Vindhyachal: বিন্ধ্যাচল: মন্দিরের অনুদান বাক্স থেকে মিললো ৩৩.৭২ লক্ষ টাকা
নিউজ ডেস্ক: দেবী বিন্ধ্যবাসিনী, কালী খোহ এবং বিন্ধ্যাচলের অষ্টভুজা দেবী মন্দির প্রাঙ্গনে বিন্ধ্য বিকাশ পরিষদের স্থাপন করা অনুদান বাক্সগুলি খোলা হয় নায়েব তহসিলদারের উপস্থিতিতে। কঠোর নিরাপত্তার মধ্যে অনুদানের পরিমাণ গণনা করা হয় বুধবার। অনুদান বাক্স থেকে মোট ৩৩ লাখ ৭২ হাজার ৩০ টাকা গণনা করা হয়। দেবী বিন্ধ্যবাসিনী মন্দির কমপ্লেক্সে এগারোটি অনুদান বাক্স স্থাপন করা হয়েছিল, আর একটি করে ছিল কালী খোহ মন্দির এবং অষ্টভুজা দেবী মন্দির চত্বরে। জানা গেছে, প্রাপ্ত অনুদান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিন্ধ্যাচল শাখার, জেলা অফিসারের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়।
Vindhyachal: বিন্ধ্যাচল: মন্দিরের অনুদান বাক্স থেকে মিললো ৩৩.৭২ লক্ষ টাকা