Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

PM Modi At Arambag: বঙ্গে এসেই তৃণমূলকে সন্দেশখালি বাণে বিদ্ধ করলেন মোদী

Sweta Chakrabory | 17:09 PM, Fri Mar 01, 2024

নিউজ ডেস্ক: আরামবাগের সভাতে গিয়েই সন্দেশখালি প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা করলেনণেহুগলির আরামবাগে সরকারি কর্মসূচির পর করলেন জনসভা। আর সেই জনসভাতেই সন্দেশখালি ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করলেন তিনি।

রামমোহনের কথা তুলে তিনি বলেন আজ বাংলার যা অবস্থা, সেটা পুরো দেশ দেখছে। মা-মাটি-মানুষের ঢাক পেটানো তৃণমূল সন্দেশখালির বোনেদের সঙ্গে যা করেছে, তা দেখে পুরো দেশে আক্রোশে ফুটছে। আর আমি বলতে পারি যে রামমোহন রায়ের আত্মা যেখানেই থাকুক না কেন, এই লোকেদের এই কাজ দেখে অত্যন্ত বেদনা পাবেন। সন্দেশখালিতে তৃণমূল যা করেছে, তাতে রামমোহন রায়ের আত্মা কাঁদবে।

এরই সঙ্গে সন্দেশখালি প্রসঙ্গে আরামবাগের সভা থেকে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,'দিদি, আপনি কয়েকজন লোকের ভোটের জন্য সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে যেতে দেখলেন?' এদিন শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গ তুলে মোদী বলেন বিজেপির জন্য চাপে পড়ে গ্রেফতার করা হয়েছে তাকে। পাশাপাশি লোকসভা ভোটকে সামনে রেখে মোদী বলেন, ‘‘তিন কোটি লাখপতি দিদি তৈরির সঙ্কল্প নিয়েছি। পশ্চিমবঙ্গ বিকশিত হলে ভারতও হবে। সে কারণে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে সকল আসনে কমল ফোটার প্রয়োজন।’’ তার পরেই তিনি স্লোগান দেন, ‘এই বার ৪০০ পার’।

বাংলার ৪২টি আসনেই BJP, মমতাকে চ্যালেঞ্জ করে মোদী বলেন তৃণমূলের একটি নিশ্চিত ভোটব্যাঙ্ক আছে। তৃণমূল অহংকার আছে যে সেই ভোটব্যাঙ্ক হাতছাড়া হবে না। সেই এবারও মুসলিম ভাইবোনেরা তৃণমূলের গুণ্ডারাজকে উপড়ে ফেলবে। এই লোকসভা নির্বাচনের ফলে তৃণমূল সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। এছাড়া কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ধর্নার প্রতিবাদে প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেন, ‘‘দুর্নীতিতে জর্জরিত বলেই কেন্দ্রীয় সংস্থার তদন্তের বিরুদ্ধে ধর্না হয় এখানে। মোদী এ সবে ভয় পান না। আমি পশ্চিমবঙ্গের মানুষকে গ্যারান্টি দিয়েছি। যাঁরা গরিবকে লুটেছেন, তাঁদের হটাতেই হবে। ’’

অন্যদিকে নিয়োগ দুর্নীতি নিয়েও চুপ থাকেনি মোদী। তিনি বলেন, শিক্ষক নিয়োগ থেকে পুরসভা নিয়োগ সব জায়গাতেই দুর্নীতি করেছে তৃণমূল। গরিবদের রেশনে দুর্নীতি, সীমা দিয়ে পশুপাচার সবেতেই দুর্নীতি করেছে। সব শেষে সভাস্থলে জনতাকে ধন্যবাদ জানায় মোদী। সমাবেশে এত বিপুল সংখ্যা মানুষ এসেছেন। তাই তাঁদের ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী। মোট কথা আরামবাগের সভা থেকেই রাজ্যকে একাধিক বিষয়ে নিশানা করে লোকসভা ভোটের প্রচারও শুরু করলেন মোদী।

upload
upload