Friday, September 20, 2024

Logo
Loading...
upload upload upload

PM Narendra Modi: রাজ্যে আসার আগে রাতভোর বিজেপি বৈঠক, প্রার্থী বাছতে ভোর অব্ধি বৈঠক মোদীর

Sweta Chakrabory | 12:32 PM, Fri Mar 01, 2024

নিউজ ডেস্ক: সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্য সরগরম। অবশেষে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। এই আবহেই শুক্রবার হুগলির আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে এ রাজ্যে প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর। কিন্তু রাজ্যে আসার আগের রাতেই লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে গভীর রাত পর্যন্ত আলোচনা চলল বিজেপির সদর দফতরে। রাত ১১টা নাগাদ বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক চলে ভোররাত ৩টে ১৫ মিনিট পর্যন্ত। মোদী, নড্ডা ছাড়াও বৈঠকে ছিলেন অমিত শাহ এবং রাজনাথ সিং।

জানা গেছে, প্রাথমিক ভাবে আজ গোটা কুড়ি রাজ্যের প্রাথমিক প্রার্থী তালিকায় সবুজ সঙ্কেত দেয় বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সূত্রের মতে, আগামী ১০ মার্চের মধ্যে প্রায় সাড়ে তিনশো আসনে প্রার্থী ঘোষণার কাজ সেরে ফেলতে চান বিজেপি নেতৃত্ব। রিপোর্টে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলাঙ্গানা, রাজস্থান, ত্রিপুরার মতো রাজ্যগুলির ৫০ শতাংশ আসনের প্রার্থী ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই সব আসনের প্রার্থী তালিকা ঘোষণাও করে দিতে পারে বিজেপি।

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে যে সব আসনে আগেরবার বিজেপি জেতেনি, সেই সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত, শুক্রবার আরামবাগে ৭ হাজার ২০০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। রেল, বন্দর, তেলের পাইপলাইন, গ্যাস সরবরাহ এবং জল পরিশোধনের প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে এবার আরামবাগ ও কৃষ্ণনগর আসন দুটিকে টার্গেট করেছে বিজেপি। এই আবহে আরামবার, কৃষ্ণনগর থেকে মোদী নিজেই প্রার্থীর নাম ঘোষণা করেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পরে অবশ্য বারাসাতেও সভা করবেন মোদী।

upload
upload