Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

Calcutta High Court: পুলিশি বাঁধা পেয়ে এবার আদালতের দ্বারস্থ সুকান্ত, ধর্নায় বসার অনুমতি কী মিলবে? শুনানি মঙ্গলে

Sweta Chakrabory | 12:21 PM, Mon Feb 26, 2024

নিউজ ডেস্ক: সন্দেশখালি কাণ্ডে ধর্নায় বসার অনুমতি চেয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ২৬-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসতে চায় গেরুয়া শিবির। তবে শনিবার সেই ধর্না কর্মসূচিতে আপত্তি জানায় পুলিশ। পুলিশের অনুমতি না মেলায় তার পরই আদালতের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত। মঙ্গলবারই হবে সেই মামলার শুনানি।

মামলা দায়েরের পর আইনজীবীর প্রশ্ন, “একই জায়গায় ১২ দিন ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের কেন আটকানো হচ্ছে?” যদিও রবিবার কলকাতা পুলিশের তরফে রাজ্য বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছে, ধর্না কর্মসূচির অনুমতি দেওয়া যাচ্ছে না। কারণ, গান্ধীমূর্তির নিচে চাকরিপ্রার্থীরা ধরনা দিচ্ছেন। পাশাপাশি বোর্ডের পরীক্ষা চলছে। তাই মাইক বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।

যদিও কদিন আগেই রেড রোডে গত ১ ফেব্রুয়ারি থেকে ধর্না শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে এই ধর্না শুরু করে তৃণমূল। গত ২ ফেব্রুয়ারি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্না কর্মসূচিতে যোগদান করেন। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত টানা এই ধর্না অবস্থান চলে। তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের তরফে টানা ধর্না চালিয়ে যাওয়া হয়। তবে এবার বিজেপির ক্ষেত্রে কেন বাঁধা? বিজেপি অবশ্য অনড়, এই ধর্না কর্মসূচি তারা করবেই। তবে আদালত তরফে এই মামলার কী শুনানি আসে এখন সেটাই দেখার।

upload
upload