থেকে মাটি ভরাট হয়েছে। আর বর্তমানে যে ম্যানগ্রোভ কাটা হচ্ছে সেটা কে কেটে নিয়ে যাচ্ছে তিনি জানেন না। অন্য এলাকার মানুষজন এসে কেটে নিয়ে যাচ্ছেএমনই দায়সারা উত্তর দিলেন তিনি।  শাসক দলের শিক্ষা সংগঠনের দায়িত্বে থাকা সেখ সাইফুদ্দিন বলেন, "ম্যানগ্রোভ কাটা উচিত নয়। কারা দোষ করছে প্রশাসনের দেখা উচিত"।

upload
upload