Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

UPSC Rule Change: ইউপিএসসি-তে এবার আধার ভিত্তিক ভেরিফিকেশনের অনুমতি, বড় সিদ্ধান্ত কেন্দ্রের


Sweta Chakrabory | 13:42 PM, Thu Aug 29, 2024

নিউজ ডেস্ক: পূজা খেদকরকে (Puja Khedkar) নিয়ে চলা বিতর্কের মাঝেই ইউপিএসসি পরীক্ষার নিয়মে বড় বদল (UPSC Rule Change) আনতে চলেছে কেন্দ্র। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-কে আধার ভিত্তিক ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের অনুমতি দিল কেন্দ্র। এবার থেকে রেজিস্ট্রেশনের সময় যেমন আধারের তথ্য লাগবে, তেমনই পরীক্ষা ও নিয়োগের সময়ও আধার কার্ড খুঁটিয়ে পরীক্ষা করা হবে।

কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, ইউপিএসসি-তে এবার আধার ভিত্তিক ভেরিফিকেশনের (UPSC Rule Change) অনুমতি দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীর পরিচয় যাচাই করতে আধার অথেনটিকেশন করা হবে। এছাড়া পরীক্ষা ও নিয়োগের বিভিন্ন ধাপেও ই-কেওয়াইসি (e-KYC) পদ্ধতিতে প্রার্থীর পরিচয় যাচাই করা হবে। ইউআইডিএআই(UIDAI)-র নিয়ম ও নির্দেশ মেনেই ইউপিএসসি এই ভেরিফিকেশন করবে বলেই জানিয়েছে কেন্দ্র।

আসলে সম্প্রতি পূজা খেড়কর নামক একজন ট্রেনি আইএএস অফিসারের ভুয়ো নথি ও তথ্য দিয়ে ইউপিএসসি পাশ করা এবং প্রতারণা করে চাকরি পাওয়ার ঘটনা ফাঁস হতেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এরপরেই ২০২২ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে নিযুক্ত এই ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের প্রার্থীপদ বাতিল করে ইউপিএসসি। পাশাপাশি পূজা খেদকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ইউপিএসসি। তদন্তে জানা যায় যে নাম, বাবার নাম, মায়ের নাম, ছবি, স্বাক্ষর, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজের পরিচয় গোপন করেছেন পূজা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মুখ পুড়েছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের।

এরপর ইউপিএসসির তরফে জানানো হয়, পূজার 'অপকর্ম' নিয়ে বিস্তারিত তদন্ত চালানো হয়েছে। তা থেকে যা সব তথ্য বেরিয়ে এসেছে, তার পরিপ্রেক্ষিতেই এবার ইউপিএসসি পরীক্ষায় আধার বাধ্যতামূলক (UPSC Rule Change) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে তা এখনও জানানো হয়নি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে।

upload
upload