Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

chennai

Chennai Weather: নিম্নচাপের বৃষ্টিতে বানভাসি চেন্নাই! জলমগ্ন রজনীকান্তের বিলাসবহুল বাংলো


নিউজ ডেস্ক: সোমবার থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে তামিলনাড়ুর চেন্নাই এবং তার পার্শ্ববর্তী এলাকায়। বৃষ্টির (Chennai Weather) পরিমাণ আরও বাড়বে বলে সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। এই দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখেই চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপাট্টু জেলায় স্কুল, কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। শুধু তা-ই নয়, দুর্যোগের জেরে মঙ্গলবার বেশ কিছু বিমান বাতিলও করতে হয়েছে।

অন্যদিকে, দক্ষিণী মহাতারকা রজনীকান্তের (Rajinikanth) বাংলোও এই বানভাসি থেকে রক্ষা পায়নি। চেন্নাইয়ের একটি অভিজাত এলাকা পোয়েস গার্ডেনে রয়েছে রজনীকান্তের বাড়ি, বলা ভাল এই বিলাসবহুল বাংলো। এই শহরের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক হল তাঁর এই বাড়ি। এই এলাকাটি অত্যন্ত উচ্চ মানের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা। অন্য আরও বিখ্যাত তারকা ও শিল্পপতিরাও এখানে থাকে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে রজনীকান্তের বাড়ি থেকে জল বের করে দেওয়ার কাজ চলছে এখন। তাদের বাড়ির সমস্ত কর্মচারীরা সতর্কতা অবলম্বন করেছেন এবং বন্যার কারণে বাড়িতে যাতে খুব একটা ক্ষতি না হয় সেদিকে নজর রাখছেন। বাড়ির সুরক্ষার জন্য যারপরনাই চেষ্টা করছেন রজনীকান্ত। এখনও পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে রজনীকান্ত সেভাবে কিছু জানাননি যে জল নেমে গিয়েছে বা তাঁর বাড়ি বন্যার হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত ইত্যাদি তথ্য। তবে শুধু রজনীকান্তই নন, এই বন্যার (Chennai Weather) কারণে সমস্যায় পড়েছে সকল এলাকাবাসী।

তীব্র বর্ষণে (Chennai Weather) শহরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। যার ফলে এই সংকট দেখা দিয়েছে। কর্তৃপক্ষ রজনীকান্তের বাসভবনের চারপাশের জল নামানোর জন্য পাম্পের ব্যবস্থা করেছে। ক্ষয়ক্ষতি কমানোর জন্য পুরসভার কর্মীরা কাজকর্ম করছেন। তবে এই ঘটনা এবার প্রথম নয়। ২০২৩ সালে ঘূর্ণিঝড় মিচাংয়ের কারণে বানভাসি হয়েছিল চেন্নাই। সেই সময়ও জল ঢুকেছিল থালাইভার বাসস্থানে।

Sweta Chakrabory | 16:47 PM, Wed Oct 16, 2024

Death for Air Pollution: বছরে ৩৩ হাজার ভারতীয়র মৃত্যুর কারন বায়ু দূষণ! চাঞ্চল্যকর তথ্য জানাল গবেষকরা

নিউজ ডেস্ক: গবেষণায় উঠে এল বিরাট তথ্য। দূষণের কারণে প্রতি বছর ভারতে মৃত্যু (Death for Air Pollution) হচ্ছে ৩৩ হাজার মানুষের। সম্প্রতি ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দূষণ সংক্রান্ত সমীক্ষার রিপোর্টে এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, কলকাতা সহ ভারতের বড় বড় ১০টি শহরে (Indian Cities) প্রতি বছর বায়ুদূষণের বলি হচ্ছেন হাজার হাজার মানুষ। তাই দূষিত বায়ুর বিপদ থেকে নাগরিকদের বাঁচানোর জন্য অবশ্যই হু-র দেওয়া নির্দেশিকা মেনে চলা উচিত ভারতের, এমনটাই জানানো হয়েছে ওই প্রতিবেদনে। গবেষণাটি সাসটেইনেবল ফিউচার কোলাবোরেটিভ, অশোকা ইউনিভার্সিটি, সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল, সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, হার্ভার্ড এবং বোস্টন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্থানের গবেষকদের দ্বারা পরিচালিত হয়েছিল।

সমীক্ষায় দাবি করা হয়েছে, ভারতের বড় বড় ১০টি শহরে বায়ুদূষণের কারণে প্রতিবছর ৩৩ হাজার মানুষের মৃত্যু (Death for Air Pollution) হয়। ওই ১০টি গুরুত্বপূর্ণ শহরে বায়ুদূষণের কারণে দৈনিক মৃত্যুর হার ৭ শতাংশেরও বেশি। এই শহরগুলির (Indian Cities) তালিকায় রয়েছে কলকাতা, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, পুনে, সিমলা, এবং বারাণসী। সমীক্ষায় দেখা গেছে, বায়ুদূষণের কারণে মৃত্যুর (Death for Air Pollution) নিরিখে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী শহর দিল্লি, যেখানে প্রতি বছর ১২ হাজার মানুষের মৃত্যু ঘটে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই। এখানে এই সংখ্যা ৫ হাজার ১০০। আর কলকাতায় সেই সংখ্যা ৪ হাজার ৭০০। অন্যদিকে চেন্নাইয়ে বায়ুদূষণের কারণে বছরে ২ হাজার ৯০০ জন মানুষ মারা যায়। বেঙ্গালুরুতে সেই সংখ্যা ২ হাজার ১০০ এবং বারাণসীতে ৮৩০। মৃত্যুর নিরিখে তালিকায় সবচেয়ে নিচে রয়েছে সিমলা, যেখানে বছরে বায়ুদূষণের কারণে মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম, মাত্র ৫৯।

এ প্রসঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অন্যতম সহ-লেখক জোয়েল শোয়ার্টজ এক বিবৃতিতে বলেছেন, ''এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যা পরিস্থিতি সেখানে বায়ুদূষণ নিয়ন্ত্রণই একমাত্র পথ। একমাত্র বায়ুদূষণ নিয়ন্ত্রণের মাধ্যমেই প্রতি বছর কয়েক হাজার জীবন বাঁচাতে পারে। অন্যান্য দেশে যেভাবে দূষণ নিয়ন্ত্রণ হয়, সে সব পদ্ধতিগুলি ভারতে জরুরীভাবে প্রয়োগ করা প্রয়োজন।" বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে যে, পৃথিবীতে প্রায় সকলেই বায়ু দূষণের প্রস্তাবিত পরিমাণের চেয়ে বেশি পরিমানে দূষিত বায়ু গ্রহণ করে, যা স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের কারণ হয়ে দাঁড়ায়। আর এর ফলেই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর হার।

Sweta Chakrabory | 11:36 AM, Fri Jul 05, 2024

RCB vs KKR: KKR বনাম RCB! ক্রিকেটের ময়দানে জিত কার?

নিউজ ডেস্ক: শুক্রবার আইপিএল ২০২৪-এর দশম লিগ ম্যাচে সম্মুখসমরে নামছে ফ্যাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

প্রথম ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দারুণভাবে আইপিএল অভিযান শুরু করেছে কেকেআর। আর এবার দ্বিতীয় জয় তুলে নিয়ে চেন্নাই সুপার কিংসকে ছুঁয়ে ফেলার চেষ্টা করবেন শ্রেয়াস আইয়াররা। এমনটাই আশা কেকেআর ফ্যানদের।

অন্যদিকে আইপিএলের প্রথম ম্যাচেই হারতে হয়েছে আরসিবিকে। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছেন কোহলিরা। ৩৯ বলে ৭৭ রানের ইনিংসে কোহলি আরসিবিকে চলতি সিজনের প্রথম ম্যাচে জয় এনে দিয়েছেন। তবে আজকের ম্যাচে কি ফলাফল হয় এখন সেটাই দেখার।

উল্লেখ্য এর আগে চিন্নাস্বামীতে নিজেদের ঘরের মাঠে কোহলিরা এগারোবার মুখোমুখি হয়েছেন কেকেআরের। যার মধ্যে শাহরুখ খানের টিমের জয়ের সংখ‌্যাটা সাত। শুধু তাই নয়, দুই টিমের ক্রিকেটীয় যুদ্ধ ঘিরে উত্তেজনার গনগনে আঁচটাও একইরকম ছড়াচ্ছে। এখন শুধুই অপেক্ষা খেলা শুরু হওয়ার।

Sweta Chakrabory | 19:20 PM, Fri Mar 29, 2024
upload
upload