নিউজ ডেস্ক: আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প (Trump 2.0)। চার বছর পর ফের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ট্রাম্পের। বুধবার ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন বেশ কয়েকজন স্বনামধন্য ভারতীয় বংশোদ্ভূত (Indian-Americans) আমেরিকানরা। তাঁর প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার অঙ্গীকার করেছেন গুগল সিইও সুন্দর পিচাই, লুইজিয়ানার প্রাক্তন গভর্নর ববি জিন্দাল, দক্ষিণ ক্যারোলাইনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালি। এনাদের সঙ্গেই আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক৷
পুরীর সমুদ্র সৈকতে আমেরিকার পতাকার উপরে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতি গড়েছেন ৷ তার পাশেই ইংরেজি হরফে লেখা ডোনাল্ড ট্রাম্প ৷ এর নীচে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ এর আগে ২০১৬ সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ এর পরে ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি ৷ এরপর ফের এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ফিরে এলেন আমেরিকার মসনদে৷
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবর ভারতে আসতেই, ট্রাম্পকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্টকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী। আর সেই ফোন কল-এ ফোনের ওপার থেকে মোদীর জন্য এল প্রশংসা বাক্য। উল্লেখ্য, ট্রাম্পের জয়ের পর বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্যে প্রথম ফোন করেন মোদীই। সূত্র বলছে, মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন,'ভারত একটি দারুন দেশ, প্রধানমন্ত্রী মোদী একজন দারুন মানুষ।' এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প, মোদীর উদ্দেশে বলেন,তিনি মোদীকে ও ভারতকে ‘সত্যিকারের বন্ধু’ মনে করেন। ট্রাম্প জানান, মোদীই প্রথম আন্তর্জাতিক স্তরের কোনও দেশের নেতা যিনি ট্রাম্পকে শুভেচ্ছা জানান।
এছাড়াও ট্রাম্পকে (Trump 2.0) অভিনন্দন জানিয়ে গুগল সিইও সুন্দর পিচাই বলেন, ‘‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর দৃঢ় বিজয়ের জন্য অভিনন্দন। আমরা আমেরিকান উদ্ভাবনের সোনালী যুগে আছি এবং সবাইকে সুবিধা পৌঁছে দিতে তাঁর প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’ দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালি বলেন, ‘‘আমেরিকার জনগণ তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে শক্তিশালী জয়ের জন্য অভিনন্দন। এখন সময় এসেছে আমেরিকার জনগণের একত্রিত হওয়ার, আমাদের দেশটির জন্য প্রার্থনা করার, এবং শান্তিপূর্ণ রূপে ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার।’’ অন্যদিকে, লুইজিয়ানার প্রাক্তন গভর্নর ববি জিন্দাল বলেন, ‘‘কী দুর্দান্ত দিন আমেরিকার জন্য! এক মিনিটের জন্য উদযাপন করি। তারপর শুরু হবে কঠিন কাজ, আমাদের দেশকে আবার ঠিক পথে আনার!’’ ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু বিবেক রামস্বামী বলেন, ‘‘এটি আমেরিকায় নতুন সকাল। এখন চলুন আমরা দেশটিকে বাঁচাই।’’