Friday, November 15, 2024

Logo
Loading...
upload upload upload

health update

Manoj Mitra: গুরুতর অসুস্থ অভিনেতা মনোজ মিত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে


নিউজ ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা ও কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র (Manoj Mitra) হাসপাতালে ভর্তি। অবস্থা সংকটজনক।‌ জানা গিয়েছে, বুকে বেশ ব্যাথা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৬ বছর বয়সী এই শিল্পী। সূত্রের খবর, তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে।

মঙ্গলবার সকালে অভিনেতার পরিবারের তরফে জানানো হয়, “বিপদ এখনও কাটেনি। সঙ্কটজনক পরিস্থিতি। এখনও একই রকম আছেন। সন্ধেবেলায় বিস্তারিত জানা যাবে।” ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে আপাতত 'হাই ডিপেন্ডেন্সি ইউনিট'-এ (HDU) ভর্তি রয়েছেন তিনি। সোমবার হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে অভিনেতার (Manoj Mitra) অবস্থা খুবই সঙ্কটজনক। তিনি বেশ কিছুদিন ধরেই হৃদযন্ত্রের কঠিন অসুখে ভুগছেন। সেই সঙ্গে রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস মেলাইটাস, ক্রনিক কিডনির অসুখ, সিওপিডি, ডিমেনশিয়ার মতো রোগও। এছাড়া তাঁর হার্টের কার্যক্ষমতাও বেশ কম।

জানা গিয়েছে, রবিরার রাত থেকে বাড়াবাড়ি। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্রকে (Manoj Mitra)। সে দিন রাতেই অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছিল যে তাঁর শারীরিক অবস্থা মোটেই ভাল নয়। সোমবার সকালটা খুবই উদ্বেগের মধ্যে কাটে। তবে এ দিন রাত থেকে কিছুটা হলেও আশার আলো দেখা গিয়েছে। সোমবার তাঁর জামাই জানান অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি মানুষজনও চিনতে পারছেন। সামান্য কথাও বলছেন। তবে মঙ্গলবার থেকে সেরমভাবে শারিরিক কোনও উন্নতি ঘটেনি। যদিও নিজের সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন নাট্যজগতের এই কিংবদন্তী।

তবে এরই মাঝে সোমবার সকাল থেকেই তাঁর (Manoj Mitra) মৃত্যুর ভুয়ো খবরে তোলপাড় হয় সামাজিক মাধ্যম। এ প্রসঙ্গে ভাই অমর মিত্র ফেসবুকে পোস্ট করে জানান, এমনটা সত্যি নয়। তবু গুজব থামেনি। গোটা ঘটনায় বিরক্ত পরিবার। তবে অমর মিত্র জানান,''বুকে জল জমেছিল দাদার। সঙ্গে বয়সজনিত নানা সমস্যা রয়েছে। এ সব কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা বুকে জমা জল বার করে দিয়েছেন। ওষুধ দিয়ে বাকি জল শুকোনোর চেষ্টা করা হচ্ছে।''

Sweta Chakrabory | 13:20 PM, Tue Sep 24, 2024

Sabyasachi Chakraborty health update: ফিরেছেন বাড়ি, কেমন আছেন ফেলুদা?

নিউজ ডেস্ক: এখন অনেকটাই সুস্থ ফেলুদা। হাসপাতাল থেকে ফিরেছেন বাড়ি। বাড়ির ফেরার পর অভিনেতার পুত্রবধূ অর্থাৎ অভিনেতা গৌরব চক্রবর্তীর স্ত্রী, অভিনেত্রী ঋদ্ধিমা জানিয়েছেন, "বাবা এখন আগের থেকে অনেকটাই সুস্থ। চিকিৎসকরা বলেছেন বিশ্রামে থাকতে। দোলের আগে বাবা বাড়ি ফিরেছে এটা সত্যিই আনন্দের ব্যাপার।”

প্রসঙ্গত, গত সপ্তাহে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ার একাংশের কপালে দেখা দেয় চিন্তার ভাঁজ। জানা যায়, ১৯ মার্চ রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতাকে বুকে ব্যথা নিয়ে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসায় সব্যসাচীর হার্টে ব্লকেজ ধরা পড়ায় তাঁর শরীরে পেসমেকার বসে।

সূত্রের খবর, ২২ মার্চ অভিনেতা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যদিও অভিনেতার অসুস্থতার বিষয়ে তাঁর পরিবারের লোকজন সংবাদমাধ্যমের কাছে কোনও তথ্যই প্রকাশ করতে চাননি। পুরো বিষয়টাই আড়ালে রাখা হয়েছিল। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার বাড়ি ফিরেছেন পর্দার ফেলুদা। আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন। সুস্থ হয়ে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবির শুটিং শুরু করবেন সব্যসাচী।

Sweta Chakrabory | 22:08 PM, Tue Mar 26, 2024
upload
upload