Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

arambag

Mitali Bag: খানাকুলে বাধার মুখে তৃণমূলের প্রার্থী

খানাকুলে প্রচারে গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়লেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালী বাগ। স্থানীয়দের অভিযোগ মিতালি বাগ উন্নয়নের কথা বলতে এসেছিলেন। কিন্তু যে রাস্তা দিয়ে উনি হেঁটে আসেন সেটাই খারাপ। এলাকায় বহু মানুষ পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না। স্বাস্থ্য সাথী, লক্ষীর ভাণ্ডার, আবাস যোজনার বাড়ি চাইতে গেলে তৃণমূল তাঁদের মিছিলে হাঁটতে বলে।

যদিও তৃণমূল প্রার্থীর অভিযোগ বিজেপি প্রধান ও তার অনুগামীরা এই বাধার মূলে। বিপ্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে তৃণমূকংগ্রেস কর্মীরা। হুগলির খানাকুলের কৃষ্ণনগর পশ্চিমপাড়া এলাকার ঘটনাতৃণমূল প্রার্থী মিতালী বাগের অভিযোগ, “দলের কর্মীদের সঙ্গে কৃষ্ণনগর পশ্চিমপাড়া গ্রামে যেতেই বাধার মুখে পড়ি। খানাকুল ২ নং পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস ও তার অনুগামীরা গ্রামে ঢুকতে বাধা দেয়এমনকি তৃণমূল প্রার্থীকে গেরুয়া আবির মাখানোর চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনায় শুরু হয় উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়ঘটনায় থানায় অভিযোগ দায়ের। যদিও তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন খানাকুল ২ নং পঞ্চায়েতের বিজেপি প্রধান সরস্বতী দাস। তার দাবি, “গ্রামে কোনো উন্নয়ন হয়নিতাই গ্রামের মানুষ বাধা দিয়েছে”।

Editor | 18:15 PM, Tue Mar 26, 2024

PM Modi At Arambag: বঙ্গে এসেই তৃণমূলকে সন্দেশখালি বাণে বিদ্ধ করলেন মোদী

নিউজ ডেস্ক: আরামবাগের সভাতে গিয়েই সন্দেশখালি প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা করলেনণেহুগলির আরামবাগে সরকারি কর্মসূচির পর করলেন জনসভা। আর সেই জনসভাতেই সন্দেশখালি ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করলেন তিনি।

রামমোহনের কথা তুলে তিনি বলেন আজ বাংলার যা অবস্থা, সেটা পুরো দেশ দেখছে। মা-মাটি-মানুষের ঢাক পেটানো তৃণমূল সন্দেশখালির বোনেদের সঙ্গে যা করেছে, তা দেখে পুরো দেশে আক্রোশে ফুটছে। আর আমি বলতে পারি যে রামমোহন রায়ের আত্মা যেখানেই থাকুক না কেন, এই লোকেদের এই কাজ দেখে অত্যন্ত বেদনা পাবেন। সন্দেশখালিতে তৃণমূল যা করেছে, তাতে রামমোহন রায়ের আত্মা কাঁদবে।

এরই সঙ্গে সন্দেশখালি প্রসঙ্গে আরামবাগের সভা থেকে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,'দিদি, আপনি কয়েকজন লোকের ভোটের জন্য সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে যেতে দেখলেন?' এদিন শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গ তুলে মোদী বলেন বিজেপির জন্য চাপে পড়ে গ্রেফতার করা হয়েছে তাকে। পাশাপাশি লোকসভা ভোটকে সামনে রেখে মোদী বলেন, ‘‘তিন কোটি লাখপতি দিদি তৈরির সঙ্কল্প নিয়েছি। পশ্চিমবঙ্গ বিকশিত হলে ভারতও হবে। সে কারণে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে সকল আসনে কমল ফোটার প্রয়োজন।’’ তার পরেই তিনি স্লোগান দেন, ‘এই বার ৪০০ পার’।

বাংলার ৪২টি আসনেই BJP, মমতাকে চ্যালেঞ্জ করে মোদী বলেন তৃণমূলের একটি নিশ্চিত ভোটব্যাঙ্ক আছে। তৃণমূল অহংকার আছে যে সেই ভোটব্যাঙ্ক হাতছাড়া হবে না। সেই এবারও মুসলিম ভাইবোনেরা তৃণমূলের গুণ্ডারাজকে উপড়ে ফেলবে। এই লোকসভা নির্বাচনের ফলে তৃণমূল সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। এছাড়া কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ধর্নার প্রতিবাদে প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেন, ‘‘দুর্নীতিতে জর্জরিত বলেই কেন্দ্রীয় সংস্থার তদন্তের বিরুদ্ধে ধর্না হয় এখানে। মোদী এ সবে ভয় পান না। আমি পশ্চিমবঙ্গের মানুষকে গ্যারান্টি দিয়েছি। যাঁরা গরিবকে লুটেছেন, তাঁদের হটাতেই হবে। ’’

অন্যদিকে নিয়োগ দুর্নীতি নিয়েও চুপ থাকেনি মোদী। তিনি বলেন, শিক্ষক নিয়োগ থেকে পুরসভা নিয়োগ সব জায়গাতেই দুর্নীতি করেছে তৃণমূল। গরিবদের রেশনে দুর্নীতি, সীমা দিয়ে পশুপাচার সবেতেই দুর্নীতি করেছে। সব শেষে সভাস্থলে জনতাকে ধন্যবাদ জানায় মোদী। সমাবেশে এত বিপুল সংখ্যা মানুষ এসেছেন। তাই তাঁদের ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী। মোট কথা আরামবাগের সভা থেকেই রাজ্যকে একাধিক বিষয়ে নিশানা করে লোকসভা ভোটের প্রচারও শুরু করলেন মোদী।

Sweta Chakrabory | 17:09 PM, Fri Mar 01, 2024

PM Narendra Modi: অন্ডাল থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা,বিকেলেই আসছেন রাজ্যে,মোদীকে স্বাগত জানাতে তৈরি আরামবাগ

নিউজ ডেস্ক: শুক্রবারই দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন। শুক্রবার সকাল ১০ টা ১৫ মিনিটে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক৷ তবে এর খানিক পরেই ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেন ৷

উল্লেখ্য শুক্রবার বিকেলেই বাংলায় এসে আরামবাগে জনসভা করবেন প্রধানমন্ত্রী ৷ ২০২৪ লোকসভা নির্বাচনে মোদীর জনসভার মধ্য দিয়ে বাংলায় বিজেপির ভোট প্রচার শুরু করবেন তিনি ৷ বায়ুসেনার হেলিকপ্টারে ঝাড়খণ্ডের সিনড্রিতে গিয়েছেন প্রধানমন্ত্রী৷ সেখানে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি ৷ ঝাড়খন্ডের ধানবাদে ৩৫ হাজার ৭০০ কোটি টাকার বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এসব প্রকল্প সার শিল্প, রেলপথ, বিদ্যুৎ ও কয়লা খাতের সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে।

এরপর ফের বায়ুসেনার হেলিকপ্টারে করেই ঝাড়খন্ডের সিন্দ্রি থেকে ধানবাদ হয়ে হুগলির আরামবাগে জনসভায় যোগ দেবেন ৷ প্রধানমন্ত্রী সভা করবেন আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। তাই এক দিন আগেই গোটা চত্বর কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলে এসপিজি-র (special protection group) আধিকারিকেরা। সভাস্থলের কাছে কার্যত কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি। মাঠ জুড়ে কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের নিরাপত্তা রয়েছে। মঞ্চ-সহ মাঠের প্রায় ১৬ বিঘা এলাকা জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখতে মাঠ জুড়ে তল্লাশি চলে মেটাল ডিটেক্টর ও প্রশিক্ষিত তিনটি পুলিশ-কুকুর নিয়ে। ৷ এদিনের সভার জন্য তিনটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে ৷ হেলিপ্যাডে নেমে সেখান থেকে দশর্কদের মধ্যে দিয়ে হেঁটে মঞ্চে উঠবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত,মোদীর সভাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা আরামবাগের দিকে রওনা দিয়েছেন ৷ ইতিমধ্যেই আরামবাগে পৌঁছেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা।

Sweta Chakrabory | 14:15 PM, Fri Mar 01, 2024

PM Narendra Modi: রাজ্যে আসার আগে রাতভোর বিজেপি বৈঠক, প্রার্থী বাছতে ভোর অব্ধি বৈঠক মোদীর

নিউজ ডেস্ক: সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্য সরগরম। অবশেষে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। এই আবহেই শুক্রবার হুগলির আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে এ রাজ্যে প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর। কিন্তু রাজ্যে আসার আগের রাতেই লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে গভীর রাত পর্যন্ত আলোচনা চলল বিজেপির সদর দফতরে। রাত ১১টা নাগাদ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক চলে ভোররাত ৩টে ১৫ মিনিট পর্যন্ত। মোদী, নড্ডা ছাড়াও বৈঠকে ছিলেন অমিত শাহ এবং রাজনাথ সিং।

জানা গেছে, প্রাথমিক ভাবে আজ গোটা কুড়ি রাজ্যের প্রাথমিক প্রার্থী তালিকায় সবুজ সঙ্কেত দেয় বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সূত্রের মতে, আগামী ১০ মার্চের মধ্যে প্রায় সাড়ে তিনশো আসনে প্রার্থী ঘোষণার কাজ সেরে ফেলতে চান বিজেপি নেতৃত্ব। রিপোর্টে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলাঙ্গানা, রাজস্থান, ত্রিপুরার মতো রাজ্যগুলির ৫০ শতাংশ আসনের প্রার্থী ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই সব আসনের প্রার্থী তালিকা ঘোষণাও করে দিতে পারে বিজেপি।

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে যে সব আসনে আগেরবার বিজেপি জেতেনি, সেই সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত, শুক্রবার আরামবাগে ৭ হাজার ২০০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রেল, বন্দর, তেলের পাইপলাইন, গ্যাস সরবরাহ এবং জল পরিশোধনের প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে এবার আরামবাগ ও কৃষ্ণনগর আসন দুটিকে টার্গেট করেছে বিজেপি। এই আবহে আরামবার, কৃষ্ণনগর থেকে মোদী নিজেই প্রার্থীর নাম ঘোষণা করেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পরে অবশ্য বারাসাতেও সভা করবেন মোদী।

Sweta Chakrabory | 12:32 PM, Fri Mar 01, 2024
upload
upload